Advertisement
০২ মে ২০২৪

জিএসটি-র আগে কেনার ধুম

আসানসোলের বৈদ্যুতিন জিনিসপত্রের অন্যতম বড় দোকানের সেলস ম্যানেজার প্রণবকুমার বসুর দাবি, ‘‘টেলিভিশন, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, এসি, রেফ্রিজেরেটরের বিক্রি খুবই ভাল।’’ ‘ক্যাশব্যাক’ অফারের ক্ষেত্রে কেউ টাকা, কেউ বা জিনিসপত্র নিচ্ছেন বলে দাবি তাঁর।

কেনাকাটা সেরে ফেরা। আসানসোলে। —নিজস্ব চিত্র।

কেনাকাটা সেরে ফেরা। আসানসোলে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল ও দুর্গাপুর শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ১৩:০০
Share: Save:

শো-রুম থেকে ঝকঝকে নতুন মোটরবাইক নিয়ে বেরোচ্ছিলেন এক তরুণ। বললেন, ‘‘আগেই কিনে নিলাম। ১ জুলাইয়ের পরে শুনছি মোটরবাইকে কর বসবে ২৮ শতাংশ!’’ পশ্চিম বর্ধমানের নানা বাজারে বহু ব্যবসায়ীই জানাচ্ছেন, অভিন্ন বাণিজ্য কর (জিএসটি) চালুর আগে মূলত এই ভাবনা থেকেই ভিড় বেড়েছে ক্রেতাদের।

আসানসোলের বৈদ্যুতিন জিনিসপত্রের অন্যতম বড় দোকানের সেলস ম্যানেজার প্রণবকুমার বসুর দাবি, ‘‘টেলিভিশন, ওয়াশিং মেশিন, এয়ার কুলার, এসি, রেফ্রিজেরেটরের বিক্রি খুবই ভাল।’’ ‘ক্যাশব্যাক’ অফারের ক্ষেত্রে কেউ টাকা, কেউ বা জিনিসপত্র নিচ্ছেন বলে দাবি তাঁর। যেমন ইস্কো স্টিল প্ল্যান্টের প্রাক্তন কর্মী গোপাল দত্ত জানান, ওয়াশিং মেশিনের সঙ্গে টেলিভিশন ঘরে তুলেছেন।

সুযোগ বুঝে কোনও কোনও শপিং মলে নানা দোকান আবার পোশাকের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। সেই সুযোগে অনেকে পুজোর বাজারটাও সেরে নিচ্ছেন। ভিড় জমছে ইদের কেনাকাটাতেও। আসানসোলের একটি শপিং মলে স্ত্রীকে নিয়ে কেনাকাটায় এসেছিলেন অভিতাভ বসু। তাঁর কথায়, ‘‘জিএসটি চালু হলে কী হবে জানি না। তাই সস্তায় কিছু জিনিস কিনে রাখলাম।’’ দুর্গাপুরের সিটি সেন্টারের নন-কোম্পানি এলাকার বধূ আশালতা বসু জানান, মোবাইলে শপিং মলের পছন্দসই ব্র্যান্ডের দোকান থেকে জামাকাপড়ের দাম সংক্রান্ত মেসেজ আসছে মোবাইলে।

তবে এক শপিং মলের জেনারেল ম্যানেজার সঞ্জয় চট্টোপাধ্যায়ের চোখে কেনাকাটার ‘ভিড়’ তেমন নেই। যদিও অন্যান্য বারের তুলনায় এ বার এই সময় প্রায় ১৫ শতাংশ বিক্রি বেড়েছে বলে দাবি আসানসোল বাজারে এক বিপণি সংস্থার সঙ্গে যুক্ত কর্তা মণীশ গুপ্তের। জিনিসপত্র কেনার পাশাপাশি জিএসটি চালু হলে দাম কেমন হবে, তা জানতেও অনেকে দোকানে ঢুঁ মারছেন বলে জানান আসানসোলের একটি গাড়ি বিক্রি সংস্থার সঙ্গে যুক্ত কর্তা অসিত বাগ।

প্রভাব পড়েছে গয়নার বাজারেও। বেনাচিতি বাজারে গিয়ে দেখা গেল, ক্রেতা-বিক্রেতা, প্রায় সকলেরই ধারণা, জিএসটি চালু হলে গয়নার দাম বাড়বে। তাই এই সুযোগে অনেকেই আগাম সোনা কিনে রাখছেন বলে দাবি স্বর্ণ ব্যবসায়ী তথা দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি চন্দন দাসের। আর ক’মাস পরেই মেয়ের বিয়ে বিধাননগরের সনাতন পাইনের। সনাতনবাবু বলেন, ‘‘ঝুঁকি নিইনি আর। আগেভাগেই মেয়ের গয়না গড়িয়ে রাখছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE