Advertisement
২৭ এপ্রিল ২০২৪

অনলাইনে কর, খুঁটিনাটি শেখাতে শিবির

অনলাইনে বিক্রয়করে জমা নেওয়ার খুঁটিনাটি বোঝাতে কর্মী ও আধিকারিকদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মেদিনীপুরে। গত ২৪ এপ্রিল থেকে মেদিনীপুর কলেজের কম্পিউটার বিভাগে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিক্রয়কর বিভাগ ও এগ্রিকালচার ইনকাম ট্যাক্সের ১৩৬জন কর্মী ও আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০১:০১
Share: Save:

অনলাইনে বিক্রয়করে জমা নেওয়ার খুঁটিনাটি বোঝাতে কর্মী ও আধিকারিকদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মেদিনীপুরে। গত ২৪ এপ্রিল থেকে মেদিনীপুর কলেজের কম্পিউটার বিভাগে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিক্রয়কর বিভাগ ও এগ্রিকালচার ইনকাম ট্যাক্সের ১৩৬জন কর্মী ও আধিকারিককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামী ৬ মে পর্যন্ত চলবে প্রশিক্ষণ শিবির। শনিবার প্রশিক্ষণ ক্যাম্পে উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স বিভাগের সিনিয়র জয়েন্ট কমিশনার নন্দিনী ঘোষ।

হিউম্যান রিসোর্স বিভাগের পরিচালনায় পশ্চিমবঙ্গের সেলস্‌ ট্যাক্স ও ইনকাম ট্যাক্সের প্রায় তিন হাজার কর্মী ও আধিকারিককে ৬টি জেলার ১০টি সেন্টারে অনলাইনে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। কীভাবে অনলাইনে কর জমা নেওয়া হবে, কীভাবে টাকা রিফান্ড পাবে, কীভাবে নতুন রেজিষ্ট্রেশন করা হবে তা কম্পিউটারে হাতেকলমে শেখানো হচ্ছে। আধিকারিকদের প্রশিক্ষণ হচ্ছে দু’দিন। কর্মীদের একদিন। বিক্রয়কর বিভাগের মেদিনীপুর শাখার জয়েন্ট কমিশনার গঙ্গাসাগর চৌবে জানান, মেদিনীপুর সার্কেলের অন্তর্গত মেদিনীপুর জোন, তমলুক জোন ও খড়্গপুর রেঞ্জের সোনাকনিয়া ও চিচিড়া চেকপোস্টের ১৩৬জন আধিকারিক ও কর্মী প্রশিক্ষণ নিচ্ছেন। হিউম্যান রিসোর্স বিভাগের সিনিয়র জয়েন্ট কমিশনার নন্দিনীদেবী বলেন, ‘‘কর্মী ও আধিকারিকরা কম্পিউটারের সামনে বসে নিজে হাতে কম্পিউটারে ডাটা এন্ট্রি করছেন। এর ফলে অফিসে বসে অনলাইনে কাজের সময় তাঁদের কোনও অসুবিধা হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Online Tax Workshop
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE