Advertisement
২৭ এপ্রিল ২০২৪

লরি ফেরতের অভিযোগে ধৃত

৪১নম্বর জাতীয় সড়ক দিয়ে হলদিয়ামুখী লরিকে ফেরত পাঠানোর অভিযোগে চারজন লরি মালিককে গ্রেফতার করল পুলিশ। সোমবার ভবানীপুরের কাষ্ঠখালির ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০০:৫১
Share: Save:

৪১নম্বর জাতীয় সড়ক দিয়ে হলদিয়ামুখী লরিকে ফেরত পাঠানোর অভিযোগে চারজন লরি মালিককে গ্রেফতার করল পুলিশ। সোমবার ভবানীপুরের কাষ্ঠখালির ঘটনা। এদিন ভবানীপুরের কাষ্ঠখালিতে হলদিয়া মোটর ট্রান্সপোর্ট লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা হলদিয়ামুখী খালি লরিকে হলদিয়ার দিকে ঢুকতে না দিয়ে জোর করে ফেরত পাঠাচ্ছিল বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এ দিন ভবানীপুর থানার ওসি রাজা মুখোপাধ্যায় বিরাট পুলিশ বাহিনী নিয়ে কাষ্ঠখালি পৌছান। লাঠিচার্জ করে লরি মালিকদের সরিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশ চারজনকে গ্রেফতার করে। ধৃত চার লরি মালিককে সোমবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে এসিজেএম বিশ্বজ্যোতি চট্টোপাধ্যায় তাদের জামিন দেন। হলদিয়া মোটর ট্রান্সপোর্ট লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পশুপতি সাহু জানান, ‘‘আমরা রাস্তা অবরোধ করিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Haldia Four truck police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE