Advertisement
০৫ মে ২০২৪

চোলাই ঠেকের সামনে মিলল দেহ, বিক্ষোভ

গ্রামের এক বাড়িতে বহু দিন ধরেই চলছিল চোলাই ঠেক। পুলিশি নজরদারিতেও লাগাম পরানো যায়নি চোলাই ব্যবসার। রবিবার সকালে চণ্ডীপুর থানার গড়গ্রাম বাজারের কাছে ওই ঠেকের সামনে থেকেই মিলল এক ব্যক্তির মৃতদেহ।

ঠেক ভাঙচুরের পর। নিজস্ব চিত্র।

ঠেক ভাঙচুরের পর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০১
Share: Save:

গ্রামের এক বাড়িতে বহু দিন ধরেই চলছিল চোলাই ঠেক। পুলিশি নজরদারিতেও লাগাম পরানো যায়নি চোলাই ব্যবসার।

রবিবার সকালে চণ্ডীপুর থানার গড়গ্রাম বাজারের কাছে ওই ঠেকের সামনে থেকেই মিলল এক ব্যক্তির মৃতদেহ। চোলাই খেয়ে মারা গিয়েছেন ওই ব্যক্তি, এমন অভিযোগ তুলে ঠেকে ভাঙচুর চালায় স্থানীয়রা। খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে জনতা মৃতদেহ আটকে রেখে মদের ঠেকের মালিককে গ্রেফতারের দাবি তুলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায়।

পুলিশ জানিয়েছে, মৃত ঝন্টু শাহ (৪৫)-এর বাড়ি স্থানীয় পাটনা গ্রামে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, ‘‘ওই ব্যক্তির মৃত্যু নিয়ে এক অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মদ ব্যবসার সঙ্গে জড়িত অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চণ্ডীপুর থানার গড়গ্রামের কাছে দিঘা –কলকাতা সড়কের ধারেই রয়েছে গড়গ্রাম কাঠপুল বাজার। ওই বাজার থেকে হাঁসচড়া বাজারগামী গ্রামীণ সড়কে রবিবার সকালে সকাল ঝন্টু শাহ নামে ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কিছু বাদেই বোঝা যায় মারা গিয়েছেন ওই ব্যক্তি। মৃত্যুর খবর ছড়াতেই পরিবারের সদস্য-সহ এলাকার কয়েকশো বাসিন্দা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা ওই চোলাই মদের ঠেকে মদ খেয়ে ঝন্টুর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে ভাঙচুর চালায় ঠেকে। খবর পেয়ে চণ্ডীপুর থানার পুলিশ সেখানে গেলে বিক্ষোভ দেখায়।

এ দিন সকালে অভিযুক্ত কাজল জানার বাড়ির সামনে গিয়ে দেখা যায়, টালি ও খড়ের চালা দেওয়া একতলা বাড়ির সামনের দিকে টালি ভাঙচুর করা হয়েছে। বাড়ির সামনে চোলাই মদের পাউচ, দেশি মদ, ঠাণ্ডা পানীয়ের বোতল পড়ে রয়েছে। এমনকী বাড়ির ভিতরে আসবাবও ভাঙচুর করা হয়েছে। স্থানীয় বাসিন্দা বাসুদেব জানা, খাদিবালা বাগ বলেন, ‘‘কাজলদেবীর স্বামী প্রায় ২০ বছর আগে মারা গিয়েছে। বাড়িতে ছেলে বৌমা, নাতি, নাতনিদের নিয়ে থাকলেও দীর্ঘদিন ধরে মদের ঠেক চলছে। পাশের পাটনা, ফুলবাড়ি, গোবর্ধনপুর প্রভৃতি গ্রামের লোকজন প্রতিদিন এখানে মদ খেতে আসে। ঝন্টুও এখানে প্রায়ই আসত।’’ স্থানীয় বাসিন্দা শেখ মুকসেদের অভিযোগ, ‘‘চোলাই মদে বিষাক্ত কিছু মেশানো হয়েছিল। আর তার জন্যই এমন হল।’’

ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাটনা গ্রামে বাড়িতে বসে ঝন্টুর স্ত্রী মর্জিনা বিবি বলেন, ‘‘আমার স্বামী ভিক্ষা করে যে টাকা আনত ওই চোলাই খেয়ে নষ্ট করত। সকালে শুনি মদ খেয়ে অসুস্থ হওয়ায় ঠেকের মালিক রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়। আমি ওই মদের ঠেকের মালিকের শাস্তি চাই,’’

গড়গ্রামের সিপিএম পঞ্চায়েত সদস্য রত্না বেজ বলেন, ‘‘দীর্ঘদিন ধরে ওই বাড়িতে চোলাই মদের ঠেক চলত এলাকার সবাই জানে। কিন্তু পুলিশ-প্রশাসন মাঝে মাঝে এসে হানা দিত। কিন্তু ওই চোলাই বন্ধ করার জন্য কোন কড়া ব্যবস্থা নেয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE