Advertisement
২৭ এপ্রিল ২০২৪
District News

বেলডাঙায় নয়ানজুলিতে বাস, মৃত ৮, আহত বহু

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন জনা ষাটেক যাত্রী নিয়ে আমতলা থেকে একটি বেসরকারি বাস বেলডাঙার দিকে আসছিল।

বেলডাঙায় নয়ানজুলিতে উল্টে যাওয়া সেই বাস। নিজস্ব চিত্র।

বেলডাঙায় নয়ানজুলিতে উল্টে যাওয়া সেই বাস। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বেলডাঙা শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ১০:৩১
Share: Save:

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে যাত্রিবোঝাই বাস উল্টে মৃত্যু হল ৮ জনের। আহত বহু। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একটি শিশু রয়েছে।

শনিবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বেলডাঙার বেগুনবাড়ি মোড়ের কাছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন জনা ষাটেক যাত্রী নিয়ে আমতলা থেকে একটি বেসরকারি বাস বেলডাঙার দিকে আসছিল। বেগুনতলা মোড়ের কাছে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। বাসটি রাস্তার পাশেই নয়ানজুলিতে গিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েক জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও কয়েক জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: গা-ছাড়া বহরমপুর, আঁটোসাঁটো কৃষ্ণনগর

স্থানীয় এক বাসিন্দা জানান, বেশ জোরে আওয়াজ শুনে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন যাত্রিবোঝাই একটি বাস নয়ানজুলিতে পড়ে গিয়েছে। বাসের ভিতর থেকে তখন বাঁচার জন্য পরিত্রাহি আওয়াজ। আশপাশের আরও লোকজন ছুটে আসেন। পুলিশকেও খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা যাত্রীদের উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বেলডাঙা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

দুর্ঘটনার পর ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: ছিনতাইকারীর ব্যাগ ছিনিয়ে নিলেন রুবি

পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে বেশ কয়েক জনের বাড়ি বীরভূমে। তাঁরা সকলেই ইটভাঁটায় কাজ করেন। এঁদের মধ্যে তিন জনকে শনাক্ত করা গিয়েছে। বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ভোরে কুয়াশা থাকার জন্যই এই দুর্ঘটনা। তবে স্থানীয় বাসিন্দারা খারাপ রাস্তাকেই এর জন্য দায়ী করেছেন।

এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘণ্টাখানেক বেলডাঙা থানার সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ফলে যান চলাচল ব্যাহত হয় বেশ কিছু ক্ষণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE