Advertisement
২৭ এপ্রিল ২০২৪

দু’দিনের শ্রমিক মেলার সূচনা শহরে

দু’দিনের শ্রমিক মেলা শুরু হল মেদিনীপুরে। শ্রম দফতরের অধীন বিভিন্ন প্রকল্প ও শ্রম আইন সম্পর্কে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই মেলার আয়োজন করেছে শ্রম দফতর।

চেক তুলে দিচ্ছেন লেবার কমিশনার জাভেদ আখতার। নিজস্ব চিত্র।

চেক তুলে দিচ্ছেন লেবার কমিশনার জাভেদ আখতার। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ০১:৩৮
Share: Save:

দু’দিনের শ্রমিক মেলা শুরু হল মেদিনীপুরে। শ্রম দফতরের অধীন বিভিন্ন প্রকল্প ও শ্রম আইন সম্পর্কে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই মেলার আয়োজন করেছে শ্রম দফতর। সোমবার সকালে শহরের বিদ্যাসাগর হলে মেলার সূচনা করেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী চূড়ামণি মাহাত। উপস্থিত ছিলেন লেবার কমিশনার জাভেদ আখতার, অতিরিক্ত লেবার কমিশনার রিনা তারগান, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ, জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা প্রমুখ।

প্রতি জানুয়ারিতেই রাজ্যের বিভিন্ন জেলায় এই শ্রমিক মেলা হয়। এ বার ১৬ ও ১৭ জানুয়ারি মেদিনীপুরে এই মেলা হচ্ছে। এ দিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকেরা এসেছিলেন। তাঁদের সামনে উপস্থিত আধিকারিক ও অতিথিরা শ্রম দফতরের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন। রাজ্য সরকার শ্রমিকদের কী কী সুযোগ-সুবিধে দিচ্ছে তা-ও তুলে ধরা হয়। এ দিন ৪০০ শ্রমিক পরিবারকে তিনটি প্রকল্পে প্রায় ৩১ লক্ষ টাকা দেওয়া হয়। এই টাকা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।। লেবার কমিশনার জাভেদ আখতার বলেন, ‘‘শ্রমিকেরা যদি নিয়ম মেনে শ্রম দফতরের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করান তাহলে ভবিষ্যতে তাঁরাই উপকৃত হবেন”। আজ, মঙ্গলবার শ্রমিক মেলার শেষ দিনে শ্রম দফতরের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। সঙ্গে রয়েছে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Workers Fair Midnapore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE