Advertisement
০৪ মে ২০২৪

টুকরো খবর

সিপিএম কর্মীদের মারধর এবং নির্বাচনী সামগ্রী ছিঁড়ে ফেলার অভিযোগে আট তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গত ৭ এপ্রিল ঘটনাটি ঘটে আরামবাগের তিরোল বাসস্ট্যান্ডে। ওই রাতেই সিপিএমের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়। তদন্তে আসেন কমিশনের প্রতিনিধিরা। তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৪ ০০:৪৬
Share: Save:

সিপিএমের উপরে হামলা, গ্রেফতার ৮

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

সিপিএম কর্মীদের মারধর এবং নির্বাচনী সামগ্রী ছিঁড়ে ফেলার অভিযোগে আট তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গত ৭ এপ্রিল ঘটনাটি ঘটে আরামবাগের তিরোল বাসস্ট্যান্ডে। ওই রাতেই সিপিএমের তরফে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়। তদন্তে আসেন কমিশনের প্রতিনিধিরা। তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

সাংস্কৃতিক মেলা

নিজস্ব সংবাদদাতা • জগাছা

সম্প্রতি বারো দিন ধরে সাংস্কৃতিক মেলা হয়ে গেল হাওড়ার জগাছার শক্তিনগর খেলার মাঠে। শক্তিনগর মিলন সঙ্ঘের উদ্যোগে ওই মেলায় নাচ, গান, আবৃত্তি, নৃত্যনাট্য, বাউলগান, আধুনিক গান ছাড়াও প্রতিবন্ধীদের নাচ, গান, বাজনার আসর ছিল জমজমাট। অঙ্কন প্রতিযোগিতায় শতাধিক সাধারণ ও প্রতিবন্ধী শিশু যোগদান করে।

চলন্ত ট্রেন ধরতে গিয়ে পড়ে মৃত্যু

প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়া ট্রেন দৌড়ে ধরতে গিয়ে পড়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ক্যানিং স্টেশনে। মৃতের নাম রতন সাহা (৩৫)। বাড়ি উত্তর ২৪ পরগনার হাবরায়। তিনি ক্যানিং বাজারে একটি জামাকাপড়ের দোকানে কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, কাজ সেরে প্রতিদিন ওই যুবক ট্রেনে শিয়ালদহে ফিরতেন। সেখান থেকে ট্রেন ধরে যেতেন হাবরায়। এ দিন তিনি যখন স্টেশনে পৌঁছন, তখন শিয়ালদহের ট্রেন ছেড়ে দিয়েছে। রতনবাবু দৌড়ে ট্রেন ধরতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে জ্ঞান হারান। স্থানীয় লোকজন তাঁকে ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় যুবকের। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

দম্পতির লক্ষাধিক টাকা ছিনতাই

ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ব্যবসায়ী দম্পতি। দুষ্কৃতীরা তাঁদের কাছ থেকে প্রায় তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে ওই দম্পতি পুলিশকে জানিয়েছেন। ছিনতাইয়ের ঘটনাটি ঘটে মছলন্দপুর-তেঁতুলিয়া রাস্তায় একটি পার্কের সামনে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওই দম্পতি মছলন্দপুরে একটি ব্যাঙ্কে গিয়েছিলেন টাকা তুলতে। টাকা তুলে তাঁরা যখন অটো রিকশায় বাড়ি ফিরছিলেন, সেই সময় মোটর সাইকেলে করে দুই ছিনতাইকারী তাঁদের অটোর সামনে চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন ট্যাকার ব্যাগ কেড়ে নেয়। দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ।

ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু অটোযাত্রীর

অটোরিকশাকে ম্যাটাডর ধাক্কা মারলে মৃত্যু হল এক অটোযাত্রীর। গুরুতর জখম অটোচালক-সহ তিনজনকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে সকাল ৬টা নাগাদ বসিরহাটের ট্যাটরা বাজারে। পুলিশ জানিয়েছে মৃত যাত্রীর নাম দিলীপ সরকার (৩৭)। তাঁর বাড়ি ভ্যাবলার তাঁতিপাড়ায়।

ভস্মীভূত পানবরজ

বিদ্যুতের তার থেকে আগুন ছিটকে ভস্মীভূত হল প্রায় চারবিঘা জমির পানবরজ। বৃহস্পতিবার সকালে ওই অগ্নিকাণ্ড ঘটে দেগঙ্গা ৩ নম্বর পঞ্চায়েতের আমিনপুর কলোনিতে। বিদ্যুৎ দফতরকে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি জানিয়ে বেড়াচাঁপায় বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার শাসনে তৃণমূলের প্রচার মিছিল। —নিজস্ব চিত্র।

স্নানের মজা। উলুবেড়িয়ায় সুব্রত জানার তোলা ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE