Advertisement
২৭ এপ্রিল ২০২৪
সবং

মিছিলের প্রস্তুতি কংগ্রেসের

একদা গড়ে এখন তছনছ দশা কংগ্রেসের। সবংয়ের এক ঝাঁক দলীয় নেতা দু’দিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন। রয়েছেন জেলা সভাপতি বিকাশ ভুঁইয়াও। তাঁর দাদা মানস ভুঁইয়া দল ছাড়েননি ঠিকই, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে দলেই।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৬ ০০:৫৬
Share: Save:

একদা গড়ে এখন তছনছ দশা কংগ্রেসের। সবংয়ের এক ঝাঁক দলীয় নেতা দু’দিন আগে তৃণমূলে যোগ দিয়েছেন। রয়েছেন জেলা সভাপতি বিকাশ ভুঁইয়াও। তাঁর দাদা মানস ভুঁইয়া দল ছাড়েননি ঠিকই, তবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে দলেই।

এই পরিস্থিতিতে সবংয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। তবে মানসবাবুর থাকার সম্ভাবনা নেই বলেই দলীয় সূত্রে খবর। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে সবংয়ে মিছিল হবে। শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এসেছিলেন বেশ কয়েকজন নেতা এ নিয়ে ঘরোয়া আলোচনা করেন। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক চিরঞ্জীব ভৌমিক বলেন, “সবংয়ে যে কংগ্রেস এখনও আছে, তা ওই মিছিল থেকেই স্পষ্ট হয়ে যাবে।’’ আগামী ৭ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের বর্ধিত সভা হবে মেদিনীপুরে। অধীর চৌধুরীর থাকার কথা। জেলার কংগ্রেস নেতৃত্ব এই সভা সফল করতে তৎপর। জেলা কংগ্রেসের সহ- সভাপতি শম্ভু চট্টোপাধ্যায়ের প্রত্যয়, “এ ভাবে কংগ্রেসকে শেষ করা যাবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE