Advertisement
০১ নভেম্বর ২০২৪
Footbridge

বন্ধ ফুটব্রিজ, টিকিট কাটতে লাইন পার

মেমারি স্টেশন রক্ষণাবেক্ষণের কাজ দেখভাল করে ব্যান্ডেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ। সেখানকার কর্তারা জানান, নির্মাণ সামগ্রীর বরাত দেওয়ার কাজ চলছে।

উপরে, ফুটব্রিজে যাতায়াত বন্ধ করা  হয়েছে মেমারিতে। নিজস্ব চিত্র

উপরে, ফুটব্রিজে যাতায়াত বন্ধ করা হয়েছে মেমারিতে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেমারি শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ০২:২৪
Share: Save:

আপাতত বন্ধ থাকবে ফুট ওভারব্রিজ। মেমারি স্টেশনে লাইন পারাপার করে নতুন কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে যাত্রীদের। স্টেশনের পুরনো টিকিট কাউন্টার বছর দেড়েক ধরে বন্ধ রয়েছে। তা কবে চালু হবে, রেল সূত্রে সে বিষয়ে কোনও আশ্বাস মেলেনি। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এক কর্তা বলেন, ‘‘মেমারি স্টেশনের ফুট ওভারব্রিজটি দুর্বল হয়ে পড়েছে। সেটি দিয়ে যাতায়াত বন্ধ করা হয়েছে। সম্পূর্ণ সংস্কারের উদ্যোগী হয়েছে।’’

রেল সূত্রে জানা গিয়েছে, মেমারি স্টেশন রক্ষণাবেক্ষণের কাজ দেখভাল করে ব্যান্ডেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ। সেখানকার কর্তারা জানান, নির্মাণ সামগ্রীর বরাত দেওয়ার কাজ চলছে। তার পরে দরপত্র ডেকে রেলের তত্ত্বাবধানে ওভারব্রিজ তৈরিতে হাত দেওয়া হবে। তবে কবে থেকে কাজ শুরু হবে বা শেষ হতে কত দিন সময় লাগবে, সে বিষয়ে রেলের ইঞ্জিনিয়ারেরা কিছু বলতে পারেননি। ওই বিভাগের এক আধিকারিকের দাবি, ‘‘ভাল ভাবে কাজ করতে হবে। সে জন্য সময় লাগবে। তবে কত দিন সময় লাগবে, এখনই সেটা বলা যাচ্ছে না।’’

সোমবার দুপুরে ৪ নম্বর প্লাটফর্ম থেকে টিকিট কাউন্টারের দিকে যাওয়ার রাস্তায় ফুটব্রিজের সিঁড়ির ধাপের একটি স্ল্যাব ভেঙে পড়ে। অনেকের দাবি, এক যাত্রী সেখান থেকে নীচে পড়ে যান। তবে তাঁর বিশেষ চোট লাগেনি। তিনি হাসাপাতালে চিকিৎসার জন্যও যাননি। রেলের তরফে কারও আহত হওয়ার কথা স্বীকার করা হয়নি। যাত্রীদের একাংশের দাবি, ফুট ওভারব্রিজের অবস্থা বেশ খারাপ। জরাজীর্ণ ব্রিজের বেশ কিছু জায়গায় রড বেরিয়ে রয়েছে। বছরখানেক আগেও ওই ব্রিজের স্ল্যাব ভেঙে দুর্ঘটনা ঘটেছিল বলে অভিযোগ।

মঙ্গলবার রেলের তরফে ওভারব্রিজে ওঠার মুখে টিন দিয়ে আটকে দেওয়া হয়েছে। ফলে, যাত্রীরা ওভারব্রিজ ব্যবহার করে প্ল্যাটফর্মে যেতে পারছেন না। রেল সূত্রে জানা যায়, ২০১৯ সালের জুনে পুরনো টিকিট কাউন্টারের ভিতরে চাঙড় খসে পড়ে। তার পর থেকে কাউন্টারটি বন্ধ রয়েছে। সেটি কবে চালু হবে, তার সদুত্তর মেলেনি রেলের তরফে। যাত্রীরা জানান, এই পরিস্থিতিতে নতুন টিকিট কাউন্টারে যেতে রেললাইন পারাপার করতে হচ্ছে। যে কোনও সময় বিপদ ঘটতে পারে বলে নিত্যযাত্রীদের অনেকের আশঙ্কা। পুরনো টিকিট কাউন্টার চালু হলে ঝুঁকি কিছুটা কমত বলে তাঁরা মনে করছেন।

পূর্ব রেলের ট্র্যাফিক ইনস্পেক্টর (কমার্সিয়াল) দফতর সূত্রে জানা যায়, মেমারি স্টেশনে প্রতিদিন প্রায় ১৩,৫০০ জন যাত্রী টিকিট কাটেন। কাউন্টার থেকে পৌনে তিন লক্ষ টাকার টিকিট বিক্রি হয়। ব্যান্ডেল ও বর্ধমানের মধ্যে এই গুরুত্বপূর্ণ স্টেশনে এক দিকের টিকিট কাউন্টার বন্ধ, তার উপরে ফুট ওভারব্রিজ বন্ধ হয়ে যাওয়ায় আপাতত লাইন পারাপার ছাড়া গতি নেই। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কমল দেওদাস বলেন, ‘‘ভাল ভাবে সংস্কারের জন্যে ফুট ওভারব্রিজ বন্ধ রাখতেই হবে। যাত্রী সুরক্ষার কথা ভেবে রেললাইনের উপরে আরপিএফকে নজর রাখতে বলা হয়েছে। এ ছাড়া যাত্রীদের সতর্ক ভাবে যাতায়াতের জন্যও ক্রমাগত প্রচার করতে মেমারি স্টেশন ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে।’’

অন্য বিষয়গুলি:

Footbridge Memari Indian Railways
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE