Advertisement
১১ মে ২০২৪

টুকরো খবর

ত্রিমুকুট পেল হিন্দ ক্লাব। মুর্শিদাবাদ জেলা জুনিয়র ডিভিসন ফুটবল লিগ ও সিনিয়র ডিভিসন ফুটবল লিগের পরে মুর্শিদাবাদ জেলা নক-আউট ফুটবল প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। শনিবার নক-আউট প্রতিযোগিতার ফাইনালে বালার্ক সংঘকে ১-০ গোলে হারিয়ে এ বছর ফুটবলে ত্রিমুকুট জয়ের শিরোপা পায়। এর আগে গত ৪-২৯ জুন পর্যন্ত চলা জুনিয়র ডিভিসন জেলা লিগ প্রতিযোগিতায়ও হিন্দ ক্লাব চ্যাম্পিয়ন হয়।

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৮
Share: Save:

চ্যাম্পিয়ন হিন্দ ক্লাব

নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

ত্রিমুকুট পেল হিন্দ ক্লাব। মুর্শিদাবাদ জেলা জুনিয়র ডিভিসন ফুটবল লিগ ও সিনিয়র ডিভিসন ফুটবল লিগের পরে মুর্শিদাবাদ জেলা নক-আউট ফুটবল প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। শনিবার নক-আউট প্রতিযোগিতার ফাইনালে বালার্ক সংঘকে ১-০ গোলে হারিয়ে এ বছর ফুটবলে ত্রিমুকুট জয়ের শিরোপা পায়। এর আগে গত ৪-২৯ জুন পর্যন্ত চলা জুনিয়র ডিভিসন জেলা লিগ প্রতিযোগিতায়ও হিন্দ ক্লাব চ্যাম্পিয়ন হয়। তারপর সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। মোট ন’টি দল অংশ নেয়হিন্দ ক্লাব, অভ্যুদয় সংঘ, বালার্ক সংঘ, এফইউসি, ভ্রাতৃ সংঘ, বান্ধব সমিতি (লালবাগ), শিবাজি অ্যাথলেটিক ক্লাব, চিত্তরঞ্জন ক্লাব, মুর্শিদাবাদ ডিষ্ট্রিক্ট ভেটারেন্স ক্লাব। লিগে মোট ৩৬টি ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে প্রতি দল খেলেছে ৮টি করে ম্যাচ। হিন্দ ক্লাব ৮টি ম্যাচ খেলে ৬টি ম্যাচে জয় ও ২টি ম্যাচ অমীমাংসিত হওয়ায় মোট পয়েন্ট হয়েছে ২০। একই ভাবে অভ্যুদয় ক্লাবও পেয়েছে ২০ পয়েন্ট। কিন্তু বেশি গোল দেওয়ায় হিন্দ ক্লাব চ্যাম্পিয়ান হয়। হিন্দ ক্লাব ২০টি গোল দিয়েছে এবং তিনটে গোল খেয়েছে। গত ১৭ অগস্ট থেকে শুরু হয় নক-আউট ফুটবল প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশ নেয়। ওই প্রতিযোগিতায় চিত্তরঞ্জন ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে বালার্ক সংঘ, শিবাজি অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারিয়ে হিন্দ ক্লাব ফাইনালে উঠেছে। বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ দিনের ফাইনাল খেলায় জয়ী হয় হিন্দ ক্লাব।

কুয়োয় উদ্ধার শিশুকন্যা

নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর

নির্মীয়মান শৌচাগারের কুয়োর মিলল সদ্যোজাত কন্যা সন্তান। শুক্রবার রাত ১১ টা নাগাদ শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগরের বাসিন্দা বানী শর্মা তার কান্নার শব্দ শুনতে পান। পরে পুলিশ এসে উদ্ধার করে শিশুটিকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করায়। ঘটনায় ওই শিশুর দাদুকে আটক করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শিশুটির মা নিজেই কুয়োর মধ্যে ফেলে দিয়ে গিয়েছিলেন। শনিবার এলাকার বাসিন্দাদের চাপেই তিনি স্বীকার করে নেন মেয়েকে কুয়োয় ফেলে দেওয়ার কথা। কিন্তু ঠিক কী কারণে তিনি এমন করলেন তা স্পষ্ট নয়। ওই মহিলাকেও শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই মহিলার স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। তাঁদের আরও দু’টি ছেলে রয়েছে। কন্যা সন্তান হওয়ার কারণেই তাকে কুয়োয় ফেলে দিয়ে আসা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

ছাত্রকে ছুরি

নিজস্ব সংবাদদাতা • কান্দি

ইঞ্জিনিয়ারিং ছাত্রকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক যুবক ও তাঁর বাবার বিরুদ্ধে। রবিবার বিকেলে বড়ঞার কুলি চৌরাস্তা মোড়ে ঘটনাটি ঘটেছে। কার্জন শেখ নামে ডোমকল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় বষের্র ওই ছাত্র মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত যুবক শাহ আলম ও তাঁর বাবা নিরব শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। জানা গিয়েছে, দুই যুবকই মুড্ডা গ্রামের বাসিন্দা হওয়ায় বন্ধুত্বও আছে। শনিবার বাইক চালানো নিয়ে বচসা হয়েছিল ওই তাঁদের মধ্যে। রবিবার চৌরাস্তা মোড়ে আবার বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। সে সময় হঠাৎই নিরব শেখ কার্জনের চুলের মুঠি ধরে ছুরি চালিয়ে দেন তাঁর ঘাড়ে ও বুকে।

শিশু মেধা

নিজস্ব সংবাদদাতা • করিমপুর

খুদে পড়ুয়াে দর ‘শিশু মেধা সম্মান’ দিল করিমপুরের নাটনার একটি ক্লাব। প্রায় ১৭০ জন ছাত্রছাত্রী গত ২৪ অগস্ট এই পরীক্ষায় যোগ দেয়। রবিবার নাটনা পশ্চিমপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে তাদের মধ্যে প্রথম ১০ জনকে এই সম্মান দেওয়া হয়।

নদিয়ায় বিজেপি-র শিক্ষা সেল

নদিয়ায় বিজেপির শিক্ষা সেলের যাত্রা শুরু হল রবিবার। কৃষ্ণনগরে দলীয় কার্যালয়ে প্রায় ৪০ জন শিক্ষকের উপস্থিতিতে নদিয়ায় বৈঠক করল বিজেপি নেতৃত্ব। এটাই নদিয়ার প্রথম শিক্ষা সেলের বৈঠক। এ দিন শিক্ষা সেলের জেলা আহ্বায়ক মনোনীত হলেন জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক তথা মুড়াগাছা হাই স্কুলের শিক্ষক সন্দীপ গঙ্গোপাধ্যায়। সন্দীপবাবু বলেন, ‘‘আপাতত ৪০ জনকে নিয়ে বৈঠক করলাম। এরপরে স্কুলে স্কুলে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলব।” তাঁর দাবি, পুজোর মধ্যে জেলা সম্মেলন হবে। সেখানে কমপক্ষে এক হাজার শিক্ষক উপস্থিত থাকবেন। লোকসভা নির্বাচনের পরে নদিয়ায় বিভিন্ন দল থেকে নেতা ও কর্মী-সমর্থকরা বিজেপিতে যোগ দিতে শুরু করেন। কিন্তু শিক্ষা সেলের এই যাত্রা জেলা বিজেপিতে একটা নতুন মাত্রা যোগ করল বলে দাবি জেলা নেতাদের। বিজেপির জেলা কমিটির মুখপাত্র সৈকত সরকার বলেন, “আমাদের পাখির চোখ আগামী বিধানসভা। সেই লক্ষ্যেই এগোচ্ছি।”

মঞ্চ পুড়ল বিজেপি-র

রাতের অন্ধকারে বিজেপি-র সভামঞ্চ পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। কে বা কারা এই কাজ করেছে সে বিষয়ে স্পষ্ট মন্তব্য না করলেও বিজেপি-র অভিযোগের তির তৃণমূল ও সিপিএম-র দিকেই। নদিয়ার চাকদহ থানার দরাপপুর এলাকায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হিংনাড়া অঞ্চল বিজেপি-র সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার রাতেই মঞ্চ বাঁধার কাজ হয়ে গিয়েছিল। শনিবার সকালে দেখা যায় মঞ্চের একাংশ পুড়ে গিয়েছে। বিজেপি-র চাকদহ ব্লক সভাপতি তরুণ দাম বলেন, “রাতের অন্ধকারে কেউ মঞ্চ পুড়িয়ে দিয়েছে। বিজেপি-র উত্থানে অনেকেই ভয় পাচ্ছেন। তাঁরাই এ কাজ করেছেন। তবে এ ভাবে আটকান যাবে না।” এ দিকে ঘটনার নিন্দা করে তৃণমূল বিধায়ক নীলিমা নাগ বলেন, “এ ধরনের নোংরা কাজের তীব্র নিন্দা করি। সভা সম্মেলন করা যে কোনও রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার।” ঘটনার নিন্দা করেছেন সিপিএম জোনাল কমিটির সম্পাদক সুভাষ দাসও।

কার্যালয় দখল

এবার কংগ্রেস কার্যালয় দখল করল তৃণমূল। শুক্রবার রাতে নদিয়ার রানাঘাট থানার কুপার্সক্যাম্প বাজারে কংগ্রেসের দলীয় কার্যালয়টি তৃণমূল দখল করেছে বলে অভিযোগ। জেলা কংগ্রেস নেতা অখিল মজুমদারের অভিযোগ, “কংগ্রেসের একটি পুরানো কার্যালয় দখল করে নিয়েছে তৃণমূল।” অভিযোগ অস্বীকার করে রানাঘাটের (দক্ষিণ) তৃণমূল বিধায়ক আবির রঞ্জন বিশ্বাস বলেন, “আমরা ওই কার্যালয় দখল করিনি। বরং একসময় যাঁরা কংগ্রেস করতেন, তাঁরা সকলেই আমাদের দলে চলে এসেছেন। সেই কারণে অফিসটা তাঁরাই বদল করে দিয়েছেন।”

মৃত্যু দু’জনের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। শনিবার ভোররাতে খড়গ্রাম থানার নগরে আবু তালিব শেখ (১৭) ও জাহিদুল শেখ(২৫) পাকা তাল কুড়োতে মাঠের কাছে গিয়েছিলেন। সেখানে সেচ পাম্পের বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়েছিল। প্রথমে তালিব শেখ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে জাহিদুল শেখও বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রাতঃভ্রমণকারীরা তাঁদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠালে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়।

অস্বাভাবিক মৃত্যু

অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণীর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের তেঘরির মিলনপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মৌসুমী বিবি (১৯)। অভিযোগ, বাবার বাড়ি থেকে টাকার আনার জন্য শ্বশুরবাড়ি থেকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল। সপ্তাহ দুয়েক আগে তাঁকে বাবার বাড়িতে রেখে যাওয়া হয়। অভিযোগ, শুক্রবার বাবার বাড়ি থেকে ফোন করলে তাঁকে অপমান করেন মৌসুমীর এক ননদ। পুলিশের অনুমান, সেই অভিমানে আত্মঘাতী হন ওই তরুণী।

দেহ উদ্ধার

বিএসএনএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল দফতরের ভিতর থেকে। শনিবার সালার থানার টেঁয়া গ্রামে বিএসএনএল কার্যালয়ে মহেশ্বর রাজবংশী (৫২) নামে এক অস্থায়ী কর্মীর দেহ উদ্ধার হয়। সিলিং ফ্যানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি ওই গ্রামেই। শুক্রবার রাতের ডিউটি করে শনিবার সকালেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান পারিবারিক অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছেন মহেশ্বরবাবু।

ডুবে মৃত্যু

জলে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। শনিবার দুপুরে বড়ঞা থানার রাজহাট গ্রামে হরিপদ দাস (৩২) নামে এক যুবকের দেহ ভাসতে দেখা যায় বাড়ির পাশের পুকুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেননি হরিপদবাবু। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কোথায় কী

সোমবার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪০ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, ওই দফতরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিত্তরঞ্জন কোলে, সহকারি উপাচার্য বিশ্বপতি মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE