Advertisement
০৭ মে ২০২৪

টুকরো খবর

সিপিএমের কর্মী-সদস্যদের মারধর এবং একাধিক বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মারধরের হাত থেকে রেহাই পাননি মহিলারাও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার জগারডাঙা পঞ্চায়েতের আষাঢ় গ্রামে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা রয়েছে। শুরু হয়েছে পুলিশি টহল।

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:১৯
Share: Save:

গোয়ালতোড়ে সিপিএম কর্মীদের মারধর, নালিশ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা • ঘাটাল

সিপিএমের কর্মী-সদস্যদের মারধর এবং একাধিক বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মারধরের হাত থেকে রেহাই পাননি মহিলারাও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার জগারডাঙা পঞ্চায়েতের আষাঢ় গ্রামে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা রয়েছে। শুরু হয়েছে পুলিশি টহল। সিপিএম সূত্রের খবর, রাত আটটা নগাদ আচমকাই তৃণমূলের লোকজন আষাঢ় গ্রামে ঢুকে দলীয় সদস্য কৃষ্ণ নন্দীর বাড়িতে হামলা চালায়। মোটর বাইক ভাঙচুর করে। পরে ধনঞ্জয় সার, নিলু বাগদি-সহ একাধিক সিপিএম সদস্যদের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। নিলু বাগদি বাড়ি না থাকায় তাঁর স্ত্রীকে তৃণমূলের লোকেরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বিজয় পালের অভিযোগ, বুধবার রাত আটটা নাগাদ তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে ঢুকে দলের কর্মী-সদস্যদের মারধর, বাড়ি ভাঙচুর করে। মহিলাদেরও মারধর করে। ঘটনার খবর সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলেও পরে তারা যায়। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি শাসক দলের নানা কাজে সাধারণ মানুষ ক্ষুব্ধ। এলাকার পঞ্চায়েতেও নানা দুর্নীতির অভিযোগ উঠছে। প্রতিবাদে গত ১৫ সেপ্টেম্বর এলাকাবাসীর তরফে ওই পঞ্চায়েতে ডেপুটেশনও দেওয়া হয়। বিজয়বাবুর অভিযোগ, ডেপুটেশনে যোগ দেওয়ার ‘অপরাধে’ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষকে হুমকি দিচ্ছিল। তৃণমূলের ব্লক স্তরের এক নেতাও মানছেন, দলের বেশ কিছু নেতার কাজে সাধারণ মানুষ ক্ষুব্ধ। উন্নয়নের নাম করে ঠিকাদারদের সঙ্গে গোপন আঁতাত, পক্ষপাতিত্ব সবই চলছে। জেলা নেতারা সব জেনেও চুপ। এ দিকে, পঞ্চায়েতে ডেপুটেশন এবং বুধবারের ঘটনা স্বীকার করে জগারডাঙা পঞ্চায়েতের প্রধান মানিক মুর্মু অবশ্য বলেন, “পঞ্চায়েতে কোনও অন্যায় হয়নি।” তৃণমূলের ব্লক সভাপতি রবি রায় বলেন, “একটা ধ্বস্তাধ্বস্তি হয়েছে। বাড়ি ভাঙচুরের অভিযোগ মিথ্যে।” পুলিশ তদন্ত করছে। গ্রামে টহল শুরু হয়েছে।

স্কুলের সুবর্ণ জয়ন্তী

নিজস্ব সংবাদদাতা • তমলুক

চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি: স্কুলের সৌজন্যে।

বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে হৈমন্তপুর বিবেকানন্দ শতবার্ষিকী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের পালিত হল। সম্প্রতি চন্দ্রকোনা থানা এলাকার ওই স্কুলে তিন দিন ব্যাপী সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রাঙ্গণে বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবিরও হয়। শিবিরের সূচনা করেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই। অনুষ্ঠানে ‘মুকুলিকা’ নামে একটি সুবর্ণ জয়ন্তী স্মারক সংখ্যা প্রকাশিত হয়। শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দের জীবনের নানা ঘটনা সম্বলিত ও বিজ্ঞানের নানা বিষয়ের উপর কোলাজ প্রদর্শনী সকলের নজর কেড়েছে। ‘বিবেকানন্দের জীবন ও শিক্ষা ভাবনা’-এর উপর আয়োজিত একটি সেমিনারে উপস্থিত ছিলেন কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠের স্বামী ভক্তিপ্রিয়ানন্দ। সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমাশাসক, বিডিও, সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক, স্কুলের প্রধান শিক্ষক শেখ মনিরুল ইসলাম-সহ বিশিষ্টরা।

স্কুল বন্ধ রেখে বৈঠক, ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

স্কুলের প্রধান শিক্ষক ও এক সহশিক্ষকের মধ্যে গণ্ডগোলের মীমাংসা করতে বৈঠক ডাকার জন্য স্কুল ছুটি দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার হলদিয়ার মহিষাদলের গোপালপুর হাইস্কুলের ছুটি দেওয়ায় দশম শ্রেণির পূর্ব নির্ধারিত জীবন বিজ্ঞান পরীক্ষাও স্থগিত হয়ে যায়। ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। স্কুল সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার ওই স্কুলের ভিগোল শিক্ষক চন্দন দাস প্রধান শিক্ষক শিবাজি বেরার কাছে আয়কর সংক্রান্ত একটি ফর্ম চান। ওই ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। চন্দনবাবুর অভিযোগ, প্রধান শিক্ষক তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। রাতেই চন্দনবাবু মহিষাদল থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী নন্দীর কাছেও তিনি অভিযোগ জানান। বুধবার বিশ্বকর্মা পুজোর কারণে স্কুল ছুটি ছিল। তাই বৃহস্পতিবার স্কুল খুলতেই তাঁদের মধ্যে সমস্যার মীমাংসা করতে স্কুল পরিচালন সমিতির বৈঠক বসে। বৈঠকের কারণে নোটিস দিয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়। প্রধান শিক্ষক শিবাজিবাবু বলেন, “রাগারাগির কারণে এমন ঘটনা ঘটে গিয়েছে।” জেলা বিদ্যালয় পরিদর্শক পূরবী নন্দী বলেন, “ওই স্কুলের এক শিক্ষক আমার কাছে অভিযোগ করেছিলেন। ঘটনার তদন্তের আগেই এভাবে স্কুল ছুটি দিয়ে বৈঠক করার যুক্তি নেই।”

ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা • তমলুক

নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি সর্বজনীন দুর্গোসব কমিটির পরিচালনায় ৫৯ বর্ষ শুভ্রাংশু স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হল বৃহস্পতিবার। এ দিন বিকেলে খোদামবাড়ি হাইস্কুল মাঠে ওই প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় তমলুক শহরের খেলাঘর ক্লাব হাওড়া জেলার বাগনান কেবিএস ক্লাবকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়ী হয়। ওই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মলিনা দাস ও নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও মিতুন দে। পূজা কমিটির ক্রীড়া সভাপতি দীপঙ্কর প্রধান জানান, নক-আউট পদ্ধতিতে এই ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মিলিয়ে ১৬ টি দল যোগদান করবে। শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় যোগ দেবে মহিষাদলের ময়দান ক্লাব ও ভগবানপুরের এক্তারপুর ফুটবল অ্যাসোসিয়েশন।

সুবর্ণ জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • ঘাটাল

বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘাটালের হৈমন্তপুর বিবেকানন্দ শতবার্ষিকী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপ্তি হল। সম্প্রতি চন্দ্রকোনা থানা এলাকার ওই স্কুলে তিন দিন ব্যাপী সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ে প্রাঙ্গণে বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। অনুষ্ঠানে ‘মুকুলিকা’ নামে একটি সুবর্ণ জয়ন্তী স্মারক সংখ্যা প্রকাশিত হয়। ‘বিবেকানন্দের জীবন ও শিক্ষা ভাবনা’-এর উপর আয়োজিত একটি সেমিনারে উপস্থিত ছিলেন কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠের স্বামী ভক্তিপ্রিয়ানন্দ। সমাপ্তি পর্বের অনুষ্ঠানে ছিলেন ঘাটালের মহকুমাশাসক, বিডিও, সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক, স্কুলের প্রধান শিক্ষক শেখ মনিরুল ইসলাম-সহ বিশিষ্ট ব্যাক্তিরা।

লরির ধাক্কায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। বুধবার রাতে খড়্গপুর গ্রামীণ থানার চৌরঙ্গির ওই দুর্ঘটনায় জখম হন আরও এক জন। মৃতের নাম শশাঙ্ক পাত্র (৩৪)। বাড়ি স্থানীয় ওয়ালিপুরে। তাঁর সঙ্গী জখম দুর্গা পড়িয়াকে খড়্গপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৌরঙ্গি এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরি-ট্রেলার-ট্যাঙ্কার পাহারা দেওয়ার জন্য বছর তিনেক আগে স্থানীয়দের উদ্যোগে রক্ষীদের দল গড়ে ওঠে। ওই আরজি পার্টির সদস্যদের স্থানীয় থানার অনুমোদিত পরিচয়পত্র রয়েছে। বুধবার রাতে চার জন পাহারা দিচ্ছিলেন। জাতীয় সড়কের ধারে তাঁদের অস্থায়ী অফিসও আছে। ঝাড়গ্রামের দিক থেকে আসা লরি ওই ঘরে ধাক্কা মারে। মারা যান শশাঙ্ক। জখম হন দুর্গা।

প্রতারণার অভিযোগে ধৃত

নিজস্ব সংবাদদাতা • তমলুক

আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাবলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার প্রলয় মিশ্র। দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে তাঁকে গ্রেফতার করে নন্দকুমার থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, বাবলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রায় ৭০ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছিল। ঘটনায় সমিতির ম্যানেজার প্রলয় মিশ্রের নামে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে পিঁয়াজবেড়িয়া গ্রামের প্রলয় আত্মগোপন করে ছিলেন।

নন্দীগ্রামে ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা • তমলুক

নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি সর্বজনীন দুর্গোসব কমিটির পরিচালনায় ৫৯ বর্ষ শুভ্রাংশু স্মৃতি শিল্ড ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হল বৃহস্পতিবার। বিকেলে খোদামবাড়ি হাইস্কুল মাঠে উদ্বোধনী খেলায় তমলুক শহরের খেলাঘর ক্লাব হাওড়া জেলার বাগনান কেবিএস ক্লাবকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়ী হয়। ওই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মলিনা দাস ও নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও মিতুন দে। পূজা কমিটির ক্রীড়া সভাপতি দীপঙ্কর প্রধান জানান, নক-আউট পদ্ধতিতে এই ফুটবল প্রতিযোগিতায় বিভিন্ন জেলার মিলিয়ে ১৬ টি দল যোগ দেবে। শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় যোগ দেবে মহিষাদলের ময়দান ক্লাব ও ভগবানপুরের এক্তারপুর ফুটবল অ্যাসোসিয়েশন।

নাবালিকা ধর্ষণে পড়শি যুবকের ১০ বছর জেল

ঘুগনি খাওয়ানোর নাম করে এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক। বৃহস্পতিবার এই রায় শোনান ঘাটালের অতিরিক্ত দায়রা বিচারক দেবপ্রসাদ নাথ। ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছ’মাস জেলের নির্দেশও হয়েছে। পুলিশ ও আদালত সূত্রের খবর, সাজাপ্রাপ্ত যুবকের নাম রঞ্জিত মাল। সে বিবাহিত। ঘটনাটি ঘটেছিল ২০১২ সালের ২১ এপ্রিল। পুলিশ সূত্রের খবর, চন্দ্রকোনা থানার টেনপুর সংলগ্ন খামারবেড়িয়া গ্রামের বাসিন্দা রঞ্জিত ওই দিন রাত আটটার সময় বছর ছয়েকের ওই প্রতিবেশী নাবালিকার বাড়িতে গিয়ে তাকে ডেকে নিয়ে আসে। মেয়েটির বাড়িতে পড়শি ওই যুবকের নিয়মিত যাতায়াত ছিল। ফলে নাবালিকার বাড়ির লোক নির্ভাবনায় রঞ্জিতের সঙ্গে মেয়েকে ছেড়ে দেন। কিন্তু রাত দশটার পরেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। গ্রামের মাঠে রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে পাওয়া যায়। চম্পট দেয় রঞ্জিত। পরদিন ওই নাবালিকার মা চন্দ্রকোনা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তিন দিন পরে চন্দ্রকোনা থেকেই রঞ্জিতকে পাকড়াও করে পুলিশ। ঘটনার তদন্তকারী অফিসার বিকাশ সাউ জানান, চার মাসের মধ্যে চার্জশিট জমা দেওয়া হয়। শুরু হয় শুনানি। তবে তার আগেই জামিন পেয়ে যায় অভিযুক্ত। সরকারি আইনজীবী তপন ভট্টাচার্য বলেন, “বিচার চলাকালীন মাস দুয়েক আগে রঞ্জিত বাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে যায়। দু’বার আদালতে না আসায় রঞ্জিতের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।” ফের চন্দ্রকোনার পুলিশ রঞ্জিতকে গ্রেফতার করে।

বাস উল্টে জখম আট যাত্রী

ওড়িশায় যাওয়ার পথে বাস উল্টে জখম হলেন আট জন যাত্রী। বুধবার রাতে দাঁতনের সোনাকানিয়ায় কলকাতা থেকে ওড়িশাগামী একটি যাত্রীবাহী বাসে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর জখমদের দাঁতন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে কলকাতা থেকে ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি ওড়িশার উদ্দেশে রওনা দেয়। খড়্গপুর পেরিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারকিয়ে রাস্তার পাশে নেমে যায়। এরপর বাসটি উল্টে গেলে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ মিলে যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনায় জখমদের মধ্যে ওড়িশার নরেন্দ্রপুরের সন্তোষ মাণ্ডি, কেন্দাপাড়ার আফসানা বেগম-সহ আট জনকে দাঁতন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পরে দু’জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ছ’জনকে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তর করা হয়। কিন্তু তাঁরা চিকিৎসার জন্য ওড়িশায় যাওয়ার ইচ্ছে প্রকাশ করলে তাঁর ব্যবস্থা করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বাসটি দ্রতগতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।

সিপিএম কর্মীদের মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

সিপিএমের কর্মী-সদস্যদের মারধর এবং একাধিক বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, মারধরের হাত থেকে রেহাই পাননি মহিলারাও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোয়ালতোড় থানার জগারডাঙা পঞ্চায়েতের আষাঢ় গ্রামে। শুরু হয়েছে পুলিশি টহল। সিপিএম সূত্রের খবর, রাত আটটা নগাদ আচমকাই তৃণমূলের লোকজন আষাঢ় গ্রামে ঢুকে দলীয় সদস্য কৃষ্ণ নন্দীর বাড়িতে হামলা চালায়। পরে ধনঞ্জয় সার, নিলু বাগদি-সহ একাধিক সিপিএম সদস্যদের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। নিলু বাগদি বাড়ি না থাকায় তাঁর স্ত্রীকে তৃণমূলের লোকেরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি শাসক দলের নানা কাজে সাধারণ মানুষ ক্ষুব্ধ। এলাকার পঞ্চায়েতেও নানা দুর্নীতির প্রতিবাদে গত ১৫ সেপ্টেম্বর এলাকাবাসীর তরফে ওই পঞ্চায়েতে ডেপুটেশনও দেওয়া হয়। বিজয়বাবুর অভিযোগ, সেই ‘অপরাধে’ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মানুষকে হুমকি দিচ্ছিল। এ দিকে, পঞ্চায়েতে ডেপুটেশন এবং বুধবারের ঘটনা স্বীকার করে জগারডাঙা পঞ্চায়েতের প্রধান মানিক মুর্মু অবশ্য বলেন, “পঞ্চায়েতে কোনও অন্যায় হয়নি।” তৃণমূলের ব্লক সভাপতি রবি রায় বলেন, “ধস্তাধস্তি হয়েছে। বাড়ি ভাঙচুরের অভিযোগ মিথ্যে।”

ভলিবলে জয়ী কমার্স কলেজ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দশম আন্তঃমহাবিদ্যালয় পুরুষদের ভলিবল প্রতিযোগিতায় জয়ী হল কে ডি কলেজ অফ কমার্স। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফাইনালে কমার্স কলেজ চন্দ্রকোনা বিদ্যাসাগর মহাবিদ্যালয়কে পরাজিত করে। এ দিন সকালে সারাদিন ব্যাপী এই প্রতিযোগিতার সূচনা করেন ভারপ্রাপ্ত নিবন্ধক জয়ন্তকিশোর নন্দী। বিকেলে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী নিবন্ধক অমল কুমার ভুঁইয়া, পোস্ট গ্র্যাজুয়েট কাউন্সিলের সম্পাদক আব্দুর রহিম, ক্রীড়া আধিকারিক সুহাস বারিক। সুহাস বারিক জানান, মোট ১৬টি যোগ দিয়েছিল। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে ডি কলেজ অফ কমার্সের প্রেয়স তামাং। বিশ্ববিদ্যালয়ের ১৬তম আন্তঃমহাবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগতায় দলগত চ্যম্পিয়ন হল মেদিনীপুর কলেজ। দু’দিনের প্রতিযোগিতায় তারা ৯টি বিভাগে প্রথম হয়েছে। রানার্স বিদ্যাসাগর স্কুল অফ সোশ্যাল ওয়েলফেয়ার। বুধবার প্রতিযোগিতার সূচনা করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। বি সি মুখোপাধ্যায় হলে এ দিন পুরস্কার বিতরণে ছিলেন ভারপ্রাপ্ত নিবন্ধক জয়ন্তকিশোর নন্দী, কলা বিভাগের ডিন অধ্যাপক উজ্জয়ন ভট্টাচার্য, দূরশিক্ষা বিভাগের অধিকর্তা অধ্যাপক জয়ন্ত কুণ্ডু প্রমুখ।

পর্যালোচনা বৈঠক

নন্দীগ্রাম-১ ও ২ ব্লকে চলা হলদিয়া উন্নয়ন পর্ষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের পর্যালোচনার জন্য দুই ব্লকের প্রশাসনিক আধিকারিক, বাস্তুকার, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধক্ষ্য, জেলা পরিষদ সদস্য ও হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির অফিস ভবনে নবনির্মিত সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি শেখ সুফিয়ান, হলদিয়া উন্নয়ন পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক উজ্জ্বল সেনগুপ্ত। এ দিন বৈঠকে হলদিয়া উন্নয়ন পর্ষদের অধীনে চলা নন্দীগ্রাম বাজারের কাছে বাইপাশ রাস্তা, কেন্দেমারি জেটিঘাট নির্মাণ ও বিভিন্ন স্কুলের ভবন নির্মাণের কাজের পর্যালোচনা করা হয়।

তৃণমূলের মিছিল

পাঁশকুড়ায় রেলের উড়ালপুল তৈরি, একশো দিনের কাজের প্রকল্পে আরও বেশি কাজের দাবি ও কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে পদযাত্রা কর্মসূচি পালন করবে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক ও শহিদ মাতঙ্গিনী ব্লকের তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে এই পদযাত্রায় নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE