Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

জমির মালিকানা নিয়ে বিবাদের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় গোকুল ধাড়া (৭০) নামে ওই চাষির। পুলিশ জানিয়েছে, রঙ্গিবসান গ্রামে বুধবারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগ দায়ের হয়েছিল। এ বার সরাসরি খুনের অভিযোগে মামলা দায়ের করা হবে। অভিযুক্তরা পলাতক।

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৪ ০২:১৬
Share: Save:

জমি নিয়ে বচসা, মহিষাদলে নিহত বৃদ্ধ

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

জমির মালিকানা নিয়ে বিবাদের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় গোকুল ধাড়া (৭০) নামে ওই চাষির। পুলিশ জানিয়েছে, রঙ্গিবসান গ্রামে বুধবারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগ দায়ের হয়েছিল। এ বার সরাসরি খুনের অভিযোগে মামলা দায়ের করা হবে। অভিযুক্তরা পলাতক। দু’পক্ষ দুটি পৃথক দলের সমর্থক হওয়ায়, এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে। গোকুলবাবুর ছেলে তপন ধাড়া বলেন, “আমি তৃণমূলের সক্রিয় কর্মী। ভোটের জন্য এলাকায় সক্রিয় ভাবে কাজ করছি। জমি নিয়ে সমস্যা দীর্ঘ দিনের হলেও, রাজনৈতিক আক্রোশেই মারধর করা হয়েছিল।” মহিষাদল ব্লক তৃণমূল নেতা তিলক চক্রবর্তীর সরাসরি অভিযোগ, “অভিযুক্তেরা সিপিএমের সঙ্গে যুক্ত।” অভিযোগ উড়িয়ে সিপিএমের মহিষাদল জোনাল কমিটির সম্পাদক শরৎ কুইল্যা বলেন, “দুই পরিবারের রাজনৈতিক আক্রোশেই এই ঘটনা। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।” অভিযুক্ত পক্ষের সঙ্গে অবশ্য যোগাযোগ করা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঙ্গিবসান গ্রামের এই চাষ জমির মালিকানা নিয়ে বিমল সাঁতরা ও গোকুল ধারার পরিবারের মধ্যে দীর্ঘ দিনের বিবাদ রয়েছে। বুধবার ওই জমিতে ধান কাটছিলেন বিমল সাঁতরা ও তাঁর তিন ছেলে। জমির গায়েই বাড়ি গোকুলবাবুর। তিনি ও তাঁর ছেলে ধান কাটায় বাধা দেন। তারপরই বচসা থেকে মারামারি হয় দু’পক্ষের। একে অপরের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে মারধরের অভিযোগ দায়ের করেন। উভয়পক্ষের ক’য়েক জন আহতকে প্রথমে মহিষাদল গ্রামীণ হাসপাতালে পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গোকুলবাবুকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।

কাঁথিতে জমজমাট প্রচার সব পক্ষের

নিজস্ব সংবাদদাতা • কাঁথি

শিয়রে ভোট। তাই প্রচার জোরদার করতে তৎপর সব রাজনৈতিক দলই। শুক্রবার কাঁথি ১ ব্লকের বাদলপুরে প্রচার করেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। বৃহস্পতিবার কাঁথি কেন্দ্রের অন্তর্গত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ঈশ্বরপুর ও চৌখালিতে দুটি কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে শিশিরবাবু বলেন, “বাম আমলে চণ্ডীপুর উপেক্ষিত ছিল। এখানকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার নানাবিধ প্রকল্প চালু করেছে। যার সুফল শ্রমিকরা ভোগ করছেন।” এলাকায় শান্তি, উন্নয়নের পাশাপাশি সড়ক, পানি আর প্রতি ঘরে বিদ্যুতের জন্য কর্মী-সমর্থকদের উদ্দেশে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান শিশিরবাবু। অন্য দিকে, কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তাপস সিংহের সমর্থনে শুক্রবার কাঁথি শহরে দলীয় কার্যালয়ে এক নিবার্চনী সভা অনুষ্ঠিত হয়। সভায় তাপসবাবু ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব, দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা। এ ছাড়াও শুক্রবার সকালে তাপসবাবু রামনগরের হলদিয়া অঞ্চলে নিবার্চনী প্রচার করেন। এ দিন সকাল থেকেই ভগবানপুর বিধানসভা কেন্দ্রের মুগবেড়িয়া ও মাধাখালিতে কাঁথি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কুনাল বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো হয়। এছাড়াও কংগ্রেসের একাধিক কর্মিসভাও অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সম্পাদক ক্ষিতিন্দ্রমোহন সাহু, মহকুমা সভাপতি গঙ্গারাম মিশ্র, জেলা সহ সভাপতি ভার্গবেন্দ্র জানা, অমূল্য দাস প্রমুখ।

শিয়রে ভোট, কাঁথিতে জোর প্রচারে সব দল

নিজস্ব সংবাদদাতা • কাঁথি

শিয়রে ভোট। তাই প্রচার জোরদার করতে তৎপর সব রাজনৈতিক দলই। শুক্রবার কাঁথি ১ ব্লকের বাদলপুরে প্রচার করেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। বৃহস্পতিবার কাঁথি কেন্দ্রের অন্তর্গত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের ঈশ্বরপুর ও চৌখালিতে দুটি কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে শিশিরবাবু বলেন, “বাম আমলে চণ্ডীপুর উপেক্ষিত ছিল। এখানকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার নানাবিধ প্রকল্প চালু করেছে। যার সুফল এই এলাকার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ভোগ করছেন।” এলাকায় শান্তি, উন্নয়নের পাশাপাশি সড়ক, পানি আর প্রতি ঘরে বিদ্যুতের জন্য কর্মী-সমর্থকদের উদ্দেশে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান শিশিরবাবু। অন্য দিকে, কাঁথি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তাপস সিংহের সমর্থনে শুক্রবার কাঁথি শহরে দলীয় কার্যালয়ে এক নিবার্চনী সভা অনুষ্ঠিত হয়। সভায় তাপসবাবু ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব, দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল জানা। এছাড়াও শুক্রবার সকালে তাপসবাবু রামনগরের হলদিয়া অঞ্চলে নিবার্চনী প্রচার করেন। এ দিন সকাল থেকেই ভগবানপুর বিধানসভা কেন্দ্রের মুগবেড়িয়া ও মাধাখালিতে কাঁথি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী কুনাল বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো হয়। এছাড়াও কংগ্রেসের একাধিক কর্মিসভাও অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সম্পাদক ক্ষিতিন্দ্রমোহন সাহু, মহকুমা সভাপতি গঙ্গারাম মিশ্র, জেলা সহ সভাপতি ভার্গবেন্দ্র জানা, অমূল্য দাস প্রমুখ।

শালবনির কুয়ো থেকে উদ্ধার বন্দুক

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

অস্ত্র উদ্ধার ঘিরে শুক্রবার সকালে উত্তেজনা ছড়ায় শালবনি থানার হাতিমারি এলাকায়। স্থানীয় প্রাথমিক স্কুল সংলগ্ন একটি পরিত্যক্ত কুয়োর মধ্যে কয়েকটি বন্দুক পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বিষয়টি তৃণমূল নেতৃত্বকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। সব মিলিয়ে কুয়ো থেকে উদ্ধার করা হয় ৪টি বন্দুক, ১৭ রাউন্ড গুলি ও পিস্তলের ২টি ম্যাগাজিন। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, একটা সময় এই এলাকায় সিপিএমের সশস্ত্র বাহিনীর লোকেরা শিবির করে থাকত। কুয়োর মধ্যে এই সব অস্ত্রশস্ত্র তারাই ফেলে রেখে গিয়েছে। দলের শালবনি ব্লক সভাপতি নেপাল সিংহের দাবি, “কয়েকদিন ধরে ক’জন সিপিএম নেতা ওই কুয়োর কাছে আসছিলেন। স্থানীয় গ্রামবাসীরাই বিষয়টি আমাদের জানান। সিপিএম নেতারা আসা-যাওয়া করছে দেখে স্থানীয়দেরও সন্দেহ হয়। পরে তারা কুয়োর কাছে গিয়ে দেখে অস্ত্রশস্ত্র পড়ে রয়েছে।” তিনি বলেন, “আমার মনে হয়, আরও কিছু অস্ত্রশস্ত্র ছিল যেগুলো ওই নেতারা নিয়ে পালিয়ে গিয়েছেন।” পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রগুলো পুরনো। তদন্ত শুরু হয়েছে।

ভোট নিয়ে প্রশিক্ষণ শিবির

নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর

এখন লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন-পর্ব চলছে পশ্চিম মেদিনীপুরে। এরপর ইভিএমে প্রার্থীদের নাম নথিভুক্ত করতে হবে। শুক্রবার এ নিয়েই এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল মেদিনীপুর শহরের পরিকল্পনা ভবনে। দু’শোরও বেশি সরকারি কর্মী এই শিবিরে যোগ দেন। ছিলেন অতিরিক্ত জেলাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত প্রমুখ। জেলা প্রশসানের এক আধিকারিক বলেন, মননোয়ন পর্বের পর ইভিএমে কমিশনিং হবে। এ দিন তারই টেনিং ক্যাম্প ছিল মেদিনীপুরে।

চোলাই মদ-সহ ধৃত ব্যবসায়ী

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

আবগারি দফতর ও দুর্গাচক থানার পুলিশ যৌথ অভিযানে জয় জগন্নাথ চক এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল। আবগারি দফতরের হলদিয়া বিভাগের ওসি সুব্রত মুখোপাধ্যায় জানান, জয় জগন্নাথ চক এলাকা থেকে সুব্রত সর্দারকে বেআইনি ভাবে মদ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি থেকে একশো কুড়ি লিটার চোলাই মদ ও কিছু সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে।

জমি নিয়ে বচসায় মহিষাদলে নিহত বৃদ্ধ

জমির মালিকানা নিয়ে বিবাদের ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় গোকুল ধাড়া (৭০) নামে ওই চাষির। পুলিশ জানিয়েছে, রঙ্গিবসান গ্রামে বুধবারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা ও মারধরের অভিযোগ দায়ের হয়েছিল। এ বার সরাসরি খুনের অভিযোগে মামলা দায়ের করা হবে। অভিযুক্তরা পলাতক। দু’পক্ষ দুটি পৃথক দলের সমর্থক হওয়ায়, এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে। গোকুলবাবুর ছেলে তপন ধাড়া বলেন, “আমি তৃণমূলের সক্রিয় কর্মী। ভোটের জন্য এলাকায় সক্রিয় ভাবে কাজ করছি। জমি নিয়ে সমস্যা দীর্ঘ দিনের হলেও, রাজনৈতিক আক্রোশেই মারধর করা হয়েছিল।” মহিষাদল ব্লক তৃণমূল নেতা তিলক চক্রবর্তীর সরাসরি অভিযোগ, “অভিযুক্তেরা সিপিএমের সঙ্গে যুক্ত।” অভিযোগ উড়িয়ে সিপিএমের মহিষাদল জোনাল কমিটির সম্পাদক শরৎ কুইল্যা বলেন, “দুই পরিবারের রাজনৈতিক আক্রোশেই এই ঘটনা। এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।” অভিযুক্ত পক্ষের সঙ্গে অবশ্য যোগাযোগ করা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঙ্গিবসান গ্রামের এই চাষ জমির মালিকানা নিয়ে বিমল সাঁতরা ও গোকুল ধারার পরিবারের মধ্যে দীর্ঘ দিনের বিবাদ রয়েছে। বুধবার ওই জমিতে ধান কাটছিলেন বিমল সাঁতরা ও তাঁর তিন ছেলে। জমির গায়েই বাড়ি গোকুলবাবুর। তিনি ও তাঁর ছেলে ধান কাটায় বাধা দেন। তারপরই বচসা থেকে মারামারি হয় দু’পক্ষের। একে অপরের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে মারধরের অভিযোগ দায়ের করেন। উভয়পক্ষের ক’য়েক জন আহতকে প্রথমে মহিষাদল গ্রামীণ হাসপাতালে পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গোকুলবাবুকে কলকাতায় স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়।

পশ্চিমে এখনও পর্যন্ত মনোনয়ন জমা ২০টি

এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের তিনটি লোকসভা আসনে সব মিলিয়ে ২০টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে মেদিনীপুরে ৭টি, ঝাড়গ্রামে ৯টি এবং ঘাটালে ৪টি। জেলায় এ বার দু’দফায় ভোট হবে। ৭ মে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে। ১২ মে ঘাটালে। ঝাড়গ্রাম এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে ১২ এপ্রিল। মনোনয়ন দাখিল করা যাবে ১৯ এপ্রিল পর্যন্ত। অন্য দিকে, ঘাটাল কেন্দ্রের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে ১৭ এপ্রিল। মনোনয়ন দাখিল করা যাবে ২৪ এপ্রিল পর্যন্ত। জেলার তিনজন বাম প্রার্থীই ইতিমধ্যে মনোনয়ন দাখিল করেছেন। তিনজন কংগ্রেস প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তিনজন এসইউসি প্রার্থীও মনোনয়ন দাখিল করেছেন। অনান্য দলগুলোর মধ্যে ঝাড়গ্রাম থেকে মনোনয়ন জমা দিয়েছেন ঝাড়খণ্ড পার্টি (নরেন), ঝাড়খণ্ড অনুশীলন পার্টির প্রার্থীরা। মেদিনীপুর থেকে মনোনয়ন জমা দিয়েছেন বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী।

শেষ হল ক্রিকেট শিবির

শেষ হল ক্রিকেট শিবির। প্রাথমিক ভাবে মেদিনীপুরে এসে ৪০ জন খুদে ক্রিকেটারকে বাছাই করেছেন সিএবির প্রতিনিধিরা। এদের মধ্যে কারা আগামী দিনে কলকাতায় গিয়ে প্রশিক্ষণ নেবে, তা শীঘ্রই জেলা ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষকে জানানো হবে। সিএবির উদ্যোগে বৃহস্পতিবার থেকে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই শিবির। পশ্চিম মেদিনীপুরের প্রায় ২০০ জন খুদে ক্রিকেটার শিবিরে যোগ দেয়। দু’টি বিভাগ ছিল। অনুর্দ্ধ ১৫ এবং অনুর্ধ্ব ১৮। জেলা ক্রীড়া সংস্থা সূত্রে খবর, প্রাথমিক ভাবে অনুর্ধ্ব ১৫ বিভাগে ২২ জন এবং অনুর্ধ্ব ১৮ বিভাগে ১৮ জন খুদে ক্রিকেটারকে বাছাই করেছেন সিএবির প্রতিনিধিরা। শুক্রবার সকালেও এদের নেট প্র্যাকটিসে দেখেন কোচেরা। এই খুদে ক্রিকেটারদের ক’য়েক জনই আগামী দিনে কলকাতায় গিয়ে প্রশিক্ষণ নেবে। যে সব নামী ক্রিকেটাররা প্রশিক্ষণ দেবেন, তাঁদের মধ্যে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

রেলশহরে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত স্নাতকস্তরের পড়ুয়া

আগ্নেয়াস্ত্র-সহ খড়্গপুরে গ্রেফতার হল এক দুষ্কৃতী। বৃহস্পতিবার গভীর রাতে খড়্গপুরের নিউ সেটেলমেন্ট এলাকায় বাড়ি থেকে বছর কুড়ির ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত এন দীপক কুমার স্নাতকস্তরের পড়ুয়া। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি পাইপগান ও ৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। ধৃতকে শুক্রবার মেদিনীপুর জেলা আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে রেলশহরে কড়া নজরদারি চালানো হচ্ছে। পুলিশের ফ্লাইং স্কোয়ার্ডকেও এই কাজে ব্যবহার করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে এ দিন খড়্গপুর টাউন থানার পুলিশের ফ্লাইং স্কোয়ার্ড ওই যুবকের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি পাইপগান ও ৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, শহরের একটি সমাজবিরোধী দলের সঙ্গে ধৃতের যোগাযোগ থাকতে পারে। খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক অজিত সিংহ যাদব বলেন, “গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে দু’টি পাইপগান ও গুলি পাওয়া গিয়েছে।”

নিখোঁজ প্রৌঢ়ের দেহ উদ্ধার

দু’দিন নিখোঁজ থাকার পর ঝুলন্ত দেহ উদ্ধার হল এক প্রৌঢ়ের। মৃতের নাম গোলক ভুঁইয়া (৫৪)। তাঁর বাড়ি দাসপুরের রাজনগর এলাকায়। শুক্রবার সকালে ওই এলাকারই একটি বাঁশবাগানে গোলকবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে স্থানীয় বাসিন্দারাই বাঁশবাগানে গোলকবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন তিনি। সেই কারণেই গত বুধবার গোলকবাবু বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ির লোক অনেক খোঁজ করেও তাঁর কোনও সন্ধান পায়নি। তারপর এ দিন বাড়ির অদূরেই একটি বাঁশবাগানে থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঘাটাল হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পাইপগান-সহ ধৃত

একটি নতুন পাইপগান-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল সুতাহাটা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় বড়দা স্টেশন চত্বর থেকে শেখ জাহাঙ্গির নামের ওই দুষ্কৃতীকে ধরা হয়। তার বাড়ি ওই থানা এলাকারই বিজয়পুর গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই যুবক পাইপগানটি বিক্রির উদ্দেশ্যেই দাড়িয়েছিল। আপ হলদিয়া-পাঁশকুড়া লোকালে চেপে বড়দা স্টেশনে আসার কথা ছিল ক্রেতার। সেই মতো আগেই এ খবর পেয়ে অপেক্ষা করছিল পুলিশ। ধৃতকে এ দিন হলদিয়া এসিজেএ শুক্রবার আদালতে তোলা হলে চোদ্দ দিন জেল হেফাজতের নির্দেশ হয়।

ক্লিক করুন...

তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পরে শনিবার খুলল সিপিএমের মুগবেড়িয়া জোনাল কমিটির অফিস। এ দিন তালা খোলার পর দলের লাল ঝান্ডা ওড়ান কাঁথির সিপিএম প্রার্থী তাপস সিংহ। ছবি: সোহম গুহ

প্রচারের ফাঁকে খাওয়া-দাওয়া। শনিবার ঘাটালে তোলা নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE