Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জোটের সোহরাব হাতেও আছেন, হাতুড়িতেও

জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মহম্মদ সোহরাবের হয়ে হাত-কাস্তে-হাতুড়ির এমনই ছবি আঁকা হয়েছে দেওয়ালে। আর তাতেই বেঁকে বসেছে সিপিএম। বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে জঙ্গিপুরে।

কংগ্রেস প্রার্থী মহম্মদ সোহরাবের হয়ে হাত-হাতুড়ির সেই দেওয়াল লিখন। জঙ্গিপুরে অর্কপ্রভ চট্টোপাধ্যায়ের তোলা ছবি।

কংগ্রেস প্রার্থী মহম্মদ সোহরাবের হয়ে হাত-হাতুড়ির সেই দেওয়াল লিখন। জঙ্গিপুরে অর্কপ্রভ চট্টোপাধ্যায়ের তোলা ছবি।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০৩:১৫
Share: Save:

হাতুড়ির গায়ে হাত!

জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মহম্মদ সোহরাবের হয়ে হাত-কাস্তে-হাতুড়ির এমনই ছবি আঁকা হয়েছে দেওয়ালে। আর তাতেই বেঁকে বসেছে সিপিএম। বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে জঙ্গিপুরে। প্রার্থী দিয়েছে বামেরাও। অতএব ‘বন্ধু’ কংগ্রেসের ওই দেওয়াল লিখন তারা মানবে না, জানিয়ে দিয়েছে সিপিএম।

এ দিকে বাম-কংগ্রেস জোটের আবহে জঙ্গিপুরে ইতিমধ্যেই পুরোদমে দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে মহম্মদ সোহরাবের সমর্থনে। কোথাও তাঁকে জোট প্রার্থী হিসেবে লেখা হয়েছে। কোথাও আবার সিপিআইএম মনোনীত প্রার্থী বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু ওই কেন্দ্রে জঙ্গিপুরের জোনাল সম্পাদক সোমনাথ সিংহরায়কে পাল্টা প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে সিপিএম। বস্তুত জেলার যে ক’টি আসনে বাম-কংগ্রেস জোট সফল হয়নি, সেগুলির মধ্যে অন্যতম জঙ্গিপুর। বাম-কংগ্রেস পৃথক পৃথক ভাবে প্রার্থী দিয়েছে। আলাদা করে প্রচারও চালাচ্ছে সিপিএম। ভবিষ্যতে জোট হওয়ার যে কোনও আশাও নেই, তা-ও পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন সোমনাথবাবু। বলেন, ‘‘জঙ্গিপুরে জোট হওয়ার প্রশ্নই নেই। দলের তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সেই মতো প্রচারও শুরু হয়েছে।’’ তিনি আরও জানান, কংগ্রেসের নেতাদের বলা হয়েছে, ‘জোট’ বা ‘সিপিএম সমর্থিত’ প্রার্থী— ইত্যাদি শব্দগুলি দেওয়াল থেকে মুছে ফেলতে। না হলে তাঁদের কর্মীরা ওগুলি মুছে দেবেন।

কংগ্রেস অবশ্য এ সব শুনতে নারাজ। রঘুনাথগঞ্জ-১ ব্লক কংগ্রেসের সভাপতি হাসানুজ্জামান বাপ্পা বলেন, “জঙ্গিপুরে জোট শর্ত ভেঙে প্রার্থী দিয়েছে সিপিএম। আশা করব জোটধর্ম মেনে জঙ্গিপুরে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবে তারা।’’ সিপিএমের এক নেতা আবার বলছেন, “বিতর্ক সৃষ্টি করতে চাইছি না। তবে আশা করি, কংগ্রেস ওই আসন থেকে প্রার্থী তুলে নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alliance candidate election 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE