Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Dengue

জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ছাত্রের

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রমের রক্ত পরীক্ষা করানো হলেও ডেঙ্গি বা ম্যালেরিয়ার জীবাণু মেলেনি। সোমবার সকালে ফের তাকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। সোমবার মাঝরাতে সেখানেই মৃত্যু হয় আক্রমের।

মৃত: আক্রম আনসারি।

মৃত: আক্রম আনসারি।

নিজস্ব সংবাদদাতা
চাঁপদানি শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ০১:৪৪
Share: Save:

জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের। আক্রম আনসারি (১৭) নামের ওই ছাত্রের বাড়ি চাঁপদানি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিনদিন ধরে সে জ্বরে ভুগছিল। প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে তাকে দেখানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রমের রক্ত পরীক্ষা করানো হলেও ডেঙ্গি বা ম্যালেরিয়ার জীবাণু মেলেনি। সোমবার সকালে ফের তাকে স্থানান্তরিত করা হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। সোমবার মাঝরাতে সেখানেই মৃত্যু হয় আক্রমের। চুঁচুড়া হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দুবিকাশ মণ্ডল বলেন, ‘‘আমরা রক্ত সংগ্রহ করে কলকাতায় পাঠানো ব্যবস্থা করেছিলাম। তার আগেই মাল্টি-অরগ্যান ফেলিওরের জেরে মৃত্যু হয় ছেলেটির।’’

আক্রমের মামা মুক্তার হোসেনের অভিযোগ, ‘‘অনেক সময় তো প্রথমে রক্ত পরীক্ষায় কিছু মেলে না। তবু আরেক বার রক্ত পরীক্ষার জন্য কলকাতায় পাঠানোর ব্যবস্থা হয়েছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।’’

তবে স্থানীয়দের অভিযোগ, এলাকায় মশার উপদ্রব রয়েছে। নালা পরিষ্কার হয় না দীর্ঘদিন। সোমবার আক্রমের মৃত্যুর পর মঙ্গলবার সকাল থেকেই এলাকায় মশা মারার তেল ছড়িয়ে গিয়েছেন পুরকর্মীরা। হয়েছে সচেতনতা প্রচারও।

চাঁপদানির পুরপ্রধান সুরেশ মিশ্র বলেন, ‘‘পুরসভার পক্ষ থেকে ডেঙ্গি রোধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর এলাকায় নজরদারি চালাচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue চাঁপদানি ডেঙ্গি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE