Advertisement
১০ মে ২০২৪

শক্তি বাড়াতে বৈঠকে দিলীপ

সোমবার খড়্গপুরের কৌশল্যার এক কমিউনিটি হলে এই সাংগঠনিক সভার আয়োজন হয়েছিল। মঙ্গলবারও চলবে বৈঠক।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ০২:০৫
Share: Save:

সাংগঠনিক জেলা ভাগের পরে দলকে শক্তিশালী করতে নতুন জেলা কমিটিকে নিয়ে বৈঠকে বসলেন বিজেপির রাজ্য সভাপতি।

সোমবার খড়্গপুরের কৌশল্যার এক কমিউনিটি হলে এই সাংগঠনিক সভার আয়োজন হয়েছিল। মঙ্গলবারও চলবে বৈঠক। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তারপর লোকসভা ভোট। তার আগে সংগঠন ঢেলে সাজতে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলাকে দু’টি সাংগঠনিক জেলায় ভাগ করেছে বিজেপি। ঘাটাল লোকসভা কেন্দ্রকে নিয়ে একটি জেলা আর মেদিনীপুর লোকসভা কেন্দ্র নিয়ে অন্য একটি জেলা গঠিত হয়েছে। এ দিন মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে আলোচনা হয়। দু’টি পর্যায়ে আলোচনায় যোগ দেন নতুন জেলা কমিটির সদস্য ও মণ্ডল সভাপতিরা। দিলীপবাবু বলেন, “তৃণমূল ভয় পেয়ে কংগ্রেস ও সিপিএমকে বাঁচাতে চাইছে। তিনটি দল তাই বিজেপিকে আটকাতে চাইছে। তার বিরুদ্ধে লড়তে আমরা সংগঠনকে শক্তিশালী করছি।”

আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন নিয়েও এ দিন আলোচনা হয়েছে। বিজেপির দাবি, জেলায় বিজেপি যে ভাবে বাড়ছে তা আটকাতে তৃণমূল উঠেপড়ে লেগেছে, চলছে সন্ত্রাস। দিলীপবাবুর কথায়, “গত সপ্তাহে দাঁতনে এক কর্মী খুন হয়েছেন। মোহনপুরে আমাদের কর্মীর বাইক ভেঙে দেওয়া হয়েছে। এই জেলা হিংসা ও সন্ত্রাস কবলিত। আমরা তার প্রতিরোধ করছি।” সেই সঙ্গে বিভিন্ন দল থেকে বহু মানুষ বিজেপিতে যোগ দেবে বলেও দাবি করেন দিলীপবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE