Advertisement
১০ মে ২০২৪

সন্দীপ-সনিয়া নেই, স্তব্ধ ভাদুতলা

প্রধান শিক্ষকের ঘরের মেঝেতে ডাঁই করা কয়েকটা স্কুলব্যাগ। পড়ে পরীক্ষার বোর্ড। স্কুলব্যাগের গায়ে রক্তের দাগ মুছে যায়নি।

শোকার্ত: সনিয়া সরেনের পরিজনেরা। ছবি: সৌমেশ্বর মণ্ডল

শোকার্ত: সনিয়া সরেনের পরিজনেরা। ছবি: সৌমেশ্বর মণ্ডল

বরুণ দে
ভাদুতলা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০২:২৩
Share: Save:

প্রধান শিক্ষকের ঘরের মেঝেতে ডাঁই করা কয়েকটা স্কুলব্যাগ। পড়ে পরীক্ষার বোর্ড। স্কুলব্যাগের গায়ে রক্তের দাগ মুছে যায়নি।

শালবনির ভাদুতলায় বৃহস্পতিবারের দুর্ঘটনায় মৃত ও জখম পড়ুয়াদের ব্যাগগুলি দুর্ঘটনাস্থল থেকে ভাদুতলা হাইস্কুলে আনা হয়েছে। দুর্ঘটনার পরে বৃহস্পতিবার স্কুলের ইউনিট টেস্ট স্থগিত করে দেওয়া হয়। শুক্রবার প্রার্থনাসভার পরে ভাদুতলা হাইস্কুলে মৃত দুই পড়ুয়ার স্মরণসভাও হয়েছে। ছিলেন শিক্ষক-পড়ুয়া সকলেই। কেউ অঝোরে কেঁদেছেন, কেউ বারবার মনে করছেন পুরনো কথা। স্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী বলেন, “এ ভাবে যে দু’টো ছেলেমেয়েকে হারাতে হবে ভাবিনি।’’

বৃহস্পতিবারের দুর্ঘটনায় মৃত ভাদুতলা হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সন্দীপ অধিকারী এবং ষষ্ঠ শ্রেণির ছাত্রী সনিয়া সরেন দু’জনেরই বাড়ি মেদিনীপুর গ্রামীণের বাড়ুয়ায়। যে ছাত্রছাত্রীরা জখম হয়েছে, তাদের বাড়িও এই এলাকায়। মেদিনীপুর মেডিক্যালে ময়নাতদন্তের পরে বৃহস্পতিবার বিকেলেই দুই পড়ুয়ার মৃতদেহ বাড়িতে পৌঁছয়। রাতে সন্দীপের দেহ দাহ করা হয়। সনিয়ার শেষকৃত্য হয়েছে শুক্রবার সকালে। এ দিন দুপুরে সন্দীপের বাড়িতে গিয়ে বাবা-মা-দিদির দেখা মিলল না। সন্দীপের বাবা প্রতাপবাবু স্ত্রী-মেয়েকে নিয়ে পরিজনের বাড়িতে গিয়েছেন। দুই ভাইবোনের মধ্যে সন্দীপ ছিল ছোট। দিদি এ বার মাধ্যমিক দিয়েছে। সন্দীপের কাকা প্রণব অধিকারী বলছিলেন, “দাদা-বৌদি বাড়িতে থাকতে পারছে না।!’’ প্রণববাবু জানালেন, বছর দেড়েক আগেও মৃত্যুর মুখ থেকে ফিরেছিল সন্দীপ। তখন ও সর্পদষ্ট হয়েছিল। দীর্ঘ চিকিৎসায় ধীরে ধীরে সেরে ওঠে।’’ প্রণববাবুর আক্ষেপ, “এ বার তো চিকিৎসার সুযোগই দিল না।’’

সনিয়ার বাড়ির উঠোনে ভিড় পাড়া-প্রতিবেশীর ভিড়। অভাবের সংসার। বৃহস্পতিবার সকালে সনিয়ার বাবা-মা মজুর খাটতে গিয়েছিলেন। সেখানেই দুর্ঘটনার খবর পান। সনিয়ার মা কালোমণি সরেন বলছিলেন, “খবর পেয়েই হাসপাতালে ছুটলাম। ততক্ষণে সব শেষ।’’ শুক্রবার মৃত দুই পড়ুয়ার বাড়িতে আসেন ভাদুতলা হাইস্কুলের সহ-প্রধান শিক্ষক সুরজিৎ ঘোষাল। পরিজনেদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন তিনি। এ দিন ভাদুতলায় বেশিরভাগ দোকানপাটও বন্ধ ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE