Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের স্কুলভিত্তিক ফল

মাধ্যমিকের ফলাফলে পাশের হারে এ বছরও রাজ্যের মধ্যে প্রথম স্থান বজায় রাখল পূর্ব মেদিনীপুরের ছাত্র-ছাত্রীরা। মেধা তালিকায় স্থান পেয়েছে জেলার পাঁচ পড়ুয়া। পূর্ব ও পশ্চিম মিলিয়ে সমগ্র মেদিনীপুরের মাধ্যমিকের ফলাফেলর চিত্রটা দেখে নেওয়া যাক।

তমলুক শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০২:১৪
Share: Save:

মাধ্যমিকের ফলাফলে পাশের হারে এ বছরও রাজ্যের মধ্যে প্রথম স্থান বজায় রাখল পূর্ব মেদিনীপুরের ছাত্র-ছাত্রীরা। মেধা তালিকায় স্থান পেয়েছে জেলার পাঁচ পড়ুয়া। পূর্ব ও পশ্চিম মিলিয়ে সমগ্র মেদিনীপুরের মাধ্যমিকের ফলাফেলর চিত্রটা দেখে নেওয়া যাক।

• কৃষ্ণগঞ্জ কৃষি-শিল্প বিদ্যালয়: পরীক্ষার্থী: ২২৯ উত্তীর্ণ: ২২৬ সর্বোচ্চ: অর্কদীপ ভৌমিক (৬৭৯)

• তমলুক রাজকুমারী সান্ত্বনাময়ী বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ২১৭ উত্তীর্ণ: ২১৭ সর্বোচ্চ: অনিন্দিতা পাড়ই (৬৭৭) • তমলুক হ্যামিল্টন হাইস্কুল: পরীক্ষার্থী: ১৯২, উত্তীর্ণ:১৯২, সর্বোচ্চ: দীপাঞ্জন মাইতি (৬৭৫) • পাঁশকুড়া ব্রাডলি বার্ট হাইস্কুল: পরীক্ষার্থী: ২৬৫ উত্তীর্ণ: ২৫৩ সর্বোচ্চ: অঙ্কুশ মাইতি (৬৭৫) • কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চবিদ্যালয়: পরীক্ষার্থী: ১৮৯ উত্তীর্ণ: ১৮৯ সর্বোচ্চ: রিয়া দাস (৬৭৪) • ময়না দক্ষিণ আনুখা হাইস্কুল: পরীক্ষার্থী: ১২৪ উত্তীর্ণ: ১২৪ সর্বোচ্চ: সায়ন্তন দাস (৬৭২)

কাঁথি

• কাঁথি মডেল ইনস্টিটিউশন: পরীক্ষার্থী: ১৪৩, উত্তীর্ণ: ১৪৩, সর্বোচ্চ: স্বস্তিক পৌরাণিক (৬৮২) • কাঁথি হাই স্কুল: পরীক্ষার্থী: ১২০, উত্তীর্ণ ১২০, সর্বোচ্চ: শুভ্রশঙ্কর দত্ত (৬৮০) • কাঁথি হিন্দু বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ২৪৮, উর্ত্তীর্ণ ২৪৮, সর্বোচ্চ: শিঞ্জিনী জানা (৬৭৪) • কাঁথি চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ১৬০, উত্তীর্ণ: ১৬০, সর্বোচ্চ: অনিশা রঞ্জিত (৬৫৬)।

এগরা

• পটাশপুর খাড় হাই স্কুল: পরীক্ষার্থী ১৪৭, উর্ত্তীর্ণ ১৪৬, সর্বোচ্চ: রুদ্রনারায়ণ গিরি (৬৫০) • মংলামাড়ো মঙ্গলা একাডেমি: পরীক্ষার্থী ২৭১, উর্ত্তীর্ণ ২৭০, সর্বোচ্চ: ঋষিতা মাইতি (৬৮৩) • বিবেকানন্দ আদর্শ শিক্ষা নিকেতন: পরীক্ষার্থী ৬৮, উর্ত্তীর্ণ ৬৮, সর্বোচ্চ: পারমিতা জানা (৬৩৯) • এগরা স্বর্ণময়ী গার্লস হাই স্কুল: পরীক্ষার্থী ২৬৫, উর্ত্তীর্ণ ২৬২, সর্বোচ্চ: দীপশিখা চন্দ (৬৫৯) • এগরা ঝাটুলাল হাই স্কুল: পরীক্ষার্থী ১৭০, উর্ত্তীর্ণ ১৬৯ সর্বোচ্চ: সৌম্যদীপ মহাপাত্র (৬৭৭)

হলদিয়া

• মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ২৫১, উত্তীর্ণ: ২৫১, সর্বোচ্চ: স্নেহা দাস (৬৮২) • মহিষাদল রাজ স্কুল: পরীক্ষার্থী: ১৪৯ উত্তীর্ণ: ১৪৯, সর্বোচ্চ: সুরজিৎ সাউ (৬৮১) • নন্দীগ্রাম বরাচিরা পিবি হাইস্কুল: পরীক্ষার্থী: ১৫৫, উত্তীর্ণ: ১৫৫, সর্বোচ্চ: সম্প্রীতি আচার্য (৬৭৬) • হলদিয়া পুরপাঠ ভবন: পরীক্ষার্থী: ৯৭ উত্তীর্ণ: ৯৭ সর্বোচ্চ: শৌভিকা মাইতি ও বনশ্রী দত্ত (৬৭০) • নন্দীগ্রাম সুবদি গীতানাথ হাইস্কুল: পরীক্ষার্থী: ৮১ উত্তীর্ণ: ৮১ সর্বোচ্চ: দীপঙ্কর দাস (৬৭১)

ঘাটাল

• ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল: পরীক্ষার্থী: ১৮১ উত্তীর্ণ: ১৮১ সর্বোচ্চ: সৌম্যদীপ পাল (৬৬০) • ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী: ২০৫, উত্তীর্ণ: ২০৫, সর্বোচ্চ: শুভা সামন্ত (৬৬৯)
• গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাইস্কুল: পরীক্ষার্থী: ১৩৪, উত্তীর্ণ: ১১৩, সর্বোচ্চ: অর্ক কর্মকার (৬৭৮) • ক্ষীরপাই হাইস্কুল: পরীক্ষার্থী: ৮৭, উত্তীর্ণ: ৭৬, সর্বোচ্চ: নিরঞ্জন কোয়াল (৬৬৬) • চন্দ্রকোনা জিরাট হাইস্কুল: পরীক্ষার্থী: ১০৪, উত্তীর্ণ: ১০২, সর্বোচ্চ: অমলেশ বেরা (৬৬০) • কলোড়া হাইস্কুল: পরীক্ষার্থী: ১০৫, উত্তীর্ণ: ১০০, সর্বোচ্চ: উত্তমকুমার দোলই (৬৫৭)

ঝাড়গ্রাম

• ঝাড়গ্রাম রানি বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী ৮৫, উত্তীর্ণ ৮৫, সর্বোচ্চ: বিচিত্রিতা ঘোষ (৬৭০) • শিলদা রাধাচরণ ইনস্টিটিউশন: পরীক্ষার্থী ১৭৫, উত্তীর্ণ ১২২ সর্বোচ্চ: মিলন কর্মকার (৬৭০) • তপসিয়া বিদ্যাসাগর শিক্ষায়তন: পরীক্ষার্থী ১৫১, উত্তীর্ণ ১৪৫, সর্বোচ্চ: বর্ষা মহাপাত্র (৬৬৬)। • নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ: পরীক্ষার্থী ৯৮, উত্তীর্ণ ৯৬ সর্বোচ্চ: রাহুল শীট (৬৬৪) • ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন: পরীক্ষার্থী ১৫৬, উত্তীর্ণ ১৫৬, সর্বোচ্চ: উদ্দীপ্ত মাহাতো ও ঋতপ্রিয় প্রধান (৬৬৩) • খড়িকা ভীমার্জুন মহাকুল এসসি হাইস্কুল: পরীক্ষার্থী ১০৭, উত্তীর্ণ ৯৭, সর্বোচ্চ: অনির্বাণ পাত্র (৬৬২)

খড়্গপুর

• কেশিয়াড়ি খাজরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাইস্কুল: মোট পরীক্ষার্থী: ২১৪, উত্তীর্ণ: ২০১, সর্বোচ্চ: পারমিতা করণ (৬৭৬)। • বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ: মোট পরীক্ষার্থী: ২০৬, উত্তীর্ণ: ২০২, সর্বোচ্চ: নিকিতা দাস (৬৭৩)। • বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি: মোট পরীক্ষার্থী: ১৭৩, উত্তীর্ণ: ১৭৩, সর্বোচ্চ: সায়ন্তন সাহু (৬৭২)।

মেদিনীপুর

• মিশন গালর্স: পরীক্ষার্থী- ১৪৩, উত্তীর্ণ- ১৪৩, সর্বোচ্চ: সায়ন্তিকা হুই (৬৮৩)। • রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন: পরীক্ষার্থী- ১০৩, উত্তীর্ণ- ১০৩, সর্বোচ্চ: সপ্তর্ষি দণ্ডপাট (৬৭৬)। • আনন্দপুর হাইস্কুল (বালিকা): পরীক্ষার্থী- ১৩১, উত্তীর্ণ- ১২২, সর্বোচ্চ: জয়শ্রী লেকড়ি (৬৭৪)। • দেবগ্রাম হাইস্কুল: পরীক্ষার্থী- ৪৯, উত্তীর্ণ- ৪৭, সর্বোচ্চ: সৌগত ঘোষ (৬৭৩)। • অলিগঞ্জ গার্লস: পরীক্ষার্থী- ১৭২, উত্তীর্ণ- ১৭২, সর্বোচ্চ: অর্পিতা দে (৬৬৫)। • নির্মল হৃদয় আশ্রম (বালক): পরীক্ষার্থী- ৯১, উত্তীর্ণ- ৯১, সর্বোচ্চ: অনির্বাণ হাইত (৬৬৪)। • মেদিনীপুর কলেজিয়েট স্কুল (বালক): পরীক্ষার্থী- ১৫৬, উত্তীর্ণ- ১৫৬, সর্বোচ্চ: সুশোভন মিদ্যা (৬৬০)। • শালবনি এনএম গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী- ২১০, উত্তীর্ণ- ২০৬, সর্বোচ্চ: স্মৃতি প্রামাণিক (৬৬০)। • বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালক): পরীক্ষার্থী- ১৬৯, উত্তীর্ণ- ১৬৯, সর্বোচ্চ: ওঙ্কারনাথ ডোগরা (৬৫৪)। • বিদ্যাসাগর বিদ্যাপীঠ (বালিকা): পরীক্ষার্থী- ১৪১, উত্তীর্ণ- ১৪১, সর্বোচ্চ: সম্পূর্ণা রায় (৬৫৩)। • চুয়াডাঙা হাইস্কুল: পরীক্ষার্থী- ১৯১, উত্তীর্ণ- ১৬৯, সর্বোচ্চ: গৌরব ঘোষ (৬৫১)। • আনন্দপুর হাইস্কুল (বালক): পরীক্ষার্থী- ১১৭, উত্তীর্ণ- ১১০, সর্বোচ্চ: সুনির্মল বাস্কে (৬৪৮)। • মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ: পরীক্ষার্থী- ১২৫, উত্তীর্ণ- ১০৫, সর্বোচ্চ: ছন্দা সামই (৬৪৫)। • কেশপুর হাইস্কুল: পরীক্ষার্থী- ৯৯, উত্তীর্ণ- ৯৩, সর্বোচ্চ: মীর আজহারউদ্দিন (৬৩৯)। • তোড়িয়া হাইস্কুল: পরীক্ষার্থী- ১২৫, উত্তীর্ণ- ১২৫, সর্বোচ্চ: পীযূশকান্তি ঘোষ এবং সুজন ঘোষ (৬৩৯)। • ধান্যশোল হাইস্কুল: পরীক্ষার্থী- ৭৩, উত্তীর্ণ- ৭৩, সর্বোচ্চ: তমালিকা মাহাতো (৬৩৭)। • কলাগ্রাম হাইস্কুল: পরীক্ষার্থী- ১৪৬, উত্তীর্ণ- ১৪৪, সর্বোচ্চ: সাহিনা পারভিন (৬৩৭)। • মুগবসান হাইস্কুল: পরীক্ষার্থী- ১৮৭, উত্তীর্ণ- ১৬৭, সর্বোচ্চ: মনোরঞ্জন বাইরি (৬৩৭)। • পাঁচখুরি হাইস্কুল: পরীক্ষার্থী- ১৮৯, উত্তীর্ণ- ১৭৭, সর্বোচ্চ: দীপান্বিতা সেনাপতি (৬২১)। • গুড়গুড়িপাল হাইস্কুল: পরীক্ষার্থী- ১৭৮, উত্তীর্ণ- ১৬৮, সর্বোচ্চ: বিশ্বজিৎ মাঝি (৬২১)। • টাউন স্কুল (বালক): পরীক্ষার্থী- ১৫৮, উত্তীর্ণ- ১৪২, সর্বোচ্চ: সুমিত সিংহ (৬১৭)। • ঝেঁতল্যা হাইস্কুল: পরীক্ষার্থী- ৯৭, উত্তীর্ণ- ৯৬, সর্বোচ্চ: তহিদুল রহমান (৬১৭)। • হরিশপুর হাইস্কুল: পরীক্ষার্থী- ৭৮, উত্তীর্ণ- ৭০, সর্বোচ্চ: আদিত্য মাহাতো (৬০১)। • রাঙামাটি হাইস্কুল: পরীক্ষার্থী- ১৩৪, উত্তীর্ণ- ১২৬, সর্বোচ্চ: মৌপর্ণা সামন্ত (৫৭৯)। • জয়পুর হাইস্কুল: পরীক্ষার্থী- ১২৩, উত্তীর্ণ- ১১০, সর্বোচ্চ: শেখ আজহারউল্লা (৫৬৫)।

• ভাদুতলা হাইস্কুল: পরীক্ষার্থী- ১৫৫, উত্তীর্ণ- ১২৯, সর্বোচ্চ: বিল্টু মণ্ডল (৫৬০)। • গড়বেতা ব্যানার্জীডাঙা হাইস্কুল: পরীক্ষার্থী- ২০৯, উত্তীর্ণ- ১৯১, সর্বোচ্চ: রাহুল দেবমণ্ডল (৬৫৪)। • মেদিনীপুর কলেজিয়েট স্কুল (বালিকা): পরীক্ষার্থী- ১০২, উত্তীর্ণ- ১০০, সর্বোচ্চ: মুনমুন চৌধুরী এবং অনিতা নন্দ গোস্বামী (৫৪৩)। • রানিয়ড় হাইস্কুল: পরীক্ষার্থী- ৭৮, উত্তীর্ণ- ৭৮, সর্বোচ্চ: মানস ভাণ্ডারি (৫৩৮)।

খড়্গপুর

• কেশিয়াড়ি খাজরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাইস্কুল: মোট পরীক্ষার্থী- ২১৪, উত্তীর্ণ- ২০১, সর্বোচ্চ: পারমিতা করণ (৬৭৬)। • বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ: মোট পরীক্ষার্থী- ২০৬, উত্তীর্ণ- ২০২, সর্বোচ্চ: নিকিতা দাস (৬৭৩)। • বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি: মোট পরীক্ষার্থী- ১৭৩, উত্তীর্ণ -১৭৩, সর্বোচ্চ: সায়ন্তন সাহু (৬৭২)। • পিংলা জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যাভবন: মোট পরীক্ষার্থী- ১৪৯, উত্তীর্ণ- ১৪৮, সর্বোচ্চ: অরিজিৎ মণ্ডল (৬৭৫)। • খড়্গপুর নিমপুরা আর্য বিদ্যাপীঠ: মোট পরীক্ষার্থী-১৩৩, উত্তীর্ণ- ১৩৩। সর্বোচ্চ: মেঘমা রায় (৬৭১)। • মোহনপুর বৈতা মহেন্দ্রনাথ হাইস্কুল:

মোট পরীক্ষার্থী- ২২১, উত্তীর্ণ- ২২০, সর্বোচ্চ: অভিজিৎ সাউ (৬৭০)।

• দাঁতন পুরুনদা রামকৃষ্ণ শিক্ষাসদন: মোট পরীক্ষার্থী- ১৩৮, উত্তীর্ণ- ১৩৬, সর্বোচ্চ: সৌভিক দাস (৬৬৯)। • অতুলমনি পলিটেকনিক হাইস্কুল:

মোট পরীক্ষার্থী- ১১২, উত্তীর্ণ-১১০, সর্বোচ্চ: সৌম্যজিৎ সাঁতরা (৬৬৮)।

• সাঁকোয়া গুরুচরণ হাইস্কুল: মোট পরীক্ষার্থী- ১৬২, উত্তীর্ণ- ১৬০, সর্বোচ্চ: পৃথ্বীরাজ কর (৬৬৬)। • খড়্গপুর সাউথসাইড গার্লস হাইস্কুল: মোট পরীক্ষার্থী-১০২, উত্তীর্ণ- ১০০, সর্বোচ্চ: মৌমি মুখোপাধ্যায় (৬৬৫)।

• পিংলা সাহরদা কালীপদ বিদ্যাপীঠ: মোট পরীক্ষার্থী- ১৮৪, উত্তীর্ণ- ১৮৪, সর্বোচ্চ: অঙ্কিত সামন্ত (৬৬২)। • কেশিয়াড়ি নছিপুর আদিবাসী হাইস্কুল: মোট পরীক্ষার্থী- ২৭৭, উত্তীর্ণ- ২৭১, সর্বোচ্চ: সায়ন মাইতি (৬৬২)। • বালিচক ভজহরি হাইস্কুল: মোট পরীক্ষার্থী- ৭৭, উত্তীর্ণ- ৭৭, সর্বোচ্চ: অর্চিস্মান মাইতি (৬৬১)। • সবং খেপাল নিতাইচাঁদ হাইস্কুল: মোট পরীক্ষার্থী- ১৬০, উত্তীর্ণ- ১৬০, সর্বোচ্চ: সুমন হাজরা (৬৫৭)।

ঝাড়গ্রাম

• ঝাড়গ্রাম রানি বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়: পরীক্ষার্থী ৮৫, উত্তীর্ণ ৮৫, সর্বোচ্চ: বিচিত্রিতা ঘোষ (৬৭০)। • শিলদা রাধাচরণ ইনস্টিটিউশন: পরীক্ষার্থী ১৭৫, উত্তীর্ণ ১২২ সর্বোচ্চ: মিলন কর্মকার (৬৭০)। • তপসিয়া বিদ্যাসাগর শিক্ষায়তন: পরীক্ষার্থী ১৫১, উত্তীর্ণ ১৪৫, সর্বোচ্চ: বর্ষা মহাপাত্র (৬৬৬)। • নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ: পরীক্ষার্থী ৯৮, উত্তীর্ণ ৯৬ সর্বোচ্চ: রাহুল শীট (৬৬৪) • ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন: পরীক্ষার্থী ১৫৬, উত্তীর্ণ ১৫৬, সর্বোচ্চ: উদ্দীপ্ত মাহাতো ও ঋতপ্রিয় প্রধান (৬৬৩)। • খড়িকা ভীমার্জুন • মহাকুল এসসি হাইস্কুল: পরীক্ষার্থী ১০৭, উত্তীর্ণ ৯৭, সর্বোচ্চ: অনির্বাণ পাত্র (৬৬২)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik Results 2017
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE