Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বিরোধীদের রুখে তৃণমূলের শাসানি, ‘কেটেই ফেলব’ 

বেলা গড়াতেই তার ব্যবহারও শুরু হয়েছিল, মনোনয়ন জমা দিতে এলেই বিরোধীদের মাথায়-ঘাড়ে-পিঠে মুহুর্মুহু পড়তে শুরু করেছিল সেই সব ভোঁতা অস্ত্রের আঘাত। তার জেরেই কোথাও লাঠির ঘায়ে মাথা ফাটল বিজেপি নেতার।

আক্রান্ত মুর্শিদাবাদের বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ।

আক্রান্ত মুর্শিদাবাদের বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
ডোমকল ও কান্দি শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০১:২৬
Share: Save:

সকাল থেকেই চাপা হুমকি ছিল। বিভিন্ন ব্লকের বিডিও অফিসের সামনে স্থানীয় তৃণমূল কর্মীদের জটলাও ছিল। হাতে ছিল লাঠি, উইকেট, হাতুড়ি।

বেলা গড়াতেই তার ব্যবহারও শুরু হয়েছিল, মনোনয়ন জমা দিতে এলেই বিরোধীদের মাথায়-ঘাড়ে-পিঠে মুহুর্মুহু পড়তে শুরু করেছিল সেই সব ভোঁতা অস্ত্রের আঘাত। তার জেরেই কোথাও লাঠির ঘায়ে মাথা ফাটল বিজেপি নেতার। কোথাও ভাঙচুর করা হল কংগ্রেস কিংবা বামেদের পার্টি অফিস।

মঙ্গলবার দিনভর মুর্শিদাবাদ জেলার ডোমকল এবং কান্দি মহকুমা জুড়ে এটাই ছিল তৃণমূলের সক্রিয় কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিরোধীদের নালিশ। আর, প্রতিটি ঘটনাতেই ছিল পুলিশের বিরুদ্ধে নীরব দর্শক হয়ে থাকার অভিযোগ। আর তার জেরেই, এ দিন দুপুরে বিজেপি নেতা নন্দদুলাল পাল ও বিবেকানন্দ কাণ্ডারী ডোমকল বিডিও অফিসে মনোনয়নের কাজে এলে তাঁদের বেধড়ক মারধর করে ফাটিয়ে দেওয়া হয় মাথা। রানিনগরের বিধায়ক কংগ্রেসের ফিরোজা বেগম বলেন, ‘‘কোনও কারণ ছাড়াই এ দিন দুপুরে আমাদের এবং সিপিএমের দলীয় কাযার্লয়ে ভাঙচুর চালায় তৃণমূল।’’ মনোয়নপত্র দাখিলের দ্বিতীয় দিনেও বিরোধী বিডিও অফিসের সামনেই ঘেঁষতে দেয়নি ঝান্ডাধারী তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। জোর করে কাছাকাছি যেতে গেলেই জুটেছে বেদম মার। এমনকী তার ছবি তুলতে গেলে আলোকচিত্রীদেরও ধাওয়া করে ওই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

আরও পড়ুন:
মনোনয়নে অস্ত্রের খোঁচা, জখম বিজেপি নেতা
প্রতিরোধ জোট বেঁধে, সঙ্কেত বিরোধী ঘরে

তবে, জেলা তৃণমূল নেতাদের তা নিয়ে বিশেষ হেলদোল নেই। ডোমকল পুরপ্রধান সৌমিক হোসেন নির্বিকার গলায় বলছেন, ‘‘দলের কেউ কোনও রাজনৈতিক দলের নেতা বা কর্মীদের মারধর করেনি তো, মদ খেয়ে জনা কয়েক মনোনয়নের জন্য হুজ্জুতি করছিল স্থানীয় বাসিন্দারা তাদের পিটিয়েছে বলে শুনেছি।’’ খুব নিস্পৃহ গলায় ডোমকলের এসডিপিও মাকসুদ হাসানও বলছেন, ‘‘আমাদের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি, ফলে ওই বিষয়ে কিছুই জানা নেই আমার।’’
বড়ঞার এক পরিচিত বাম নেতার কপালেও জুটেঠছে একই ‘শাস্তি’, মারধরের পরে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, ‘‘ফের দেখলে কেটেই ফেলব!’’

লালবাগে বিজেপি নেতাকে বাঁশ পিটুনি, কিমবা ভরতপুরে মনোনয়ন জমা দিতে এসে বামেদের হেনস্থার অভিযোগের নালিশ শুনেও ডোমকলের মতোই হেলদোলহীন গলায় পুলিশ জানিয়েছে, কেউ থানায় এসে কিছু জানায়নি।

কান্দি ব্লক অফিসের সামনে বিরোধীদের দেখলেই তেড়ে গিয়েছে তৃণমূলের পতাকা হাতে দিনভর দাঁড়িয়ে থাকা দলীয় কর্মীরা। তাদের রে রে করে তেড়ে যাওয়া দেখে কখনও ছুটে পালিয়েছেন বিরোধীরা। কখনও মাথা বাঁচিয়ে হাতে-পায়ে-পিঠে মার খেয়েছেন বেধড়ক। ছবি তুলতে গেলে তাদের তাড়া খেতে হয়েছে আলোকচিত্রিদেরও।

আর, কান্দি ব্লক তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম সরকার সেই চেনা স্বরেই বলেছেন, “কান্দিতে এমন ঘটনা ঘটেছে বুঝি, বিরোধীদের বানানো গপ্প নয় তো!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE