Advertisement
০৭ মে ২০২৪

বিজেপির মিছিলে হামলা, জকপুরে অভিযুক্ত তৃণমূল

এলাকায় শিল্প কারখানা চালুর দাবিতে এ দিন মিছিল বের করেছিল বিজেপি। মিছিল শেষের মুখে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় বিজেপির স্থানীয় কর্মী উত্তম সিংহ, কচি সিংহ-সহ ৫ জন জখম হয়েছেন। তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০১:১৪
Share: Save:

বিজেপির মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে খড়্গপুর-২ ব্লকের লছমাপুর গ্রাম পঞ্চায়েতের জকপুর স্টেশন সংলগ্ন এলাকায়।

এলাকায় শিল্প কারখানা চালুর দাবিতে এ দিন মিছিল বের করেছিল বিজেপি। মিছিল শেষের মুখে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় বিজেপির স্থানীয় কর্মী উত্তম সিংহ, কচি সিংহ-সহ ৫ জন জখম হয়েছেন। তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।

যদিও বিজেপি-র মিছিলে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা অভিযোগ, বিজেপির লোকেরাই অশান্তি পাকাতে তৃণমূল কর্মীদের লক্ষ করে রেললাইনের পাথর ছুঁড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় শিল্প গড়ার জন্য জমি নিয়ে একটি সংস্থাকে দিয়েছিল সরকার। কিন্তু এখনও ওই জমিতে শিল্প গড়ে না ওঠায় ক্ষুব্ধ জমিদাতা পরিবারগুলি। তারই প্রতিবাদে এ দিন মিছিল করেছে বিজেপি। তবে ২১ ডিসেম্বর সবংয়ে উপ-নির্বাচন থাকায় জেলায় এখন নির্বাচনী বিধি জারি রয়েছে। তাই প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে প্রশাসনের অনুমতি নেওয়া জরুরি।

অবশ্য প্রশাসনের অনুমতি ছাড়াই এ দিন জকপুরের ঘোলাগেড়িয়া গ্রাম থেকে বিজেপির মিছিল শুরু হয়। বিজেপির ওই মণ্ডলের নেতা ভুপেন দোলুই অবশ্য বলেন, “আমরা অনুমতির জন্য প্রশাসনের কাছে গিয়েছিলাম। কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। তাই নিজেরা গ্রামের মধ্যে শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম।”

ঘোলাগেড়িয়া থেকে মিছিল শুরু হয়ে গ্রাম ঘুরে জকপুরের কাছে রেললাইন পেরিয়ে শেষ হওয়ার কথা ছিল। ওই সময়েই বিজেপির পাল্টা তৃণমূলও একটি মিছিল বের করে। রেললাইনের ধারে দু’টি মিছিল পৌঁছতেই বাধে গোলমাল। পরে দু’পক্ষের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মিছিলের নেতৃত্বে থাকা বিজেপির জেলা নেতা গৌতম বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “রেললাইনের ধারে মিছিল পৌঁছতেই তৃণমূলের নান্টু দোলুইয়ের নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়। আমাদের ৫ জন কর্মী জখম হন।”

যদিও হামলার অভিযোগ উড়িয়ে খড়্গপুর-২ ব্লকের তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি নারায়ণ মাজি বলেন, “রেললাইনের ধারে জড়ো হওয়া বিজেপির কর্মীরা আমাদের মিছিল লক্ষ করে পাথর ছুড়লে উত্তেজনা তৈরি হয়। পরে আমাদের স্থানীয় নেতারা সব সামলে নিয়েছেন। প্রচারমাধ্যমে নাম তুলতে বিজেপি এখন গল্প তৈরি করছে।” এ দিনের ঘটনায় অবশ্য পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE