Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

গরু কিনতে ঝাড়গ্রামের বিনপুরে এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উত্তর চব্বিশ পরগণার চার জন গরু ব্যবসায়ী। ৪৬টি গরু সমেত খোঁজ ছিল না গাড়ি চালকেরও। শনিবার রাতে বেলদা থানা এলাকার সাবরা থেকে পাঁচ জনকেই উদ্ধার করেছে পুলিশ।

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৪ ০০:০১
Share: Save:

বেলদা থেকে উদ্ধার নিখোঁজ গরু ব্যবসায়ীরা

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

গরু কিনতে ঝাড়গ্রামের বিনপুরে এসে নিখোঁজ হয়ে গিয়েছিলেন উত্তর চব্বিশ পরগণার চার জন গরু ব্যবসায়ী। ৪৬টি গরু সমেত খোঁজ ছিল না গাড়ি চালকেরও। শনিবার রাতে বেলদা থানা এলাকার সাবরা থেকে পাঁচ জনকেই উদ্ধার করেছে পুলিশ। অপহরণের মামলা দায়ের হয়েছে। তবে পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। গরুগুলিরও হদিস মেলেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সস্তায় গরু কিনতে গত ২১ জুলাই ঝাড়গ্রামের বিনপুর হাটে এসেছিলেন উত্তর চব্বিশ পরগণার স্বরূপনগর থানা এলাকার রহিম মণ্ডল, সঞ্জিত মণ্ডল, আজিজুল পাইক ও হোসেন পাইক। যে গাড়িটিতে তাঁরা এসেছিলেন, তার চালক ছিলেন ডাবলু মণ্ডল। সে দিন ওই হাট থেকে ৪৬টি গরু কেনেন তাঁরা। তারপরই সকলে নিখোঁজ হয়ে যান। শনিবার উদ্ধারের পর ওই ব্যবসায়ীরা জানান, বিনপুর হাট থেকে ফেরার পথে ঝাড়গ্রামের সংশোধনাগারের কাছে কয়েকজন তাঁদের ঘিরে ধরে। তারপর এলাহিগঞ্জের দিকে নিয়ে যাওয়া হয় ওই ব্যবসায়ীদের। সেখানে ৪৬টি গরু নামিয়ে দেওয়া হয়। আর ওই পাঁচ জনকে নিয়ে যাওয়া হয় দাঁতনের শালিকোটায়। পরে অপহরণকারীরা তাঁদের বেলদার সাবরায় নিয়ে আসে। গত ২৩ জুলাই থেকে সাবরাতেই ছিলেন অপহৃত ব্যবসায়ীরা। মোটা টাকা দাবি করেছিল অপহরণকারীরা। এরপরই গরু ব্যবসায়ীদের পারিবারিক সূত্রে পুলিশে খবর পৌঁছয়। শনিবার সাবরার একটি বাড়ি থেকে অপহৃত ব্যবসায়ীদের উদ্ধার করতে পারলেও অপহরণকারীরা পালিয়ে যায়। পরে থানায় এসে অভিযোগ জানান রহিম মণ্ডল। তিনি জানান, জনা পনেরো অপহরণকারীর মধ্যে দু’জনের সঙ্গে হাটে পরিচয় হয়। পুলিশ সূত্রের খবর, গোপন জবানবন্দির জন্য রবিবার উদ্ধার হওয়া চার গরু ব্যবসায়ী ও গাড়ির চালককে মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হয়। আগামী ২ অগস্ট তাঁদের জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছে আদালত। নিখোঁজ গরুগুলির হদিস পেতে তল্লাশি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করছেন মমতা, সরব বিজেপি

নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম

জঙ্গলমহলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কোনও উন্নয়নই হয়নি বলে অভিযোগ করলেন বিজেপি’র সংখ্যালঘু মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শাকিল আনসারি। শনিবার দুপুরে নয়াগ্রাম ব্লকের গড়খেলাড় গ্রামে এক দলীয় সভায় যোগ দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শাকিল বলেন, “উনি সংখ্যালঘুদের নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে কুড়ি হাজার মাদ্রাসা করবেন। কিন্তু ওই মাদ্রাসায় কী মুখ্যমন্ত্রীর দলের নেতা-মন্ত্রীদের ছেলেমেয়েরা পড়বে? মুসলিম আমজনতার জন্য মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটিয়ে আখেরে মুসলিমদের মুসলিম করে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। ৩৪ বছর ধরে রাজ্যে বাম সরকার মুসলিমদের আধুনিক শিক্ষার কোনও ব্যবস্থা করে নি। মমতা দিদিও সিপিএমের ছেঁড়া চটিতে পা গলিয়ে রাজ্যে মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটাতে চাইছেন। কিন্তু চাকরি পেতে গেলে মুসলিমদের আধুনিক যুগোপযোগী শিক্ষা প্রয়োজন।” সভায় শাকিলের উপস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের হাজার খানেক সিপিএম ও তৃণমূল সমর্থক বিজেপিতে যোগ দেন। ১৫৬ টি দুঃস্থ সংখ্যালঘু পরিবারের হাতে ইদের আগাম উপহার হিসেবে বস্ত্র সামগ্রী তুলে দেন শাকিল। অনুষ্ঠানে ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলার দুই সাধারণ সম্পাদক সঞ্জিত মাহাতো ও অজয় চক্রবর্তী।

সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি, অভিযোগ বিজেপি নেতার

জঙ্গলমহলে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কোনও উন্নয়নই হয় নি বলে অভিযোগ করলেন বিজেপি’র সংখ্যালঘু মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শাকিল আনসারি। শনিবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রাম ব্লকের গড়খেলাড় গ্রামে এক দলীয় সভায় যোগ দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শাকিল বলেন, “উনি সংখ্যালঘুদের নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন। মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে কুড়ি হাজার মাদ্রাসা করবেন। কিন্তু ওই মাদ্রাসায় কী মুখ্যমন্ত্রীর দলের নেতা-মন্ত্রীদের ছেলেমেয়েরা পড়বে? মুসলিম আমজনতার জন্য মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটিয়ে আখেরে মুসলিমদের মুসলিম করে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। ৩৪ বছর ধরে রাজ্যে বাম সরকার মুসলিমদের আধুনিক শিক্ষার কোনও ব্যবস্থা করে নি। মমতা দিদিও সিপিএমের ছেঁড়া চটিতে পা গলিয়ে রাজ্যে মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটাতে চাইছেন। কিন্তু চাকরি পেতে গেলে মুসলিমদের আধুনিক যুগোপযোগী শিক্ষা প্রয়োজন।” এ দিন ওই সভায় শাকিলের উপস্থিতিতে নয়াগ্রামের হাজার খানেক সংখ্যালঘু সম্প্রদায়ের সিপিএম ও তৃণমূল সমর্থক বিজেপিতে যোগ দেন। ১৫৬ টি দুঃস্থ সংখ্যালঘু পরিবারের হাতে ইদের আগাম উপহার হিসেবে বস্ত্র সামগ্রী তুলে দেন শাকিল। ছিলেন বিজেপির ঝাড়গ্রাম জেলার দুই সাধারণ সম্পাদক সঞ্জিত মাহাতো ও অজয় চক্রবর্তী।

হকার পুনর্বাসনের ভাবনা

সৈকত পর্যটনকেন্দ্র দিঘায় যত্রতত্র ঝুপড়ি করে ব্যবসা করা হকারদের পুনর্বাসনের জন্য দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ নিজস্ব তহবিল থেকে হকার পুনর্বাসন কেন্দ্র তৈরি করবে। শনিবার দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে পর্ষদের নির্বাহী আধিকারিক সুজন দত্ত জানান। তিনি জানান, ইতিমধ্যেই বিশ্বব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় পুরাতন ও নতুন দিঘায় হকার পুনর্বাসনের জন্য স্টল নির্মান শুরু হলেও দিঘার সৈকতের ধার-সহ যত্রতত্র হাজার চারেক ছোট ব্যবসায়ী ঝুপড়ি তৈরি করে ব্যবসা করে আসছেন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছানুসারে দিঘাকে আকর্ষণীয় করার কাজ শুরু হয়েছে। বৈঠকে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী, জেলাশাসক অন্তরা আচার্য, বিধায়ক অখিল গিরি, জেলা মৎস্য কর্মাধ্যক্ষ দেবব্রত দাস, মহকুমাশাসক সরিৎ ভট্টাচার্য ও নির্বাহী আধিকারিক ছিলেন।

শহরে বিজেপির বৈঠক

দলীয় বৈঠকে যোগ দিতে রবিবার মেদিনীপুরে আসেন বিজেপির রাজ্য সহ-সভানেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। কৃষ্ণাদেবী দলের তরফে পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন। এ দিন বিজেপির জেলা কার্যালয়ে এক বৈঠক হয়। সেখানে শুধুমাত্র জেলা নেতৃত্বই উপস্থিত ছিলেন। আগামী কিছু কর্মসূচি নিয়ে মূখ্যত ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। পশ্চিম মেদিনীপুরেরও বিভিন্ন এলাকায় বিজেপির কর্মী-সমর্থকেরা আক্রান্ত হচ্ছেন। সিংহভাগ ক্ষেত্রেই অভিযোগের তির তৃণমূলের দিকে। দলের জেলা নেতৃত্ব মনে করেন, পুলিশ এ ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ করছে না। অভিযুক্তদের বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিষয়টি এ দিন কৃষ্ণাদেবীকেও জানান জেলা নেতৃত্ব। তিনি বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানোর আশ্বাস দেন।

ক্ষুদিরাম স্মরণের প্রস্তুতি মোহবনিতে

শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস এ বারও পালন করা হবে কেশপুরের মোহবনিতে। এখানেই রয়েছে ক্ষুদিরামের জন্মভিটে। প্রতি বছর ১১ অগষ্ট এখানে নানা কর্মসূচির আয়োজন করে শহিদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা সমিতি। প্রস্তুতি হিসেবে রবিবার মোহবনিতে এক বৈঠক হয়। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি শ্রীকান্ত মাহাতো, সমিতির সভাপতি চিত্ত গড়াই, কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত, তৃণমূলের ব্লক সভাপতি সঞ্জয় পান প্রমুখ। সমিতি সূত্রে খবর, এ বারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হবে।

বার্ষিক সাধারণ সভা

বঙ্গীয় সাধারণ গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলার তৃতীয় বার্ষিক সাধারণ সভা রবিবার কাঁথি ক্লাব মহকুমা গ্রন্থাগারে অনুষ্ঠিত হল। সমিতির পতাকা উত্তোলন করে সাধারণ সভার উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন। মামুদ হোসেন তাঁর বক্তব্যে নানা প্রতিকূলতার মধ্যেও প্রত্যন্ত এলাকাগুলিতে গ্রন্থাগার কর্মীরা সাধারণ মানুষদের স্বার্থে যে ভাবে গ্রন্থাগার গুলিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তার প্রশংসা করেন। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন সম্পাদক অসীম পন্ডা ও সম্পাদকীয় প্রতিবেদনের উপর ১২ জন সদস্য আলোচনায় যোগ দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি বিদ্যাধর মুদলী।

পঞ্চায়েত সমিতির উদ্যোগে ইফতার

পবিত্র ঈদ উপলক্ষে রামনগর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ইফতার পার্টি ও সংখ্যালঘু উপভোক্তাদের ‘গীতাঞ্জলি’ প্রকল্পের টাকা প্রদান করা হল। পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার জানান, পঞ্চায়েত সমিতির ২০ জন সংখ্যালঘু উপভোক্তাকে প্রথম কিস্তির ৪১ হাজার টাকা তুলে দেওয়া হয়। গীতাঞ্জলি আবাসন প্রকল্পে প্রত্যেক উপভোক্তা ১ লক্ষ ৬৭ হাজার টাকা করে পাবেন। প্রথম কিস্তিতে ৪১ হাজার টাকা করে দেওয়া হল। দ্বিতীয় কিস্তিতে প্রত্যেককে ৮০ হাজার টাকা ও তৃতীয় কিস্তিতে বাকি টাকা দিয়ে দেওয়া হবে।

ঈদের মুখে বস্ত্রদান

ঈদের মুখে রবিবার বস্ত্রদান শিবির হল মেদিনীপুর শহরের সিপাইবাজারে। উদ্যোক্তা স্থানীয় স্কাইলার্ক ক্লাব। প্রায় দেড়শো দুঃস্থকে শাড়ি ও প্রায় একশো জনকে লুঙ্গি দেওয়া হয় বলে ক্লাবের উপদেষ্টা মহম্মদ রফিক জানান। মেদিনীপুর শহর মুসলিম কমিটিও সম্প্রতি বস্ত্রদান করেছেন শাহাদিল মার্কেটের সামনে। সেখানে প্রায় দু’ হাজার মানুষকে উৎসবের আগে নতুন পোশাক দেওয়া হয় বলে জানান কমিটির সম্পাদক শেখ মিরাজুল ইসলাম। ঈদ উপলক্ষে আগামী দিনে পুলিশ-প্রশাসনের উদ্যোগেও বস্ত্রদান করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। সিপাইবাজারের হিন্দু-মুসলিম-খ্রিস্টান সমন্বয় ক্লাবও উৎসবের মরসুমে দুঃস্থদের বস্ত্রদানে উদ্যোগী হয়েছে।

যুব তৃণমূলে বদল

তৃণমূলের যুব সংগঠনে রদবদল শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। ইতিমধ্যে কেশপুর, ডেবরা, গড়বেতা- ১, মেদিনীপুর সদর ব্লকে সভাপতি বদল করা হয়েছে। কেশপুরে যুব তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন শ্যামল আচার্য। শ্যামল পিয়াশালা কাণ্ডে নিহত অজয় আচার্য্যের ছেলে। নতুন ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে উত্তমানন্দ ত্রিপাঠীকে। যুব তৃণমূলের জেলা নেতৃত্ব জানিয়েছেন, ওই সব ব্লকে আগে যাঁরা যুব সভাপতি ছিলেন, তাঁদের সংগঠনের অন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

রাস্তায় মহিলার দেহ

জাতীয় সড়কের ধারে মিলল ক্ষতবিক্ষত এক মহিলার দেহ। রবিবার খড়্গপুরের চাঙ্গুয়ালে ৬০ নম্বর জাতীয় সড়কের ধার থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। বছর পঁয়তাল্লিশের মহিলার পরিচয় জানা যায়নি। অনুমান, গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।

যুব তৃণমূলে বদল

তৃণমূলের যুব সংগঠনে রদবদল শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে। কেশপুর, ডেবরা, গড়বেতা-১, মেদিনীপুর সদর ব্লকে সভাপতি বদল হয়েছে। কেশপুরে যুব তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন শ্যামল আচার্য। তিনি পিয়াশালা কাণ্ডে নিহত অজয় আচার্যের ছেলে। তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তমানন্দ ত্রিপাঠীকে। যুব তৃণমূলের জেলা নেতৃত্ব জানান, বিদায়ী ব্লক যুব সভাপতিদের সংগঠনের অন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

সচেতনতা শিবির

আন্তর্জাতিক মানবাধিকার সমিতির সহযোগিতায় মাদক বিরোধী সচেতনতা শিবিরের করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার খড়্গপুরের সালুয়া সংলগ্ন চামরুসাই গ্রামে ওই শিবিরের আগে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ৫০ জন স্কুল পড়ুয়াকে খাতা-কলম দেওয়া হয়। ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সমিতির সভাপতি বাপ্পাদিত্য সাহা, জেলা সভাপতি আইনুল হুসেন প্রমুখ।

জলে ডুবে মৃত্যু

পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম যতীন্দ্রনাথ বিশ্বাস (৭৫)। বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুরে। স্থানীয় এক পুকুরে রবিবার দুপুরে স্নান করতে গিয়ে ডুবে যান তিনি। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

শহিদ স্মরণ

মেদিনীপুর শহর যুব তৃণমূলের উদ্যোগে নানুর দিবস পালিত হল রবিবার। বিকেলে এলআইসি মোড়ে প্রতিবাদ সভায় ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, পুরপ্রধান প্রণব বসু, যুব তৃণমূলের জেলা সভাপতি শ্রীকান্ত মাহাতো প্রমুখ।

কোথায় কী

শনিবার

সাধারণ সভা। রেলের ওপেন লাইনের কর্মীদের নিয়ে সভা। আয়োজক ‘ওপেন লাইন ব্রাঞ্চ ওয়ান কেজিপিএসইআর

মেনস্ কংগ্রেস’। বিকেল সাড়ে ৫টায় খড়্গপুরের রামমন্দিরে। ওই সাধারণ সভায় নতুন কমিটিও গঠন করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE