Advertisement
০৪ মে ২০২৪

টুকরো খবর

বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে এক মহিলাকে মারধর করে চুল কেটে নেওয়ার ঘটনা ঘটল পূর্বস্থলীর শ্রীরামপুরে। অভিযুক্ত দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করলেও ঘটনার পর থেকেই খোঁজ নেই প্রহৃত মহিলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল দশটা নাগাদ ধৃত ঊষা মালিক ও তার জা মনিকা এলাকার কয়েকজনকে নিয়ে ওই মহিলার বাড়িতে যান।

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৪ ০০:৩৬
Share: Save:

বধূকে মারধর করে চুল কেটে নেওয়ার নালিশ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী

বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে এক মহিলাকে মারধর করে চুল কেটে নেওয়ার ঘটনা ঘটল পূর্বস্থলীর শ্রীরামপুরে। অভিযুক্ত দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করলেও ঘটনার পর থেকেই খোঁজ নেই প্রহৃত মহিলার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল দশটা নাগাদ ধৃত ঊষা মালিক ও তার জা মনিকা এলাকার কয়েকজনকে নিয়ে ওই মহিলার বাড়িতে যান। তারপরেই তাকে বেধড়ক মারধর করে চুল কেটে নেওয়া হয় বলে অভিযোগ। পরে প্রহৃত মহিলার ভাই নাদনঘাট থানায় লিখিত অভিযোগ করেন। ঊষা ও মনিকাকে গ্রেফতার করে পুলিশ। আজ, বৃহস্পতিবার ধৃতদের কালনা আদালতে তোলার কথা। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রহৃতা ওই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরেই ধৃত একজনের স্বামীর বিবাহ-বর্হিভূত সম্পর্ক ছিল। সোমবার দু’জনকে গ্রামেরই এক জায়গায় ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। জানাজানি হওয়ার পরে গা ঢাকা দেয় ওই যুবক। এরপরেই ঊষা ও তার জা মনিকা কয়েকজনকে নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করে, চুল কেটে নেয় বলে অভিযোগ। তবে ঘটনার পর থেকে ওই মহিলার কোনও খোঁজ নেই। এ দিন গ্রেফতার হওয়ার আগে ঊষাদেবী দাবি করেন, “বহু বার স্বামীকে সচেতন হতে বলেছিলাম। এ দিন উত্তেজিত হয়ে এই ঘটনা ঘটিয়েছি।” পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, “মহিলার চুল কেটে নেওয়ার ঘটনা নিন্দনীয়। আইন হাতে নিজের হাতে তুলে নেওয়া কখনই সমর্থনযোগ্য নয়।”

সারদা নিয়ে তোপ রাহুলের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

সহারা কর্তা সুব্রত রায়ের সঙ্গে ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীকে গ্রেফতারের মুখ্যমন্ত্রীর দাবির সমালোচনা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। বুধবার দুর্গাপুরে এক জনসভায় তিনি বলেন, “সিবিআই মদন মিত্রকে গ্রেফতার করেছে তাঁর কৃতকর্মের জন্য। সুদীপ্ত সেনের সঙ্গে ছবি দেখে নয়।” এ দিন দুর্গাপুরের গাঁধী মোড় ময়দানে জনসভায় রাহুলবাবু ছাড়াও ছিলেন দলের রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার ও অন্য নেতারা। রাহুলবাবুর দাবি, “নরেন্দ্র মোদী সারদা-কাণ্ড নিয়ে কোনও বক্তব্য দেননি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছিল।

গাঁধী মোড়ের সভায় রাহুল সিংহ। ছবি: সব্যসাচী ইসলাম।

ছবি দেখে যদি গ্রেফতার করতে হয় তা হলে সিঙ্গাপুরে কয়লা মাফিয়ার সঙ্গে সফর করার দায়ে তো মুখ্যমন্ত্রীকেই গ্রেফতার করা উচিত।” রাহুলবাবু আরও বলেন, “মদন মুখ খুললে সরকার চিত্‌পাত হবে। মুখ্যমন্ত্রী কুপোকাত হয়ে যাবেন। তাই তাঁকে জোর করে দেখানোর চেষ্টা হচ্ছে, ‘আমি তোমার পাশে আছি।’ মদন কত বড় নেতা যে তাঁর জন্য রাজ্য জুড়ে আন্দোলন করতে হবে?” মুখ্যমন্ত্রী ও তৃণমূলের চাপের রাজনীতিতে পরিস্থিতি বদলাবে না দাবি করে তিনি বলেন, “চারটি লোক চিত্‌কার করছে বলে সিবিআই গুটিয়ে যাবে? মনে রাখতে হবে, কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার চলছে। আর সেই সরকারের একটি ‘উইং’ হল সিবিআই। দোষীরা কেউ ছাড় পাবে না।” তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, “রাহুলবাবু নিজেই সিবিআইকে নরেন্দ্র মোদী সরকারের ‘উইং’ বলে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী ও কেন্দ্রের অঙ্গুলিহেলনেই যে সিবিআই কাজ করছে, তা প্রমাণ হয়ে গেল।”

মহিলাকে ঘরে ফেরাল পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে বুধবার পরিবারের লোকেদের হাতে তুলে দিল বর্ধমান থানার পুলিশ। অনিমা নস্কর নামে ওই মহিলা গত ৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন বলে তাঁর বাবা অনিলবাবু জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার নিউটাউন থানার যাত্রাগাছিতে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যেয় বছর তিরিশের ওই মহিলাকে বর্ধমানের জিটিরোড সংলগ্ন উল্লাস উপনগরীর কাছে ঘোরাফেরা করতে দেখে থানায় নিয়ে আসা হয়। ওই রাতেই দাউদ আলি নামে এক ব্যক্তি তাঁর দুর্ঘটনাগ্রস্থ গাড়ির খবর নিতে থানায় আসেন। দাউদ আলির বাড়িও যাত্রাগাছি এলাকাতে হওয়ায় তিনি ওই মহিলাকে চিনতে পারেন। বুধবার সকালে পরিবারের হাতে ওই মহিলাকে তুলে দেওয়া হয় বলে জানান থানার আইসি আব্দুল গফ্ফর। মঙ্গলবার সকালে বর্ধমানের বিদ্যার্থীভবন স্কুলের কাছে এক বছরের শিশুকন্যা সহ আরও এক বছর তিরিশের মহিলাকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। ওই মহিলা নিজের পরিচয় দিতে পারেননি। মা ও শিশুকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

কাটোয়ায় অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া

এসটিকেকে রোডে হাম্ফ তৈরির দাবিতে ৩ ঘণ্টা রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটেছে কাটোয়ার টিকরখাজি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে এসটিকেকে রোডের উপর পর পর তিন দিন পথ দুর্ঘটনায় বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন। অবরোধকারীদের দাবি, রাস্তায় হাম্প না থাকার কারণে দ্রুত গতিতে গাড়ি চলছে। সে কারণেই দুর্ঘটনাগুলি ঘটছে।

এসটিকেকে রোডে ঘন্টা তিনেকের অবরোধে যানজট।—নিজস্ব চিত্র।

এ দিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলে। ঘটনাস্থলে যান কাটোয়ার এসডিপিও ধু্রব দাস ও বিডিও আশিস সিকদার। তাঁরা অবরোধকারীদের লিখিত ভাবে দাবি জানাতে বলেন। কাটোয়ার বিডিও আশিসবাবুর আশ্বাস, “হাম্প তৈরির দাবিটি পূর্ত দফতরে জানানো হবে। তবে যতদিন না হাম্প তৈরি হচ্ছে তত দিন স্পিড ব্রেকার থাকবে।”

পুলিশি হেফাজত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

শিশু খুনে অভিযুক্ত জেঠিমাকে বুধবার পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ১৩ দিনের ওই শিশুকে গত তেরো ডিসেম্বর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ১৬ ডিসেম্বর বাড়ির পাশের এক পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ শিশুর জেঠিমা কবিতা শর্মাকে গ্রেফতার করে। শিশুটির বাবা দীননাথ শর্মার দাবি, প্রতিহিংসা ও সাংসারিক গোলমালের জেরেই কবিতাদেবী শিশুটিকে বাথরুম নিয়ে যাওয়ার নাম করে পুকুরে ফেলে দেন। পুলিশের দাবি জেরার মুখে কবিতাদেবীও জানিয়েছেন, শিশুটির জন্মের পর থেকেই সংসারের সব কাজ তাঁকেই করতে হতো। এর জন্যই তিনি শিশুটিকে জলে ফেলে দিয়েছেন।

গলা কাটা দেহ
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর

এক মোটরভ্যান চালকের গলা কাটা দেহ উদ্ধার হল মঙ্গলবার রাতে। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের ইন্দ্রপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উত্তম হাজরা(৪৪)। বাড়ি কাটোয়া মহকুমার চন্দ্রপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ইন্দ্রপুর গ্রামে নবান্ন উত্‌সবের প্রতিমা ভাসান উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছিল। শোভাযাত্রায় জেনারেটর নিয়ে যাওয়ার জন্য উত্তমবাবুর ভ্যান ভাড়া করা হয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, উত্তমবাবুর মাথা জেনারেটরে আটকে যায়। বুধবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহটির ময়না তদন্ত করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রধান শিক্ষিকা জেল-হাজতে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

সর্বশিক্ষা মিশনের টাকা তছরুপের অভিযোগে ধৃত প্রধান শিক্ষিকা কৃষ্ণা প্রামাণিককে জেল হাজতে রাখার নির্দেশ দিল দুর্গাপুর আদালত। পুলিশ জানিয়েছে, অন্ডালের কাজোড়া হাইস্কুলের ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সর্বশিক্ষা মিশনের প্রায় ২২ লক্ষ টাকা তছরুপের অভিযোগ রয়েছে। গত ৮ ডিসেম্বর ওই শিক্ষিকাকে তাঁর দুর্গাপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। গত ১২ ডিসেম্বর তাঁকে দুর্গাপুর আদালতে তোলা হয়েছিল। সে দিন বিচারক তাঁকে ৫ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। এ দিন তাঁকে ফের আদালতে পেশ করা হয়।

ট্রাকের ধাক্কায় মৃত্যু, গাড়ি ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হল বর্ধমানের হামিরপুরে। আউশগ্রাম থানা সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টা নাগাদ হামিরপুরের বাসিন্দা হৃদয় মণ্ডল (৩৭) বর্ধমান-বোলপুর রোড ধরে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন। পুলিশ দেহ উদ্ধার করতে এলে বাসিন্দাদের ছোড়া ইটে পুলিশের গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় বলে অভিযোগ। পরে পুলিশ আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেহটি উদ্ধার করে।

চিত্তরঞ্জনের জয়
নিজস্ব সংবাদদাতা • বারাবনি

বারাবনি বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতার বুধবারের খেলায় জিতল জেএমডিটিএস চিত্তরঞ্জন। এ দিন জামগ্রাম আদি শিবতলা মাঠে তারা বিএসসিসি গৌরান্ডিকে ৯ উইকেটে হারায়। এ দিন প্রথমে ব্যাট করে গৌরান্ডি ৫৮ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে চিত্তরঞ্জন ১ উইকেটে হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নেয়।

বর্ধমানে ভলিবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

প্রথম ডিভিশন ভলিবলে মণ্ডলজোনা গোরাচাঁদ তরুণ সঙ্ঘ ৩-০ সেটে হারাল অগ্রদূত কোচিং সেন্টারকে। ওই ব্যবধানেই জাতীয় নবোদয় সঙ্ঘকে, অগ্রদূত কোচিং রাইপুর নবীন সঙ্ঘকে হারায়। রতন স্মৃতি সঙ্ঘ ৩-১ সেটে হারায় রাইপুরকে। জাতীয় সঙ্ঘও ৩-১ সেটে হারায় পাল্লা রোড সরমস্তপুর ক্লাবকে।

জিতল তরুণ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে তরুণ স্পোর্টিং ক্লাব ১৫ রানে হারাল তেওয়ারিবাগান সাথী সঙ্ঘকে। তরুণের ১৮৬ রানের জবাবে তেওয়ারিবাগানের ইনিংস ১৭১ রানে শেষ হয়ে যায়। তরুণের সুজিত রজক দাস ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা।

বার্নপুরে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর

বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় জিতল আইএসপি এসসি। এ দিন তারা বার্নপুর ফুটবল স্টেডিয়ামে যাদবপুর এক্স এফএকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলায় গোল হয়নি।

কোথায় কী

দুর্গাপুর

সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল প্রাঙ্গন। বিকাল সাড়ে চারটা। উদ্যোগ: সেন্ট মাইকেল’স স্কুল, দুর্গাপুর।

আসানসোল

রাম নাম সংকীর্তন। বিকাল ৪টা। স্বামী শিবানন্দের জীবনী পাঠ ও আলোচনা: সন্ধ্যা পৌনে ৬টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।

পেশোয়ারের স্কুলে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন আসানসোলে রবীন্দ্রভবনের সামনে। ছবি: শৈলেন সরকার।

পাকিস্তানের ঘটনায় ধিক্কার। কাটোয়ার স্কুলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE