Advertisement
১১ মে ২০২৪

উল্টো রথেও ভিড় উপচে পড়ল পূর্বে

মহিষাদল রাজবাড়ির উল্টো রথেও ভিড় উপচে পড়ল। রবিবার বিকেলে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। ফলে প্রচুর মানুষ উল্টো রথের দড়িতে টান দিতে ভিড় জমিয়েছেন। মহিষাদল রাজবাড়ির উল্টো রথে হাজির হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিবেশ দফতরের মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার, মহিষাদল রাজবাড়ির সদস্য হরপ্রসাদ গর্গ, হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল প্রমুখ।

মহিষাদলের উল্টো রথে স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার। ছবি: আরিফ ইকবাল।

মহিষাদলের উল্টো রথে স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার। ছবি: আরিফ ইকবাল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০১:১৫
Share: Save:

মহিষাদল রাজবাড়ির উল্টো রথেও ভিড় উপচে পড়ল। রবিবার বিকেলে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। ফলে প্রচুর মানুষ উল্টো রথের দড়িতে টান দিতে ভিড় জমিয়েছেন। মহিষাদল রাজবাড়ির উল্টো রথে হাজির হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিবেশ দফতরের মন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার, মহিষাদল রাজবাড়ির সদস্য হরপ্রসাদ গর্গ, হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল প্রমুখ। এ দিন সুহাতাটার একতা পরিষদের উল্টো রথেও ভিড় ছিল চোখে পড়ার মতো। হলদিয়া শহরের মাখনবাবুর বাজারেও উলটো রথে এলাকার বাসিন্দারা ভিড় জমিয়েছিলেন।

রবিবার কাঁথি শহর সহ মহকুমার বিভিন্ন জায়গায় মহা সমারোহে উল্টোরথ পালিত হল। এ দিন বিেকলে কাঁথি শহর ছাড়াও রামনগর-২ ব্লকের ডেমুরিয়া ও কাঁথি-৩ ব্লকের প্রাচীন জনপদ বাহিরী জগন্নাথ মন্দিরে রবিবার উল্টোরথ টানা হয়। জডেমুরিয়া ও বাহিরিতে উল্টোরথের মেলা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE