Advertisement
০৫ মে ২০২৪

টুকরো খবর

গণধর্ষণের মামলায় আদালতের নির্দেশ সত্ত্বেও তা একাধিকবার অমান্য করার দায়ে নাকাশিপাড়া থানার ওসি রাজা সরকারকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (তৃতীয়)-এর বিচারক। তবে হেফাজতে কিছুক্ষণ থাকার পরেই বিচারক পার্থসারথি মুখোপাধ্যায় ওই পুলিশ অফিসারের জামিন মঞ্জুর করেন। শুক্রবার বিকেলে বিচারকের নির্দেশে দু’হাজার টাকা ‘রেজিস্টার সিওরিটি বন্ড’ জমা দিলে ওই ওসি-র জামিন মঞ্জুর করা হয়।

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ০২:১৩
Share: Save:

ওসি ‘হাজতে’, পরে মিলল জামিন

নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর

গণধর্ষণের মামলায় আদালতের নির্দেশ সত্ত্বেও তা একাধিকবার অমান্য করার দায়ে নাকাশিপাড়া থানার ওসি রাজা সরকারকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (তৃতীয়)-এর বিচারক। তবে হেফাজতে কিছুক্ষণ থাকার পরেই বিচারক পার্থসারথি মুখোপাধ্যায় ওই পুলিশ অফিসারের জামিন মঞ্জুর করেন। শুক্রবার বিকেলে বিচারকের নির্দেশে দু’হাজার টাকা ‘রেজিস্টার সিওরিটি বন্ড’ জমা দিলে ওই ওসি-র জামিন মঞ্জুর করা হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১২ সালের পয়লা মে নাকাশিপাড়া এলাকার এক মহিলা গণধর্ষণের অভিযোগ দায়ের করেন কৃষ্ণনগর আদালতে। ১২ জুন আদালতের নির্দেশে নাকাশিপাড়া থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। সেই মতো অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে তাঁরা জামিন পায়। কিন্তু মামলা চলাকালীন সাক্ষীরা সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় চলতি বছরের ২ জুলাই বিচারক ২ আগস্টের মধ্যে সাক্ষীদের গ্রেফতার করে আদালতে হাজির করার পাশাপাশি নাকাশিপাড়ার থানার ওসি-কেও আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই পুলিশ কর্তা আসেননি। ফের ৩ সেপ্টেম্বর ওই ওসি-কে আদালতে তলব করা হলেও তিনি আসেননি। এরপরেই ওই ওসি-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। জেলার পুলিশ সুপারকে ৩১ অক্টোবরের মধ্যে ব্যবস্থা নিতে বলেন। সেই মতো শুক্রবার সকাল ১১টা নাগাদ ওসি রাজা সরকার আদালতে আত্মসমর্পণ করেন।

লিগ চ্যাম্পিয়ন কিশোর সঙ্ঘ

নিজস্ব সংবাদদাতা • করিমপুর

লিগের একটি মুহূর্ত।

প্রায় শেষ পর্যায়ে করিমপুর আঞ্চলিক ক্রীড়া সংস্থা পরিচালিত সিনিয়র প্রথম ডিভিশন ফুটবল লিগ। শুক্রবার করিমপুর রেগুলেটেড মার্কেট মাঠে মুখোমুখি হয় দিঘলকান্দি কিশোর সঙ্ঘ ও পিপুলখোলা ইয়ুথ ইউনিয়ন ক্লাব। ওই খেলায় প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়ে দিঘলকান্দি কিশোর সঙ্ঘ ১৯ পয়েন্ট পেয়ে লিগ চ্যাম্পিয়ন হয়। শুক্রবার মহিষবাথান মাঠে অপর খেলায় প্রতিপক্ষ নতিডাঙা তরুণ সঙ্ঘ মাঠে অনুপস্থিত থাকার কারণে যমশেরপুর ক্রিকেট ক্লাব ওয়াক ওভারে জয়ী হয়। এখনও পর্যন্ত লিগের খেলায় ৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে করিমপুর জামতলা নবারুণ সঙ্ঘ। ৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে যমশেরপুর ক্রিকেট ক্লাব। পিপুলখোলা ইয়ুথ ইউনিয়ন ক্লাব ও কেচুয়াডাঙা ক্লাব ৭ পয়েন্ট পেয়ে যুগ্মভাবে চতুর্থ স্থানে। সেনপাড়া পল্লিশ্রী সঙ্ঘের পয়েন্ট হল ৫। শিশা নেতাজী সঙ্ঘ ও নতিডাঙা তরুণ সঙ্ঘ সর্বনিম্ন ১ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্য দিকে, শুক্রবার তেহট্ট মহকুমা ইন্টার স্কুল ফুটবলে চার জোনের মোট আটটি স্কুলের খেলা হয়। তেহট্টের পলাশিপাড়া এমজিএস বিদ্যাপীঠের মাঠে সকাল সাড়ে ১০টা থেকে খেলা শুরু হয়। চারটি জোনের আটটি দলের মধ্যে চারটি ছিল অনূর্ধ্ব ১৪ ও বাকি চারটি ছিল অনূর্ধ্ব ১৯। করিমপুর জোনের হোগলবেড়িয়া আদর্শ শিক্ষা নিকেতন, তেহট্ট জোনের পলাশিপাড়া এমজিএস বিদ্যাপীঠ, ভবানীপুর উচ্চ বিদ্যালয় ও সাহেবনগর উচ্চ বিদ্যালয়, নাকাশিপাড়া জোনের সোনাতলা উচ্চ বিদ্যালয়, বেথুয়াডহরি জেসিএম বিদ্যালয় ও কালীগঞ্জ জোনের বশরখোলা উচ্চ বিদ্যালয় এবং কামারি উচ্চ বিদ্যালয় খেলায় যোগ দান করে। খেলায় অনূর্ধ্ব ১৪ দলের ফাইনালে বশরখোলা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে কামারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অনূর্ধ্ব ১৯ খেলায় সোনাতলা উচ্চ বিদ্যালয় ১-০ গোলে ভবানীপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

প্রহৃত শিক্ষিকা

নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

যোগাসন শেখাতে অস্বীকার করায় যুবকের হাতে প্রহৃত হলেন এক শিক্ষিকা। তাঁকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। বৃহস্পতিবার নবগ্রামের একটি স্কুলের ওই ঘটনায় এখনও গ্রেফতার করা যায়নি অভিযুক্ত যুবককে। জখম ওই শিক্ষিকার পায়ের হাড়ে চিড় ধরেছে। তাঁকে প্রথমে নবগ্রাম ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রহৃত শিক্ষিকা বলেন, “পড়ুয়াদের যে সব আসন শেখানো হয় তা শেখাতে হবে বলে দাবি করে ওই যুবক। দাবি না মানায় হাই জাম্পের জন্য পোঁতা বাঁশ তুলে নিয়ে আমাকে বেধড়ক মারধর করে।”

উধাও প্রেমিক

নিজস্ব সংবাদদাতা • বহরমপুর

সারভিনা বিবি (২৫) ও তাঁর বছর চারেকের মেয়ে জিয়াদিয়া খাতুন খুনে অভিযুক্ত রাজু শেখকে পুলিশ শুক্রবারেও ধরতে পারেনি। মুর্শিদাবাদের পুলিশ সুপার সি সুধাকর বলেন, “রাজু শেখ নামের অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত খুনের কারণ জানা সম্ভব নয়। বৃহস্পতিবার বিকালে দৌলতাবাদ থানার ছয়ঘরি শাহাজিপাড়ার মন্টু শেখ নামের এক রাজমিস্ত্রির বড়ির কাঠের সিন্দুক থেকে সারভিনা ও তাঁর মেয়ের দেহ পুলিশ উদ্ধার করে। রবিবার সারভিনা তাঁর প্রেমিক রাজুর সঙ্গে দৌলতাবাদ থানার ছয়ঘরি এলাকার মন্টু শেখের বাড়িতে যায়। সেখানেই সারভিনা ও তাঁর মেয়েকে খুন করে সিন্দুকে ঢুকিয়ে রেখে চম্পট দেয় রাজু।

দুর্ঘটনায় মৃত্যু

বৃহস্পতিবার রাতে লালগোলা পেট্রোল পাম্পের কাছে একটি পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সুজন হালদার (১৮) ও মিঠুন হালদার (২৩) নামে দুই যুবকের। বৃহস্পতিবার তেহট্টের তরণীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে সুপ্রিয় সাহা (১৯) নামে এক যুবকের। তাঁর বাড়ি তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE