Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কর্তৃপক্ষের ফোনই ধরলেন না সৌরভ

সৌরভ আসবেন। একপ্রকার নিশ্চিত ছিলেন সকলেই। কিন্তু হঠাৎ প্রাণনাশের হুমকি চিঠি গিয়ে পৌঁছল সিএবি প্রেসিডেন্টের বেহালার বাড়িতে। তারপর থেকেই তৈরি হয়েছিল সংশয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে শেষ পর্যন্ত আসবেন কিনা সৌরভ গঙ্গোপাধ্যায় তা নিয়ে উদ্বেগ বাড়ছিল।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০১:৪০
Share: Save:

সৌরভ আসবেন। একপ্রকার নিশ্চিত ছিলেন সকলেই। কিন্তু হঠাৎ প্রাণনাশের হুমকি চিঠি গিয়ে পৌঁছল সিএবি প্রেসিডেন্টের বেহালার বাড়িতে। তারপর থেকেই তৈরি হয়েছিল সংশয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠানে শেষ পর্যন্ত আসবেন কিনা সৌরভ গঙ্গোপাধ্যায় তা নিয়ে উদ্বেগ বাড়ছিল। সেই উদ্বেগ আরও বাড়ল যখন বুধবার সারাদিন চেষ্টা করেও তাঁকে ফোন ধরতে পারলেন না বিশ্ববিদ্যালয় বা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

ফলে স্থানীয় বাসিন্দারা এক প্রকার ধরেই নিয়েছেন, সৌরভ আসছেন না। এ বিষয়ে কিছু বলতে পারেননি কর্তৃপক্ষও। যদিও হুমকি চিঠির প্রসঙ্গ এড়িয়েছেন সকলেই। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “আমরা আবেদন জানিয়েছিলাম। কিন্তু উনি কবে আসবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি।” জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তী বলেন, “অনুষ্ঠানে আসবেন কিনা জানার জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম। উনি ব্যস্ত থাকায় যোগাযোগ করা যায়নি।” পুলিশের পক্ষ থেকেও সৌরভের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছিল বলে জানা গিয়েছে। তারাও যোগাযোগ করতে পারেনি। তবে ক্রীড়াপ্রেমী মানুষ খুবই হতাশ। মেদিনীপুরের বাসিন্দা এক প্রৌঢ় বলেই ফেললেন, ‘‘সৌরভ তো উৎসাহ প্রকাশ করেছিলেন মেদিনীপুরে আসার বিষয়ে। কিন্তু হুমকি চিঠিতে উনি এতটা মর্মাহত যে ফোনই ধরছেন না।’’

গত সপ্তাহেই হুমকি চিঠি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মেদিনীপুরের বাসিন্দা নির্মাল্য সামন্ত নামে এক যুবককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE