Advertisement
২৭ এপ্রিল ২০২৪

টুকরো খবর

প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৩১তম মৃত্যুদিনটি ‘আত্মবলিদান দিবস’ হিসেবে কাঁথি কংগ্রেসের পক্ষ থেকে উদযাপন করা হয়। শুক্রবার সকালে বীরেন্দ্র স্মৃতি সৌধের সামনে প্রয়াত নেত্রীর স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্দিরা গাঁধীর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে স্মৃতিচারণ করেন প্রাক্তন বিধায়ক ও নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য শৈলজা দাস, কাঁথি-১ ব্লক সভাপতি এরশাদ আলি, জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি, সুভাষ বেরা, দীপক দাস, রাজদুলাল নন্দ, রীনা দাস ও কাঁথি শহর কংগ্রেস কমিটির সভাপতি বিশ্বনাথ তেওয়ারী প্রমুখ।

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ০০:৪৯
Share: Save:

কংগ্রেসের ইন্দিরা স্মরণ পূর্বে

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

—নিজস্ব চিত্র।

প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৩১তম মৃত্যুদিনটি ‘আত্মবলিদান দিবস’ হিসেবে কাঁথি কংগ্রেসের পক্ষ থেকে উদযাপন করা হয়। শুক্রবার সকালে বীরেন্দ্র স্মৃতি সৌধের সামনে প্রয়াত নেত্রীর স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্দিরা গাঁধীর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে স্মৃতিচারণ করেন প্রাক্তন বিধায়ক ও নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য শৈলজা দাস, কাঁথি-১ ব্লক সভাপতি এরশাদ আলি, জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি, সুভাষ বেরা, দীপক দাস, রাজদুলাল নন্দ, রীনা দাস ও কাঁথি শহর কংগ্রেস কমিটির সভাপতি বিশ্বনাথ তেওয়ারী প্রমুখ। অন্য দিকে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ইন্দিরা গাঁধীর মূর্তির পাদদেশেও পূর্ব মেদিনীপুর জেলা কিষাণ ও খেত মজদুর কংগ্রেস কমিটির উদ্যোগেও একটি অনুষ্ঠান হয়। ছিলেন জেলা কিষান ও খেতমজদুর কংগ্রেসের কাযর্করী জেলা সভাপতি সুনীল মণ্ডল, কাঁথি মহকুমা সভাপতি শেখ সিরাজউদ্দিন, সঞ্জয় পয়ড়্যা, কমরুল ইসলাম, শেখ ওহিদ ও অনন্ত সামন্ত প্রমুখ। এ দিন কংগ্রেসের উদ্যোগে দিনটি পালন করা হয় হলদিয়ার চৈতন্যপুরেও। দুঃস্থদের বস্ত্রদান, রক্তদান কর্মসূচি নেওয়া হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৩১ তম মৃত্যু বার্ষিকী পালিত হল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয়ে। এ দিন সকালে জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা গাঁধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অসিত পাল, দলের তমলুক সদর ব্লক সভাপতি বিকাশ প্রামাণিক, নন্দকুমার ব্লক সভাপতি মদন জানা প্রমুখ। পরে তমলুক শহরের টাউন শঙ্করআড়ায় কংগ্রেস নেতৃত্ব ইন্দিরা গাঁধী ও রাজীব গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন। এই উপলক্ষে জেলা কংগ্রেস কার্যালয়ে সর্বধর্ম গ্রন্থপাঠ ও দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়।

দীপাবলি উপলক্ষে ছাত্র সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা • তমলুক

দীপাবলি উপলক্ষে কৃতী ছাত্র সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক পত্রিকা প্রকাশ হল পাঁশকুড়ায়। প্রকাশিত স্মারক পত্রিকা ‘আলোক বর্তিকা’র উদ্বোধন করেন বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী ইস্টানন্দ। অনুষ্ঠানে ছিলেন বিধায়ক মানস ভূঁইয়া, পাঁশকুড়া বৃহন্নলা কল্যাণ সমিতির সম্পাদিকা শোভা হালদার প্রমুখ।

প্রকল্পের কাজে দেরি, পুর ইঞ্জিনিয়ারকে ধমক জেলাশাসকের

নিজস্ব সংবাদদাতা • এগরা

এগরা শহরে স্টেডিয়াম তৈরির কাজের গতি নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারকে ভর্ৎসনা করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য। শুক্রবার সকালে এগরা মহকুমা প্রশাসনিক ভবনে পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক। বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির কাজ পর্যালোচনা করেন তিনি। একই সঙ্গে, প্রকল্পগুলি দ্রুত রূপায়ণের নির্দেশ দেন তিনি। বৈঠকের শেষের দিকে জেলাশাসক চাঁদার জুলুমের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর কথা বলেন। এরপর অন্তরাদেবী বিভিন্ন প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে বেরোন। এগরা পুরসভার স্টেডিয়াম তৈরির কাজের গতি দেখে জেলাশাসক পুরসভার ইঞ্জিনিয়ার চন্দন দাসকে ভর্ৎসনা করেন। এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “গত এক বছর ধরে স্টেডিয়াম তৈরির ২৫ লক্ষ টাকা পড়ে রয়েছে।” চন্দনবাবু বলেন, “গত ফেব্রুয়ারি মাসে কাজ শুরুর কথা থাকলেও মূলত বৃষ্টির কারণে মাটি ফেলা কাজ শেষ হয়নি। এ বার দ্রুত কাজ শেষ করা হবে।” আগামী জানুয়ারি মাসের মধ্যেই স্টেডিয়ামের কাজ শেষ করার নির্দেশ দেন জেলাশাসক। পরে বেহাল এগরা-এরেন্দা ও মহাবিশ্রা রাস্তাও ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মহকুমাশাসক, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণাল দাস। পটলাইকায় এগরা পুরসভার জল প্রকল্পের কাজ ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের কাজও খতিয়ে দেখেন জেলাশাসক।

সাহিত্য-অঙ্কন কর্মশালা হলদিয়ায়

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

তিন দিনের আবৃত্তি, কবিতা, আঁকার কর্মশালার আয়োজন করেছে হলদিয়া পুরসভা। হলদিয়া পুরসভার রবীন্দ্র-নজরুল মঞ্চে আজ থেকে শুরু হবে এই কর্মশালা। হলদিয়া পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল জানান ১৯টি স্কুলের ১৯০ জন ছাত্র-ছাত্রীকে এই কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি স্কুল থেকে ১০জন ছাত্র-ছাত্রী এই কর্মশালায় যোগ দিতে পারবে। প্রথম দিন আবৃত্তি, শনিবার হবে কবিতা এবং রবিবার হবে অঙ্কন বিষয়ক কর্মশালা। আবৃত্তির প্রশিক্ষক হিসেবে থাকবেন বিজয়লক্ষ্মী বর্মণ, রত্না মিত্র, কাজল শূর, দেবাশিস চক্রবর্তী প্রমুখ

কাজ করেও টাকা না পাওয়ার নালিশ

নিজস্ব সংবাদদাতা • কাঁথি

শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের রান্না করেও টাকা না পাওয়ার অভিযোগ উঠল। খেজুরি-১ ব্লকের হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর মাতঙ্গিনী শিশুশিক্ষা কেন্দ্রের ঘটনা। ওই স্কুলে রান্নার দায়িত্বে থাকা গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, রান্নার কাজ করা সত্ত্বেও গত জুন মাস থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। উল্টে সেই বেতন পাচ্ছেন অপর এমন এক গোষ্ঠী, যারা এই স্কুলের রান্নার কাজে আদৌ যুক্ত নয়। গোষ্ঠীর শেফালী ঘোড়ই, মিনতি দাস জানান, স্থানীয় হেঁড়িয়া গ্রামপঞ্চায়েত সদস্য সরোজ কুমার দাস ও খেজুরি-১ ব্লক বিজেপি সভাপতি সুকুমার দাস মহকুমাশাসক ও জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। বিজেপির ব্লক সভাপতি সুকুমার বেরার অভিযোগ, এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক চক্রান্ত রয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্রের প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

স্টেডিয়ামের কাজে দেরি, ভর্ৎসনা জেলাশাসকের

নিজস্ব সংবাদদাতা • এগরা

এগরা শহরে স্টেডিয়াম তৈরির কাজের গতি নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারকে ভর্ৎসনা করলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য। শুক্রবার সকালে এগরা মহকুমা প্রশাসনিক ভবনে পঞ্চায়েত, ব্লক ও জেলা স্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক। বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পগুলির কাজ পর্যালোচনা করেন তিনি। একইসঙ্গে, প্রকল্পগুলি দ্রুত রূপায়ণের নির্দেশ দেন তিনি। বৈঠকের শেষের দিকে জেলাশাসক চাঁদার জুলুমের বিরুদ্ধেও রুখে দাঁড়ানোর কথা বলেন। এরপর অন্তরাদেবী বিভিন্ন প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে বেরোন। এগরা পুরসভার স্টেডিয়াম তৈরির কাজের গতি দেখে জেলাশাসক পুরসভার ইঞ্জিনিয়ার চন্দন দাসকে ভর্ৎসনা করেন। এগরার মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস বলেন, “গত এক বছর ধরে স্টেডিয়াম তৈরির ২৫ লক্ষ টাকা পড়ে রয়েছে।” চন্দনবাবু বলেন, “গত ফেব্রুয়ারি মাসে কাজ শুরুর কথা থাকলেও মূলত বৃষ্টির কারণে মাটি ফেলা কাজ শেষ হয়নি। এ বার দ্রুত কাজ শেষ করা হবে।” আগামী জানুয়ারি মাসের মধ্যেই স্টেডিয়ামের কাজ শেষ করার নির্দেশ দেন জেলাশাসক। পরে বেহাল এগরা-এরেন্দা ও মহাবিশ্রা রাস্তাও ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মহকুমাশাসক, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণাল দাস।

ছাত্রীকে উত্ত্যক্ত, ধৃত যুবক

স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কোলাঘাট থানার খন্যাডিহি এলাকায় ঘটনা। ওই ছাত্রীর বাবার অভিযোগ পেয়ে রাতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুশান্ত পট্টনায়েক। তাঁর বাড়ি কোলাঘাটের তেঘরি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী এ দিন সকালে স্কুলে যাওয়ার পথে সুশান্ত ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। ছবি তোলারও চেষ্টা করে। ছাত্রী পরিবারের কাছে ঘটনার কথা জানায়। ওই ছাত্রীর বাবা কোলাঘাট থানায় সুশান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

রাষ্ট্রীয় একতা দিবস পালন

সর্দার বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী স্মরণে বৃহস্পতিবার কাঁথি প্রভাত কুমার কলেজে দিনটি ‘রাষ্ট্রীয় একতা দিবস’ হিসেবে উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কলেজে বল্লভভাই পটেলের প্রতিকৃতিতে মাল্যদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিত কুমার দে। রাষ্ট্রীয় একতা ও সংহতি নিয়ে কলেজের পড়ুয়াদের নিয়ে একটি আলোচনাচক্রের আয়োজন করা হয়। এছাড়াও কলেজের এনসিসি ও এনএসএসের ছাত্রছাত্রীদের বল্লভভাই পটেলের প্রতিকৃতি সামনে রেখে শোভাযাত্রা শহর পরিক্রমা করে। অনুষ্ঠানে হাজির ছিলেন অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাড়াও কলেজের শিক্ষক শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা।

কাজ করেও টাকা না পাওয়ার নালিশ

শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের রান্না করেও টাকা না পাওয়ার অভিযোগ উঠল। খেজুরি-১ ব্লকের হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর মাতঙ্গিনী শিশুশিক্ষা কেন্দ্রের ঘটনা। ওই স্কুলে রান্নার দায়িত্বে থাকা গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, রান্নার কাজ করা সত্ত্বেও গত জুন মাস থেকে তাঁরা বেতন পাচ্ছেন না। উল্টে সেই বেতন পাচ্ছেন অপর এমন এক গোষ্ঠী, যারা এই স্কুলের রান্নার কাজে আদৌ যুক্ত নয়। গোষ্ঠীর শেফালী ঘোড়ই, মিনতি দাস জানান, স্থানীয় হেঁড়িয়া গ্রামপঞ্চায়েত সদস্য সরোজ কুমার দাস ও খেজুরি-১ ব্লক বিজেপি সভাপতি সুকুমার দাস মহকুমাশাসক ও জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে। বিজেপির ব্লক সভাপতি সুকুমার বেরার অভিযোগ, এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক চক্রান্ত রয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্রের প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ভস্মীভূত দোকান

ফের আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল শঙ্করপুর মৎস্যবন্দর লাগোয়া বাজারের বেশ কয়েকটি দোকান। শঙ্করপুর বাজার কমিটি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে আচমকা একটি দোকানে আগুন লাগার পর তা আশেপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামনগর থানার পুলিশ ও দমকল ঘটনাস্থলে আসে। ধীরে ধীরে আয়ত্ত্বে আসে আগুন। ইতিমধ্যে পুড়ে খাক হয়ে গিয়েছে ১১টি দোকান। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। প্রথামিক তদন্তে পুলিশের অড়ুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। গত অগস্ট মাসেও শঙ্করপুরের বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গিয়েছিল।

মেধা পরীক্ষা

জেলা প্রাথমিক মেধা অন্বেষণ পর্ষদ আয়োজিত দু’দিন ব্যাপী চতুর্থ শ্রেণির মেধা পরীক্ষা সমাপ্ত হল শুক্রবার। পূর্ব মেদিনীপুরের প্রাথমিক স্কুলগুলির প্রায় পাঁচ হাজার চতুর্থ শ্রেণির পড়ুয়া এই মেধা পরীক্ষা দিয়েছে বলেন জানান পর্ষদের সম্পাদক অরূপকুমার ভৌমিক। তিনি জানান, জেলার ৮৭টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে বৃহস্পতিবার বাংলা, ইংরাজি এবং শুক্রবার গণিত, ‘আমাদের পরিবেশ’ বিষয়ে পরীক্ষা হয়েছে।

বিজেপির বিক্ষোভ মিছিল

বীরভূমের মাখড়া কাণ্ডের প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর শহরেও বিক্ষোভ-মিছিল করল বিজেপি। এদিন দলের জেলা কার্যালয়ের সামনে থেকে এক মিছিল শুরু হয়। নেতৃত্বে ছিলেন বিজেপির অন্যতম দুই জেলা সাধারণ সম্পাদক বাবলু বরম এবং সোমনাথ সিংহ। পরে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট মোড়ে এসে পৌঁছয়। এখানে বিক্ষোভ কর্মসূচি হয়। বৃহস্পতিবার পাড়ুইয়ের মাখড়া গ্রামে যাওয়ার পথে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে আটকে দেওয়া হয়। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন জেলার বিভিন্ন এলাকা প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। ঘাটাল, দাসপুর, রামজীবনপুরেও বিজেপির প্রতিবাদ মিছিল হয়। চন্দ্রকোনায় হয় পথ অবরোধ। কোথাও কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি।

কুয়োয় পড়ে বৃদ্ধের মৃত্যু

কুয়োর মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম চরণ সিংহ (৭০)। বাড়ি মেদিনীপুর কোতয়ালি থানার দেলুয়ার তালডাঙ্গায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত নিজের বাড়িতেই ছিলেন চরণবাবু। শুক্রবার ভোরে একা ঘর থেকে বেরিয়ে যান। ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তাঁকে আর ঘরে দেখতে পাননি। এরপরই খোঁজ শুরু হয়। পরে বাড়ি থেকে কিছুটা দূরে এক কুয়োর সামনে বৃদ্ধের চাদর পড়ে থাকতে দেখা যায়। এই কুয়োর মধ্যে থেকেই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। চরণবাবু মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। কুয়োর মধ্যে দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর যায় দমকলেও। পরে দমকল এবং পুলিশ আসে। কুয়োর মধ্যে থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।

কৃষক বিক্ষোভ

একশো দিনের কাজের কর্মসূচিকে সম্প্রসারিত করে বছরে দু’শো দিন কাজ দেওয়া, সার-বীজ-কীটনাশক-ডিজেল-বিদ্যুতে ভর্তুকি বাড়ানো-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার মেদিনীপুরে মিছিল-বিক্ষোভ কর্মসূচি করল সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। মেদিনীপুর স্টেশনের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে তা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট মোড়ে এসে পৌঁছয়। এখানে বিক্ষোভ সভা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান।

ইন্দিরা স্মরণ

ইন্দিরা গাঁধীর প্রয়াণ বার্ষিকী উদ্যাপন করল জেলা কংগ্রেস। শুক্রবার মেদিনীপুর শহরে ইন্দিরা গাঁধীর মূর্তিতে মাল্যদান করা হয়। খড়্গপুর শহরেও নানা অনুষ্ঠান হয়। জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া বলেন, “জেলা জুড়ে ইন্দিরা গাঁধীর প্রয়াণ বার্ষিকী পালন করা হয়েছে। ঘাটাল, সবং, খড়্গপুর, মেদিনীপুর-সহ বিভিন্ন এলাকায় নানা কর্মসূচি হয়েছে।” ঘাটাল মহকুমা কংগ্রেসের উদ্যোগে এ দিন রক্তদান শিবির হয়।

শালবনিতে ক্যুইজ

যুব সংসদ পরিচালনা, ক্যুইজ ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা হল শালবনিতে। শালবনি ব্লক ও শালবনি পঞ্চায়েত সমিতির পরিচালনায় এই প্রতিযোগিতায় ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দেয়। শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ প্রমুখ।

ক্লাবের উদ্যোগ

মেদিনীপুর শহরের মহারুদ্র ব্যায়ামাগারের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন এমকেডিএ চেয়ারম্যান মৃগেন মাইতি।

জয়ী নওজওয়ান

কাঁথি -৩ ব্লকের সুকুনিয়া নিউ ইয়ং স্টার ক্লাব পরিচালিত অবন্তী স্মৃতিকাপ ভলিবল প্রতিযোগিতায় হরিণাপাশ দলবাড় নওজওয়ান সঙ্ঘ চ্যাম্পিয়ন হল। বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনালে সুকুনিয়া তরুণ সঙ্ঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নওজওয়ান সঙ্ঘ।

ভ্রম সংশোধন

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সংস্করণের দুই এবং তিনের পাতায় ‘জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে গার্গী রায়চৌধুরী’ ক্যাপশনে ছবিটি দু’বার ছাপা হয়েছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE