Advertisement
২৭ এপ্রিল ২০২৪

জ্বরে আক্রান্ত মহিলার মৃত্যু মেডিক্যালে

অঞ্জনাদেবী তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। প্রথমে তাঁকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গড়বেতা থেকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে আসা হয় তাঁকে।

অঞ্জনা দাস।

অঞ্জনা দাস।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ০০:৫৯
Share: Save:

জ্বরে আক্রান্ত এক মহিলার মৃত্যু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সকালে অঞ্জনা দাস (৪৬) নামে ওই মহিলার মৃত্যু হয়। গড়বেতার বাসিন্দা অঞ্জনাদেবীকে সোমবার রাতে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। পশ্চিম মেদিনীপুরে আগেই তিনজন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। এ বার জ্বরে আক্রান্ত একজনের মৃত্যু হল। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা বলেন, “জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

অঞ্জনাদেবী তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। প্রথমে তাঁকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গড়বেতা থেকে মেদিনীপুর মেডিক্যালে নিয়ে আসা হয় তাঁকে। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। অঞ্জনাদেবীর ছেলে সুরজিৎ দাসের কথায়, “তিন দিন হল মা জ্বরে ভুগছিল। জ্বর কমছিল না। তাই সোমবার রাতে মাকে মেদিনীপুর মেডিক্যালে এনে ভর্তি করি।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে অঞ্জনাদেবীকে হাসপাতালে ভর্তি করা হয়। কোনও পরীক্ষা করার আগেই মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব গোস্বামীও বলেন, ‘‘জ্বরে আক্রান্ত হয়েই ওই মহিলার মৃত্যু হয়েছে।’’

জেলার এক স্বাস্থ্যকর্তা বলেন, “ওই মহিলা যে এলাকার বাসিন্দা সেখানকার সব কিছু খতিয়ে দেখা হবে। আরও কেউ জ্বরে আক্রান্ত কি না তাও দেখা হবে।” ওই এলাকায় মেডিক্যাল টিম যাবে বলেও জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। ওই স্বাস্থ্যকর্তার আশ্বাস, “অঞ্জনাদেবীর মৃত্যুর কারণ পর্যালোচনা করা হবে। তেমন হলে গড়বেতার অঞ্জনাদেবীর বাড়ির এলাকায় সচেতনতামূলক কর্মসূচি হবে। ডেঙ্গির ক্ষেত্রে কী কী উপসর্গ দেখা দিতে পারে, কী ভাবে রোগ ছড়িয়ে পড়ে, সাবধানতার জন্য কী করা প্রয়োজন, তা এলাকার মানুষকে জানানো হবে।”

জেলার এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪২৩ জন। বেসরকারি সূত্রে অবশ্য দাবি, আক্রান্তের সংখ্যা এর থেকেও বেশি। ডেঙ্গিতে তিনজন মারাও গিয়েছেন। তবে জ্বরে মৃত্যু এই প্রথম। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্রবাবুর অবশ্য দাবি, “ডেঙ্গি নিয়ে উদ্বেগের কিছু নেই। পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে। ডেঙ্গি মোকাবিলার সব রকম চেষ্টাও চলছে।” জেলার অন্য এক স্বাস্থ্যকর্তার কথায়, “গড়বেতার ওই মহিলার মৃত্যু দুঃখজনক। মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে যা জেনেছি তাতে ওই মহিলা জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বরেই ওনার মৃত্যু হয়েছে। তাও সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE