Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নিবেদিতার জন্মোৎসব

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রমের ব্যবস্থাপনায় মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রেমানন্দ সভাগৃহে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার।

ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে যুব সম্মেলন। মেদিনীপুরে। ছবি: কিংশুক আইচ।

ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে যুব সম্মেলন। মেদিনীপুরে। ছবি: কিংশুক আইচ।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০০:৩৭
Share: Save:

রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আশ্রমের ব্যবস্থাপনায় মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রেমানন্দ সভাগৃহে ভগিনী নিবেদিতার জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সহ-সম্পাদক স্বামী মায়াধীশানন্দ। কলকাতার ‘রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অফ কালচার’-এর গোপেন্দ্র চৌধুরী নিবেদিতার জীবন ও আদর্শের নানা দিক সম্বন্ধে আলোচনা করেন।

নিবেদিতার জীবনদর্শন ছাত্রীদেরও কী ভাবে অনুপ্রাণিত করতে পারে, সে বিষয়েও আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের প্রধান শিক্ষক ব্রহ্মচারী ধ্যানচৈতন্য মহারাজ, স্বামী মঙ্গলেশানন্দ প্রমুখ। শহরের নানা বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা অনুষ্ঠানে যোগ দেয়। ছাত্রীরাও নিজেদের বক্তব্যে নিবেদিতার জাতীয়তাবোধ, ভারতপ্রেম, ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, সমাজসেবার দিকগুলি তুলে ধরেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE