Advertisement
২৬ এপ্রিল ২০২৪

একাদশে ভর্তি বান্দোয়ানে

এ দিকে, মাধ্যমিকের ফল বেরনোর পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ায় ওই স্কুলের পড়ুয়ারা মুশকিলে প়ড়েছিল। বান্দোয়ান বাজারে তিনটি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। একটিই মেয়েদের।

নিজস্ব সংবাদদাতা
বান্দোয়ান শেষ আপডেট: ১৯ জুন ২০১৭ ০১:৪৬
Share: Save:

শিক্ষকের অভাবের কথা জানিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি স্থগিত রাখা হয়েছিল বান্দোয়ান গার্লস হাইস্কুলে। শুক্রবার পরিচালন কমিটির বৈঠকের পরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই দিনেই প্রায় ৬০ জন ছাত্রীকে একাদশ শ্রেণিতে ভর্তি করা হয়েছে।

উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম হয়েছিল বান্দোয়ান গার্লস হাইস্কুলেরই অনুপমা হাঁসদা। সেই সাফল্যে সংবাদের শিরোনামে আসে স্কুলটি। কিন্তু তার পরেই প্রদীপের নীচে অন্ধকার ঘনায়। বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাবের কথা বলে স্কুল পরিচালন কমিটি একাদশ শ্রেণিতে ভর্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। স্কুলের প্রধান শিক্ষিকা বীথিকা চট্টোপাধ্যায় জানান, উচ্চ মাধ্যমিক স্তরে পঠনপাঠনের জন্য পাঁচটি বিষয়ের অন্তত পাঁচজন শিক্ষক দরকার। কিন্তু এখন সেটুকুও ওই স্কুলে নেই। সংস্কৃত ও ভূগোলের শিক্ষিকা বদলি নিয়ে চলে গিয়েছেন। হোম সায়েন্সের শিক্ষিকাও জুলাইয়ের গোড়ায় চলে যাবেন। তাঁর দাবি, শিক্ষক চেয়ে অনেক বার কাউন্সিলে আবেদন জানানো হয়েছে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি রঘুনাথ মাঝির দাবি, শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই ভর্তি স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

এ দিকে, মাধ্যমিকের ফল বেরনোর পরে উচ্চ মাধ্যমিকে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ায় ওই স্কুলের পড়ুয়ারা মুশকিলে প়ড়েছিল। বান্দোয়ান বাজারে তিনটি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। একটিই মেয়েদের। অন্য দু’টি কো-এডুকেশন। এলাকার এক মাত্র মেয়েদের স্কুলটিতে উচ্চ মাধ্যমিকে ভর্তি স্থগিত হয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েন অভিভাবকেরাও। এক অভিভাবক বলেন, ‘‘আমি নিশ্চিত ছিলাম এই স্কুল থেকেই মেয়ে উচ্চ মাধ্যমিক পড়তে পারবে। কিন্তু পাশ করার পরে ভর্তি বন্ধ থাকায় বাধ্য হয়ে অন্য স্কুল ভর্তি করেছি। এখন শুনছি গার্লস স্কুলেও ভর্তি নেওয়া শুরু হয়েছে।’’ অন্য স্কুলগুলি নিজেদের মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়ায় অনেকের ভর্তি নিয়ে অনিশ্চয়তাও দেখা দিচ্ছিল।

শেষ পর্যন্ত অস্থায়ী শিক্ষক নিয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুরু হয়েছে ভর্তি।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জেলার উপদেষ্টা মণ্ডলীর সদস্য কল্যাণপ্রসাদ মাহাতো জানান, ওই স্কুলের প্রধান শিক্ষিকা সমস্যার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ‘‘প্রধান শিক্ষিকাকে জানিয়েছি, সংসদের নিয়ম মোতাবেক পরিচালন সমিতি স্থানীয় স্তরে শিক্ষক নিয়োগ করতে পারেন। তবে কোনও ভাবেই ভর্তি বন্ধ করা যাবে না।’’

প্রধান শিক্ষিকা জানান, শুক্রবার পরিচালন কমিটি বৈঠকে স্থির হয়েছে, অস্থায়ী শিক্ষক নিয়োগ করে পঠনপাঠন চালু রাখা হবে। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই ভর্তি শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE