Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

শনিবার দুপুরে হলদিয়া মহকুমা আদালতে দুটি আদালতের উদ্বোধন হল। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অসীমকুমার রায় ও ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ওই দুটি আদালতের উদ্বোধন করেন। এছাড়াও হাজির ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা জজ মধুমতি মিত্র, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশকুমার জৈন প্রমুখ।

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৪ ০০:৩৮
Share: Save:

আদালতের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

শনিবার দুপুরে হলদিয়া মহকুমা আদালতে দুটি আদালতের উদ্বোধন হল। কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি অসীমকুমার রায় ও ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ওই দুটি আদালতের উদ্বোধন করেন। এছাড়াও হাজির ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা জজ মধুমতি মিত্র, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশকুমার জৈন প্রমুখ। এ দিনের অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীমকুমার রায় বলেন, “মানুষের বাড়ির দোড়গোড়ায় বিচার ব্যবস্থাকে পৌঁছে দিতে এবং মামলার দ্রুত নিস্পত্তি করতে নতুন এই দুটি আদালত চালু করা হল।” এর আগে হলদিয়া মহকুমা আদালতে ৫ টি আদালত ছিল। এ দিন সেখানে আরও একটি এসিজেএম আদালত ও একটি সিভিল জজ সিনিয়ার ডিভিশন আদালত চালু হল। ৬০ হাজার টাকার মূল্যের উপর হলেই দেওয়ানি মামলায় হলদিয়া মহকুমার বাসিন্দাদের তমলুকে জেলা আদালতে ছুটতে হত। কিন্তু এই সিভিল জজ সিনিয়র ডিভিশন আদালত হলদিয়ায় চালু হওয়ায় সেই সমস্যার সমাধান হল। তাছাড়াও মামলার সমস্যারও দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা বাসিন্দাদের।

নন্দীগ্রামে সাহিত্য সম্মেলন

নিজস্ব সংবাদদাতা • তমলুক

নন্দীগ্রাম সাহিত্য সংসদের উদ্যোগে সাহিত্য সম্মেলন হল নন্দীগ্রামের শিবরামপুর বাজারে। রবিবার শিবরামপুর বাজারে সমবায় সমিতির সভাকক্ষে এই সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন কবি অমৃত মাইতি। এ দিন সাহিত্য সম্মেলনে নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০ জন লেখক, কবি উপস্থিত ছিলেন। সম্মেলনে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় কৃতিত্বের জন্য নন্দীগ্রাম এলাকার বিশ্বজিৎ মাইতি, হিমাদ্রীনন্দন ভুঁইয়া, অপূর্বকিশোর দিণ্ডা, মদন কুমার, যমুনা মণ্ডল, সমিতকুমার গোল প্রমুখকে সংবর্ধনা দেওয়া হয়। নন্দীগ্রাম সাহিত্য সংসদের সম্পাদক রাজকুমার আচার্য জানান, সংসদের পক্ষ থেকে নন্দীগ্রামের ইতিহাস বিষয়ক বিভিন্ন পুস্তক সংরক্ষণ ও পুনঃমুদ্রণ করা ছাড়াও একটি গ্রন্থাগার গড়ার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এ দিন সম্মেলনে উপস্থিত ছিলেন সাহিত্যিক আশিস মিশ্র, বাপ্পাদিত্য মাইতি, বনশ্রী খাঁড়া ও সাহিত্য সংসদের সভাপতি স্বপন প্রামাণিক, সহ-সম্পাদক দেবাশিস মণ্ডল প্রমুখ।

লোকালের দায়িত্বে নেত্রী

নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

হলদিয়া জোনাল কমিটি এলাকায় এক মহিলা নেত্রীকে লোকাল কমিটির সম্পাদকের দায়িত্ব দিল সিপিএম। শনিবার হলদিয়া জোনাল এলাকার দেউলপোতা লোকাল কমিটির সম্পাদক করা হয় দলের নেত্রী মন্দিরা পান্ডাকে। শনিবার ওই লোকাল কমিটির সম্মেলন ছিল। সেখানেই মন্দিরাদেবীকে সর্বসম্মতিতে লোকাল কমিটির সম্পাদক করা হয়। সিপিএমের জেলা কমিটির সদস্য শ্যামল মাইতি বলেন, “২০০৭ সালে হলদিয়ার চৈতন্যপুর লোকাল কমিটির সম্পাদক করা হয়েছিল মহিলা নেত্রী মুকুলরানি দাসকে। এ বার লড়াকু নেত্রী মন্দিরা পাণ্ডাকে দেউলপোতা লোকালের দায়িত্ব দেওয়া হয়েছে।” বছর বিয়াল্লিশের মন্দিরাদেবী ১৯৯৭ সালে সদস্য পদ পান। পরের বছরে সুতাহাটার দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। নিষ্ঠার সঙ্গে নতুন দায়িত্ব পালন করবেন, জানিয়েছেন মন্দিরাদেবী।

সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

খড়্গপুর ট্রাফিক আলকাপ মহলাকক্ষে অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের ১৫ তম বর্ষে ‘ফিরে এসো মৃগযুথের নিঃশঙ্ক বিহার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হল রবিবার। এ দিন প্রথমে সমবেত আবৃত্তি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিষ্ঠানের অনুর্ধ্ব ১০ বছরের শিক্ষার্থীরা ভবানীর ছড়া, অপূর্ব ছড়া ও স্বপ্নের কবিতা পরিবেশন করে। সুকুমার রায়ের ‘হিংসুটি’ শ্রুতি নাটক মঞ্চস্থ করেন বাচিক শিল্পীরা। এ ছাড়াও কবিতা ও গানের কোলাজে অনুষ্ঠানটি আকর্ষণীয় করে তোলেন অর্নব চক্রবর্তী ও সৌমেন চক্রবর্তী। এ দিন ‘অনুরণনে’র পক্ষে শিল্পী সোমা সেনগুপ্ত বলেন, “প্রতি বছর রবীন্দ্রজয়ন্তীতে আমরা অনুষ্ঠান করি। এখন অন্য স্মরণীয় কবিদের কবিতা আবৃত্তি করতেই পৃথকভাবে এই অনুষ্ঠানটি করেছি।”

পড়ুয়াদের সাহায্য

নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর

স্কুল পড়ুয়াদের পাশে দাঁড়াল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। রবিবার ব্যাঙ্কের বিকাশ দিবস উপলক্ষে নারায়ণগড়ের দুরিয়াতে এনএস হাইস্কুলে একটি অনুষ্ঠানে ব্যাঙ্কের সাহায্যে গড়া শৌচাগার-সহ গ্রন্থাগারের উদ্বোধন করা হয়। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ওই গ্রন্থাগার পরিচালনা করতে প্রতি মাসে স্কুল কর্তৃপক্ষকে ৭০০ টাকা করে সাহায্য দেওয়া হবে। এ ছাড়াও এ দিন স্কুলের খেলাধুলোর সরঞ্জামের জন্য ১০ হাজার টাকা ও দশ জন ছাত্রীর দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশুনোর খরচ বহনের কথাও জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের মেদিনীপুর সার্কেলের প্রধান ভি কে কৌশিক ও ফিল্ড জেনারেল ম্যানেজার পি কে শর্মা।

বিজ্ঞান সম্মেলনে স্বীকৃতি

পদার্থবিজ্ঞানে গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য ‘ইয়ং সায়েন্টিস্ট-২০১৪’ পুরস্কার পেলেন পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক সৈকতকুমার শেঠ। গত ১৬-১৮ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের গবেষকরা যোগ দিয়েছিলেন। সম্মেলনে পদার্থ বিজ্ঞান বিভাগে নিজেদের গবেষণা বিষয়ে বক্তৃতা দেন সৈকতবাবু সহ-একাধিক তরুণ গবেষক। তাঁদের মধ্যে সৈকতবাবুকে ‘ইয়ং সায়েন্টিস্ট-২১০৪’ পুরস্কার দেওয়া হয়। তমলুক শহরের বাসিন্দা সৈকতবাবু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছিলেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকেই পদার্থবিজ্ঞানে গবেষণার জন্য তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ে অধ্যাপনার পাশাপাশি পদার্থবিজ্ঞানের ‘মেটিরিয়াল সায়েন্স’ নিয়ে নিজের গবেষণার বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন বিজ্ঞানপত্রিকায় সৈকতবাবুর ৪২টি গবেষণামূলক প্রবন্ধও প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে স্বীকৃতি পাওয়ার পর সৈকতবাবু বলেন, “মেটিরিয়াল সায়েন্স নিয়ে আরও গবেষণা করাই এখন আমার প্রধান লক্ষ্য।” সম্মেলনে ওই কলেজেরই শিক্ষক কালীপদ মাইতিকে ‘বেস্ট প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড ইন ম্যাথামেটিক্স’ বিভাগে পুরস্কৃত করা হয়।

ব্যাঙ্ক ডাকাতিতে ধৃত

দিনেদুপুরে ব্যাঙ্ক থেকে টাকা ডাকাতির ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে মোহনপুরের বৈতা থেকে নন্দলাল দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গত ১৭ ডিসেম্বর মোহনপুরের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের বৈতা শাখা থেকে প্রায় ১১ লক্ষ টাকা ডাকাতি করে চম্পট দেয় চার দুষ্কৃতী। ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশকে জানায়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাঙ্কের কোষাধ্যক্ষের নগদ জমার বাক্স ও ভল্ট থেকে টাকা বের করে নেয় দুষ্কৃতীরা। যদিও ওই ব্যাঙ্কে কোনও সিসিটিভি না থাকায় ঘটনার তদন্তে ধোঁয়াশা তৈরি হয়। পরে গ্রাহক ও ব্যাঙ্ক কর্মীদের দেওয়া বিবরণ অনুযায়ী তদন্তে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম উঠে আসে। এর পর শুক্রবার রাতে নন্দদুলালের বাড়িতে হানা দিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈতায় ২০০৮ সালে এগরায় একটি পেট্রোল পাম্পের মালিকের ভাইকে খুন করার ঘটনাতেও নাম জড়িয়েছিল নন্দদুলালের। পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

চিত্রম-এর নতুন সংখ্যা প্রকাশিত

সম্প্রতি প্রকাশিত হয়েছে অঙ্কন বিষয়ক ষাণ্মাসিক সাময়িকী চিত্রম। ছবি, ছবি আঁকা আর আঁকিয়েদের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে গত কয়েক বছর ধরে মানব বন্দ্যোপাধ্যায় সম্পাদিত এই সাময়িকী মেদিনীপুর থেকে প্রকাশিত হচ্ছে। এ বারের সংখ্যায় রয়েছে বিশ্বখ্যাত বিভিন্ন ছবি জাল করা এবং জালিয়াতদের নিয়ে মনোগ্রাহী লেখা। রয়েছে প্রয়াত শিল্পী পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়কে নিয়ে দুটি প্রবন্ধ। ভ্যান গঘের ছবি ‘প্রিজনার্স এক্সসারসাইজিং’ এর ব্যাখ্যা বা পাবলো পিকাসোকে নিয়ে ধারাবাহিকটি আঁকিয়ে নন, এমন পাঠকদেরও ভাল লাগবে। এ ছাড়া রয়েছে ছবি আঁকা নিয়ে কিছু প্রবন্ধ।

উৎসবের সমাপ্তি

ন’দিন ব্যাপী কোলাঘাট উৎসব শেষ হল রবিবার। কোলাঘাট শহরের কোলা ইউনিয়ন হাইস্কুল ময়দানে এই উৎসবের আয়োজন করা হয়েছিল। ন’দিন ব্যাপী এই উৎসবের বিভিন্ন দিনে রাজ্যের নানা জেলার লোকসংস্কৃতি, নাচ, গান-সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল হস্তশিল্প প্রদর্শনী, পিঠেপুলি তৈরির প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতাও। রবিবার উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন কোলাঘাটের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মদন মিশ্র প্রমুখ।

ফটোগ্রাফ প্রর্দশনী

পশ্চিম মেদিনীপুর ফটোগ্রাফি ক্লাবের পরিচালনায় রবিবার থেকে মেদিনীপুর জেলা পরিষদের লাউঞ্জে শুরু হল ফটোগ্রাফ প্রর্দশনী। চলবে মঙ্গলবার পর্যন্ত। দ্বিতীয় বর্ষে পড়া প্রদর্শনীতে নিসর্গ থেকে শুরু করে রোজকার নানা মুহূর্তের ছবি রয়েছে। আমন্ত্রিত, চাকুরিজীবী থেকে পড়ুয়া অনেকেই এই প্রদর্শনীতে ছবি দিয়েছেন। উদ্যোক্তাদের তরফে কৃষ্ণা ভিলানি বলেন, “একশোর কিছু বেশি ছবি প্রর্দশনীতে এসেছে। সাদা-কালো আর রঙিন-এই দুই বিভাগে প্রতিযোগিতাও হয়েছে।”

নন্দীগ্রামে জেলা বইমেলা

গ্রন্থাগার দফতরের উদ্যোগে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ২০১৫ সালের পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা হবে নন্দীগ্রামে। নন্দীগ্রাম বিএমটি হাইস্কুল প্রাঙ্গণে জেলা বইমেলায় যোগ দিচ্ছে জেলা ও কলকাতার বিভিন্ন প্রকাশনী সংস্থা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন জানান, “জেলা বইমেলা উপলক্ষে সাহিত্য বিষয়ক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হবে।”

অনিল স্মরণ

প্রয়াত সাহিত্যিক অনিল ঘড়াইয়ের স্মরণসভা হল মেদিনীপুরে। শনিবার মেদিনীপুর ফিল্ম সোসাইটি হলে সভার আয়োজক ছিল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক-শিল্পী সঙ্ঘের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিজয় পাল, কবি সুনীল মাজি, নিলয় মিত্র, ভবেশ বসু, বিদ্যুৎ পাল। সভায় প্রয়াত সাহিত্যিকের জীবনের বিভিন্ন দিক এবং সাহিত্য ভাবনা নিয়ে আলোচনা হয়।

টেস্ট পেপার বিলি

সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর নন্দীগ্রাম জোনাল কমিটির তরফে এলাকার দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক টেস্ট পেপার দেওয়া হল। রবিবার নন্দীগ্রাম-২ ব্লকের তেরপেখ্যায় সিপিএমের লোকাল কমিটির অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের তরফে এলাকার কয়েকটি স্কুলের ৬৩ জন মাধ্যমিক পরীক্ষার্থীকে টেস্ট পেপার দেওয়া হয়।

বার্ষিক অনুষ্ঠান

বিদ্যাসাগর শিশু নিকেতনের (প্রাথমিক) ৩৯ তম বার্ষিক অনুষ্ঠান হল রবিবার। মেদিনীপুর শহরের জেলা পরিষদ হলে অনুষ্ঠান হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE