Advertisement
০৫ মে ২০২৪

এ বার অনুব্রত দুষলেন দুষ্কৃতীদের

বালিঘাটের দখল কার হাতে থাকবে, তা নিয়ে শুক্রবারই রক্তাক্ত হয়েছে বীরভূমের লাভপুর। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওই দিনই জানিয়েছিলেন, ঘটনার পিছনে সিপিএমের হাত রয়েছে।

ধরা-ধরি: শান্তি মিছিলের পরে সভায় বক্তব্য রাখতে উঠছেন অনুব্রত মণ্ডল । নিজস্ব চিত্র

ধরা-ধরি: শান্তি মিছিলের পরে সভায় বক্তব্য রাখতে উঠছেন অনুব্রত মণ্ডল । নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
রামপুরহাট শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৭ ০২:০৮
Share: Save:

বালিঘাটের দখল কার হাতে থাকবে, তা নিয়ে শুক্রবারই রক্তাক্ত হয়েছে বীরভূমের লাভপুর। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ওই দিনই জানিয়েছিলেন, ঘটনার পিছনে সিপিএমের হাত রয়েছে। শনিবার রামপুরহাট শহরে শান্তি মিছিল করতে গিয়ে ভোলবদলে বললেন, ‘‘লাভপুরে বোমা বিস্ফোরনে মৃতেরা কোনও দলের নয়। না কংগ্রেস, না বিজেপি, না সিপিএম, না তৃণমূল। ওরা কোনও দলের নয়। ওরা বালি মাফিয়া।’’

সিউড়ি-বোলপুরের পরে এ দিন মিছিলে ছিলেন দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, জেলার দুই মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মৈনুদ্দিন শামস, অশোক চট্টোপাধ্যায়, আব্দুর রহমান এবং দলের জেলা-সহ সভাপতি অভিজিৎ সিংহ এবং অন্যান্য জেলা ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতৃত্ব। মহকুমার প্রান্ত থেকে বাসে করে মিছিলে তৃণমূল কর্মী-সমর্থকরা যোগ দেন। রামপুরহাট গাঁধী স্টেডিয়াম লাগোয়া দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয় এবং ব্যাঙ্ক রোড, মহাজন পট্টি রোড ধরে দেশবন্ধু রোড ধরে মিছিল পাঁচ পাথায় শেষ হয়। মিছিল শেষে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘হিন্দুই হোক বা মুসলমান হোক বা খ্রীষ্টান হোক প্রত্যেকেই নিজের নিজের ধর্ম পালন করবে। ধর্ম নিয়ে রাজনীতি বরদাস্ত করব না।’’ অনুব্রত মণ্ডল এ দিন বলেন, ‘‘পুলিশ কি করে জানবে কে কোথায় বোমা বাঁধছে। পুলিশের কাজ পুলিশ করছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sand Smugling Anubrata Mandal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE