Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বালির ট্রাকের ধাক্কায় মৃত্যু, বিক্ষোভ

বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। তারপরই ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের হটিনগর মোড়ের কাছে, সিউড়ি–বহরমপুর সড়কে।

নিজস্ব সংবাদদাতা
ময়ূরেশ্বর শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০২:৩৯
Share: Save:

বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। তারপরই ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘ সময় পথ অবরোধ করে রাখলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের হটিনগর মোড়ের কাছে, সিউড়ি–বহরমপুর সড়কে। পুলিশ জানায়, মৃত মোটরবাইক আরোহীর নাম সুজিত মণ্ডল (৫৫)। বাড়ি ময়ূরেশ্বরেরই নারায়ণপুর গ্রামে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মোটরবাইকে কোটাসুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন সুজিতবাবু। হটিনগর মোড়ের কাছে বাঁক নেওয়ার সময় উল্টো দিকে আসা একটি বালি বোঝাই ট্রাকের সামনে পড়ে যান সুজিতবাবু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই ঘটনার পরই ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়েরা। ঘণ্টা দু’য়েক পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

বালিবোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। গত বছর সাঁইথিয়ার নতুন ব্রিজের কাছে বালিবোঝাই ট্রাকের ধাক্কায় এক বালিকার মৃত্যু হয়। মাস ছ’য়েক আগে একই ভাবে ময়ূরেশ্বরের ষাটপলশায় মৃত্যু হয় এক কৃষিজীবীর। প্রায় একই সময়ে তোলা এড়িয়ে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে বালি বোঝাই ডাম্পার ময়ূরেশ্বরে পিষে দেয় পেশায় রাজমিস্ত্রি এক যুবককে। উত্তেজিত জনতা তখন পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়। থানা ভাঙচুরেরও অভিযোগ ওঠে। অন্য নানা ক্ষেত্রেও পুলিশের বিরুদ্ধ্বে তোলাবাজির অভিযোগে পথ অবরোধের জেরে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের।

পুলিশ অবশ্য কোনও ক্ষেত্রেই তোলাবাজির অভিযোগ মানতে চায়নি। এ দিনের ঘটনায় পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।

স্মারকলিপি। কর্মীদের জন্য স্থায়ী ঘরের ব্যবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধির নিরিখে বরাদ্দ বৃদ্ধি-সহ আট দফা দাবিতে কাটোয়া ১ ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসারের কাছে স্মারকলিপি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নের সহযোগিতায় সমাজকল্যাণ শাখার উদ্যোগে ওই স্মারকলিপি দেন ৭০ জন অঙ্গনওয়াড়ি কর্মী। মহকুমা সম্পাদক জয়ন্তিকা দাস জানান, প্রতিটি সেন্টারে গ্যাসের ব্যবস্থার দাবি জানানো হয়।এ ছাড়া কর্মীদের বদলির ক্ষেত্রে অনিয়ম দূর করার দাবিও জানানো হয়। বিয়গুলি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন সিডিপিও তপনকুমার মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE