Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্ত্রীর সামনেই গুলিতে খুন কংগ্রেস নেতাকে

প্রকাশ্য রাস্তায় স্ত্রীর সামনে খুন হলেন কংগ্রেস নেতা। শনিবার সকাল ১০টা নাগাদ মুর্শিদাবাদের নবগ্রাম থানার অনন্তপুর গ্রাম লাগোয়া রাস্তায় ঘটনাটি ঘটে। মৃতের নাম শামসুল আরফিন (৫৫)। কোমরে-পিঠে-কানে গুলি করার পর মৃতের স্ত্রী-র কাছ থেকে দু’লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে পালায় আততায়ীরা।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৪ ০২:০৫
Share: Save:

প্রকাশ্য রাস্তায় স্ত্রীর সামনে খুন হলেন কংগ্রেস নেতা। শনিবার সকাল ১০টা নাগাদ মুর্শিদাবাদের নবগ্রাম থানার অনন্তপুর গ্রাম লাগোয়া রাস্তায় ঘটনাটি ঘটে। মৃতের নাম শামসুল আরফিন (৫৫)। কোমরে-পিঠে-কানে গুলি করার পর মৃতের স্ত্রী-র কাছ থেকে দু’লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে পালায় আততায়ীরা। তবে, খুনের কারণ জানা যায়নি। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক কারণে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা শামসুলকে খুন করেছে। সিপিএম অবশ্য এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ আছে বলে মানতে চায়নি।

মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “গ্রামের বিভিন্ন সালিশি সভার মোড়ল ছিলেন শামসুল। এদিনের খুনের ঘটনার সঙ্গে সালিশি সভার কোনও রকম যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।”

কংগ্রেসের মহরুল অঞ্চল কমিটির সদস্য শামসুল এ দিন স্কুটারে স্ত্রী সাকিলাকে সঙ্গে নিয়ে স্থানীয় আছড়া গ্রামে অসুস্থ শাশুড়িকে দেখতে গিয়েছিলেন। অনন্তপুরের একটি হার্ডওয়্যারের দোকানে দু’লক্ষ টাকা বাকি ছিল শামসুলের। ফেরার পথে সেই দোকানে টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু দোকান বন্ধ থাকায় টাকা নিয়ে বাড়ি ফিরে আসছিলেন স্বামী-স্ত্রী। মহরুল গ্রামে বাড়ির দেড় কিলোমিটার আগে ২২-২৫ বছরের দুই যুবক রাস্তায় আড়াআড়ি ভাবে মোটর বাইক দাঁড় করিয়ে পথ আটকায়। সাকিলা বলেন, “চুলের মুঠি ধরে আমার স্বামীকে স্কুটার থেকে নামিয়ে ওরা পিস্তল বার করে। প্রাণ বাঁচাতে উনি দৌড়তে শুরু করলে দুষ্কৃতীরা কোমরে গুলি করে।” তারপরে কানে ও বুকেও গুলি করা হয়। ঘটনাস্থলেই শামসুলের মৃত্যু হয়। সাকিলা বলেন, “আমার কাছে দু’লক্ষ টাকার ব্যাগটা ছিল। স্বামীকে খুন করার পর দুই দুষ্কৃতী টাকা ভর্তি ব্যাগটি আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। তারপর একটি কালো রঙের মোটর বাইকে করে পালিয়ে যায়।”

খুনের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানতে পারেনি পুলিশ। তবে, কংগ্রেসের দাবি, রাজনৈতিক কারণেই প্রভাবশালী ওই নেতাকে মেরেছে সিপিএমের লোকেরা। স্থানীয় মহরুল গ্রাম পঞ্চায়েতের ১৯টি আসনের মধ্যে সিপিএমের দখলে রয়েছে ৯টি। বাকি ১০টি আসন জিতে পঞ্চায়েতের দখল নেয় কংগ্রেস। নবগ্রাম ব্লক কংগ্রেস সভাপতি মীর বাদাম আলির অভিযোগ, “মহরুল গ্রাম পঞ্চায়েতটি দখল করতে সিপিএম এলাকায় ত্রাস ছড়াচ্ছে। সেই উদ্দেশ্যেই এই খুন।” সিপিএমের নবগ্রামের বিধায়ক কানাইলাল মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, “শামসুল খুনের সঙ্গে রাজনীতির সর্ম্পক নেই। সিপিএমও যুক্ত নয়। ব্যক্তিগত কারণে ওই খুনের ঘটনা ঘটতে পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

shot dead congress leader berhampore
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE