Advertisement
২৬ এপ্রিল ২০২৪

দ্বন্দ্ব বহাল, মঙ্গলকোটে আলাদা চড়ুইভাতি অপূর্ব-সিদ্দিকুল্লার

এ দিন নিগন পঞ্চায়েতের সাঁওতা ফুটবল মাঠে ‘প্রীতিভোজে’র আয়োজন করেন বিধায়ক। সেখানে হাজির ছিলেন জেলার বিধায়ক নার্গিস বেগম, বিধায়ক নিশীথ মালিকেরা।

সিদ্দিকুল্লা চৌধুরী

সিদ্দিকুল্লা চৌধুরী

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ০১:৫৩
Share: Save:

কোন্দল চলছে বছর দেড়েক ধরে। পঞ্চায়েত ভোটের আগে মঙ্গলকোটে শাসকদলের দুই নেতার দ্বন্দ্ব মেটার যে কোনও লক্ষণ নেই, তা ফের স্পষ্ট হয়ে গেল রবিবার। একই এলাকায় আলাদা ভাবে নিজের গোষ্ঠীর লোকজনকে নিয়ে এ দিন চড়ুইভাতির আয়োজন করলেন স্থানীয় বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী ও তৃণমূলের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী।

এ দিন নিগন পঞ্চায়েতের সাঁওতা ফুটবল মাঠে ‘প্রীতিভোজে’র আয়োজন করেন বিধায়ক। সেখানে হাজির ছিলেন জেলার বিধায়ক নার্গিস বেগম, বিধায়ক নিশীথ মালিকেরা। হাজার পাঁচেক কর্মীর জন্য মাংস-ভাতের পিকনিকের আয়োজন করা হয়। ওই মাঠ থেকে ঢিল ছোড়া দূরত্বে সাওঁতা বাস্ট্যান্ডে এ দিন কর্মী-বৈঠকের ডাক দেওয়া হয় নিগন অঞ্চল তৃণমূলের তরফে। সেখানেও হাজার পাঁচেক কর্মীর খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী।

অপূর্ববাবুর অনুগামীদের অনেকের দাবি, তাঁদের এই অনু্ষ্ঠানের পরিকল্পনা হয় দিন দশেক আগে। সাঁওতা ফুটবল মাঠেই চড়ুইভাতি করার কথা ছিল। তবে শেষ মুহূর্তে বিধায়কের গোষ্ঠী সেখানে প্রীতিভোজের আয়োজন করার ইচ্ছে প্রকাশ করায় তাঁরা সরে যান। বিধায়কের অনুষ্ঠানে বাইরে থেকে লোকজন আনা হয়েছিল বলে তাঁদের দাবি।

মঙ্গলকোটে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধে বারবার বার্তা দিয়েছেন উচ্চ নেতৃত্ব। শিমুলিয়ার নেতা ডালিম শেখ খুনে সিদ্দিকুল্লার ভাই রহমতুল্লা চৌধুরী ও ঘনিষ্ঠ বলে পরিচিত নেতা বিকাশ চৌধুরীর নাম জড়িয়েছে। মাসখানেক আগে বিধায়ক-অনুগামী বলে পরিচিত ভাল্যগ্রাম, বনকাপাশি ও চাণকের কয়েক জন ব্লক সভাপতির গোষ্ঠীতে যোগ দিয়েছেন বলে তৃণমূলের অন্দরের খবর। এই পরিস্থিতিতে নিজের কর্মীদের চাঙ্গা করতে বিধায়ক এ দিন চড়ুইভাতির আয়োজন করেন বলে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের একাংশের দাবি।

ব্লক সভাপতি অপূর্ববাবুর অভিযোগ, ‘‘বাইরের লোক এনে কেউ হয়তো বাজার গরম করতে চাইছে। তবে যাঁরা গত বিধানসভা ভোটের পর থেকে দিগভ্রান্ত হয়েছিলেন, তাঁরা ফিরে আসায় খুশি। ব্লক তৃণমূলে সবাই স্বাগত।’’ বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী অবশ্য বলেন, ‘‘কর্মীদের আনন্দ দিতে শীতে চড়ুইভাতির আয়োজন হয়েছে। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।’’ এ দিন বিকেলে আবার কাশেমনগর গার্লস হাইস্কুল মাঠে বৈঠকের আয়োজন করে গোতিষ্ঠা অঞ্চল তৃণমূল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE