Advertisement
১০ মে ২০২৪

মোবাইলে ব্যস্ত চালক, ধাক্কায় মৃত্যু

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। মৃত ওই ছাত্রের নাম সৌরভ অধিকারী(১৩)। বাড়ি কোতোয়ালি থানার জালালখালির দোগাছি মোড়ে।

জনরোষ: জ্বলছে ট্রাক্টর।

জনরোষ: জ্বলছে ট্রাক্টর।

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৭ ০১:২৩
Share: Save:

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। মৃত ওই ছাত্রের নাম সৌরভ অধিকারী(১৩)। বাড়ি কোতোয়ালি থানার জালালখালির দোগাছি মোড়ে।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, চালক মোবাইলে কথা বলতে বলতে ট্রাক্টর চালাচ্ছিল। বিষয়টি জানাজানি হতেই উত্তেজিত জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দেয়। দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাক্টর চালক মনিরুল বিশ্বাস অবশ্য আগেই পালিয়ে গিয়েছিল। পরে কোতায়ালি থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা মনিরুলকে গ্রেফতার করে পুলিশ।

মৃত ছাত্রটি জালালখালি জুনিয়র হাইস্কুলে পড়ত। এ দিন সকালে সে জালালখালি বাজারের কাছে গৃহশিক্ষকের কাছে পড়ে সাইকেল চালিয়ে কৃষ্ণনগর-রানাঘাট ভায়া বাদকুল্লা রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিল। সেই সময় চার্চের কাছে পিছন দিক দিয়ে ওই ট্রাক্টরটি এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। ট্রাক্টর ফেলে পালায় মনিরুল।

দোগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আনন্দ মণ্ডল বলেন, “প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক মোবাইলে কথা বলতে বলতে ট্রাক্টর চালাচ্ছিল। তাই নিয়ন্ত্রণ রাখতে না পেরে ছেলেটিকে চাপা দেয় সে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Student
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE