Advertisement
২৭ এপ্রিল ২০২৪

শিলাবতীর বাঁধ সংস্কার বসনছড়ায়

বন্যা নিয়ন্ত্রণে উদ্যোগী হল চন্দ্রকোনা-২ ব্লকের বসনছড়া-৩ পঞ্চায়েত। প্রতি বর্ষায় শিলাবতী নদীতে জল বাড়লেই বাঁধ ভেঙে প্লাবিত হয় বসনছড়া-৩ পঞ্চায়েতের জামডান, যদুপুর, কালাকড়ি, সিমলা, গোপালপুর, বৈকুণ্ঠপুর-সহ প্রায় ২৫-৩০ টি গ্রাম ও মানিককুণ্ডু, জাড়া ও বাঁকা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ন এলাকা।

বন্যা-রুখতে। বাঁধ সংস্কারের কাজ চলছে। নিজস্ব চিত্র

বন্যা-রুখতে। বাঁধ সংস্কারের কাজ চলছে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ঘাটাল শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০২:১২
Share: Save:

বন্যা নিয়ন্ত্রণে উদ্যোগী হল চন্দ্রকোনা-২ ব্লকের বসনছড়া-৩ পঞ্চায়েত। প্রতি বর্ষায় শিলাবতী নদীতে জল বাড়লেই বাঁধ ভেঙে প্লাবিত হয় বসনছড়া-৩ পঞ্চায়েতের জামডান, যদুপুর, কালাকড়ি, সিমলা, গোপালপুর, বৈকুণ্ঠপুর-সহ প্রায় ২৫-৩০ টি গ্রাম ও মানিককুণ্ডু, জাড়া ও বাঁকা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ন এলাকা।

বসনছড়া-৩ পঞ্চায়েতের প্রধান পরিতোষ কোলে বলেন, “এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে একশো দিনের কাজের প্রকল্পে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নদী বাঁধ সংস্কারের কাজ শুরু করেছি। আশা করি বর্ষার আগেই কাজ শেষ করতে পারব।’’

পঞ্চায়েত সূত্রের খবর, নদী বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে এপ্রিল মাসের গোড়া থেকে। ২৪ টি স্কিমের মধ্যে দু’টির কাজ শেষ হয়েছে। ১২ টি স্কিমের কাজ চলছে। বাকি ১০ টি আগামী সপ্তাহেই শুরু হবে। গত বৃহস্পতিবার নদীবাঁধ পরিদর্শনে এসেছিলেন চন্দ্রকোনা-২ বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ি। বাঁধ সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flood Control Damp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE