Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পাশ করানোর দাবি, ঘেরাও শিক্ষিকাদের

পাশ করানোর দাবিতে স্কুলের গেটে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বিক্ষোভ দেখালেন পড়ুয়া ও অভিভাবকেরা। বুধবার রানিগঞ্জের সিহারশোল উচ্চ বালিকা বিদ্যালয়ে আটকে রাখা হল প্রধান শিক্ষিকা-সহ শিক্ষিকা-শিক্ষাকর্মীদের।

শিক্ষিকার গাড়ি ঘিরে বিক্ষোভ।নিজস্ব চিত্র।

শিক্ষিকার গাড়ি ঘিরে বিক্ষোভ।নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ০০:০৭
Share: Save:

পাশ করানোর দাবিতে স্কুলের গেটে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বিক্ষোভ দেখালেন পড়ুয়া ও অভিভাবকেরা। বুধবার রানিগঞ্জের সিহারশোল উচ্চ বালিকা বিদ্যালয়ে আটকে রাখা হল প্রধান শিক্ষিকা-সহ শিক্ষিকা-শিক্ষাকর্মীদের।

স্কুল সূত্রে জানা গিয়েছে, মোট ৭৬ জন পরীক্ষার্থী একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা দেয়। তার মধ্যে ৩৩ জন পড়ুয়া অকৃতকার্য হয়। ২২ এপ্রিল ফল বেরনোর পর থেকেই ওই পড়ুয়ারা পাশ করানোর দাবিতে বিক্ষোভ শুরু করে। বুধবার তা চরমে ওঠে। পড়ুয়াদের সঙ্গে যোগ দেন অভিভাবকেরাও। স্কুল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অকৃতকার্য পড়ুয়া ও অভিভাবকদের একাংশ। তার পরে দীর্ঘক্ষণ শিক্ষিকাদের আটকে রাখা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে স্কুলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর কাঞ্চন তিওয়ারি। অভিভাবকেরা তাঁকেও ঘিরে ধরেন। শেষে বিকেল ৫টা নাগাদ পুলিশ এসে শিক্ষিকাদের উদ্ধার করে। স্কুল ছাড়ার সময়ে প্রধান শিক্ষিকার গাড়ি ধরেও বিক্ষোভ দেখানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবকের অভিযোগ, ‘‘ঠিক ভাবে পড়ানো হয়নি। অন্যায় ভাবে ফেল করানো হয়েছে।’’

পরে কাঞ্চনবাবু অবশ্য গোটা বিষয়টি ‘স্কুলের দায়িত্ব’ বলে দাবি করেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। তাঁরা জানান, একাধিক বিষয়ে পাশ করতে পারেনি ওই পড়ুয়ারা। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান শিক্ষিকা মিতা বসু বলেন, ‘‘কলা বিভাগের ওই ছাত্রীরা এক-একটি বিষয়ে ২০ নম্বরেরও কম পেয়েছে। নিয়ম, ন্যূনতম ২৪ পেতে হবে। কয়েক জন তিনটি বিষয়েও অকৃতকার্য হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Teachers Gherao Pass Examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE