Advertisement
২৬ এপ্রিল ২০২৪
চাঁদার জুলুম

ক্যানসার আক্রান্তকে মারধরের নালিশ

ফের চাঁদার জুলুম। এ বার শিকার এক ক্যানসার রোগী। দাবি মতো সরস্বতী পুজোর চাঁদা দিতে রাজি না হওয়ায় মণিশঙ্কর দাস নামে বছর ছত্রিশের ওই যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

আক্রান্ত মণিশঙ্কর। নিজস্ব চিত্র

আক্রান্ত মণিশঙ্কর। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭ ০০:৩৪
Share: Save:

ফের চাঁদার জুলুম। এ বার শিকার এক ক্যানসার রোগী। দাবি মতো সরস্বতী পুজোর চাঁদা দিতে রাজি না হওয়ায় মণিশঙ্কর দাস নামে বছর ছত্রিশের ওই যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর অস্ত্রোপচারের ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হয়েছে। মঙ্গলবার সকালে কাঁথির সুপার মার্কেটের ঘটনা। মণিশঙ্করকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। নির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও এ দিন বিকেল পর্যন্ত অভিযুক্ত ক্লাবের কোনও সদস্যকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গিয়েছে, সরস্বতী পুজোর জন্য কাঁথি সুপার মার্কেটে ঢোকার মুখে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা চাঁদা আদায় করছিলেন এ দিন সকাল থেকে। ওই বাজারেই মণিশঙ্করের মাছের আড়ত রয়েছে। কয়েকজন মাছব্যবসায়ী পিকআপ ভ্যানে মাছ নিয়ে মণিশঙ্করের আড়তে আনছিলেন। কিন্তু ঢোকার মুখে ওই ক্লাবের সদস্যরা গাড়ি আটকে পাঁচশো টাকা চাঁদা দাবি করে। অভিযোগ, চাঁদা দিতে না-চাওয়ায় গাড়ি আটকে রাখে চাঁদা আদায়কারীরা। খবর পেয়ে মণিশঙ্কর আড়ত থেকে বেরিয়ে আসেন। তিনিও টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, তারপরেই ওই ক্লাবের সদস্যরা মণিশঙ্কর-সহ তিন ব্যবসায়ীর উপর হামলা চালায়।

মণিশঙ্করকে নিয়ে কাঁথি থানায় গিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানাতে থাকেন বাজারের ব্যবসায়ীরা। কাঁথি থানায় ওই ক্লাবের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। কিন্তু কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে তল্লাশি অভিযান চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cancer Patient Allegation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE