Advertisement
১১ মে ২০২৪
পরীক্ষা কেন্দ্রের প্রস্তাব মন্ত্রীর

জল নিয়ে শিবির

ভূ-গর্ভস্থ জলের সন্ধান, তার ব্যবহার ও মাত্রাতিরিক্ত ফ্লোরাইড ও আর্সেনিক যুক্ত বিষাক্ত জল সম্বন্ধে সচেনতা বাড়াতে বুধবার দু’দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল রামপুরহাট রক্তকরবী মঞ্চে। শিবিরের প্রথম দিনে বিধায়ক তথা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল পর্ষদের বিজ্ঞানীদের কাছে রামপুরহাট মহকুমা এলাকায় ভূগর্ভস্থ জল পরীক্ষাগারের জন্য দাবি রাখেন।

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০১:১৮
Share: Save:

ভূ-গর্ভস্থ জলের সন্ধান, তার ব্যবহার ও মাত্রাতিরিক্ত ফ্লোরাইড ও আর্সেনিক যুক্ত বিষাক্ত জল সম্বন্ধে সচেনতা বাড়াতে বুধবার দু’দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল রামপুরহাট রক্তকরবী মঞ্চে। শিবিরের প্রথম দিনে বিধায়ক তথা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় ভূগর্ভস্থ জল পর্ষদের বিজ্ঞানীদের কাছে রামপুরহাট মহকুমা এলাকায় ভূগর্ভস্থ জল পরীক্ষাগারের জন্য দাবি রাখেন।

আশিসবাবু বলেন, ‘‘বীরভূম জেলার পশ্চিম প্রান্ত এলাকার নলহাটি থানার নসিপুর, নাচ পাহাড়ি, ভবানন্দপুর এলাকায় ভূ-গর্ভস্থ জলে প্রথম মাত্রাতিরিক্ত ফ্লোরাইড ধরা পড়ে ১৯৯৫ সালে। এবং রাজ্যেও প্রথম ভূগর্ভস্থ জলে মাত্রাতিরিক্ত ফ্লোরাইড নিয়ে নসিপুরের নাম উঠে এসেছিল। শুধুমাত্র বীরভূম জেলার ভূ-গর্ভস্থ পানীয় জল পরীক্ষা করার জন্য রামপুরহাট থানার মাঝখন্ড গ্রামে জন স্বাস্থ্য কারিগরী দফতরের উদ্যোগে পরীক্ষাগারের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু শুধু আলোচনা করে এলাকাবাসীর উপকার হবে না। এর জন্য এলাকায় এলাকায় জল পরীক্ষাগারের ব্যবস্থা করলে মানুষ আরোও বেশি উপকৃত হবেন।’’

কেন্দ্রীয় ভূ-গর্ভস্থ জল পর্ষদের পূর্বাঞ্চল শাখার অধিকর্তা শান্তনু চক্রবর্তী বলেন, ‘‘কলকাতার শাখা অফিসের পক্ষ থেকে এলাকায় এলাকায় জল পরীক্ষাগারের ব্যবস্থা করা সম্ভব নয়। রাজ্য সরকারের জল অনুসন্ধান বিভাগকে আমরা সাহায্য করি। সেই সঙ্গে আর্সেনিক এবং ফ্লোরাইড যুক্ত এলাকায় তারা তিনশো মিটার নীচে গভীর নলকূপ বসানোর ব্যবস্থা করে থাকি। সম্প্রতি হুগলির পাণ্ডয়াতে আর্সেনিক যুক্ত এলাকায় গভীর নলকূপ বসানোর প্রকল্প দফতর থেকে নেওয়া হয়েছে’’।

রামপুরহাট মহকুমার যে সমস্ত এলাকায় ভূ-গর্ভস্থ জলে মাত্রাতিরক্ত ফ্লোরাইড আছে, সেই সমস্ত এলাকার বাসিন্দাদের নিয়ে দু’দিনের প্রশিক্ষণ শিবিরে রামপুরহাট ১ ব্লক, রামপুরহাট পুরসভা, নলহাটি ১ ব্লক এবং নলহাটি পুরসভার ১২৫ জনকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ শিবিরে ভূ-র্গভস্থ জল এবং তার উৎস সন্ধান-সহ জল অপচয় রোধ এবং তার ব্যবহার সেই সঙ্গে ফ্লোরাইড মুক্ত পরিশ্রুত পানীয় জল কিভাবে পাওয়া যায় সেই প্রসঙ্গে প্রশিক্ষণ দেওয়া হবে।

দু’দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে কেন্দ্রীয় ভূ-গর্ভস্থ পানীয় জল পর্ষদের পূর্বাঞ্চল শাখার আধিকারিকরা এবং ছত্রিশগড়ের রায়পুরে অবস্থিত রাজীব গাঁধী জাতীয় ভূ-গর্ভস্থ জল অনুসন্ধান এবং গবেষণাগারের বিভিন্ন বৈজ্ঞানিকরা প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখবেন এবং প্রশিক্ষণ দেবেন।

সেতু নির্মাণ শুরু। পুরুলিয়ার বলরামপুর-বাঘমুণ্ডি রাস্তায় শোভা নদীর উপরে বিকল্প সেতু গড়ার কাজ শুরু করল পূর্ত দফতর। সোমবার দুপুরে জলের তোড়ে এই নদীর নির্মীয়মাণ নতুন সেতুর পাশে সাময়িক ভাবে যান চলাচলের জন্য তৈরি বিকল্প সেতুটি ভেসে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE