Advertisement
০৫ মে ২০২৪
Dengue

হানা এ বার মন্ত্রীর গ্রামেও

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পাড়া ব্লকের মহাদেবপুর, মানবাজার ২ ব্লকের ধান্দা, পুরুলিয়া ১ ব্লকের গাড়াফুসড় ও পুরুলিয়া ২ ব্লকের বোঙাবাড়ি গ্রামে চার জনের রক্তের নমুনায় ডেঙ্গির জীবাণু মিলেছে।

প্রচার: জেলা সদরে। নিজস্ব চিত্র

প্রচার: জেলা সদরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০০:০০
Share: Save:

আরও চার জন ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলল জেলায়। তালিকায় রয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতোর গ্রামও।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পাড়া ব্লকের মহাদেবপুর, মানবাজার ২ ব্লকের ধান্দা, পুরুলিয়া ১ ব্লকের গাড়াফুসড় ও পুরুলিয়া ২ ব্লকের বোঙাবাড়ি গ্রামে চার জনের রক্তের নমুনায় ডেঙ্গির জীবাণু মিলেছে। পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিলকুমার দত্ত জানান, ওই চারজনই পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁদের সবাইকে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। তবে দফতর পরিস্থিতির উপরে নজর রেখেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দাবি, ওই চার জনের মধ্যে তিন জন কর্মসূত্রে বাইরে থাকেন। জ্বর নিয়ে বাইরে থেকে জেলায় এসেছিলেন। তবে মানবাজার ২ ব্লকের ডেঙ্গি আক্রান্তের বিষয়ে এখনও বিশদে খোঁজ মেলেনি।

জেলার চারটি ব্লকের যে গ্রামগুলি থেকে ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে, তার মধ্যে রয়েছে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতোর গ্রাম গাড়াফুসড়। শান্তিরামবাবু বলেন, ‘‘আমি খবর নিয়ে দেখেছি গাড়াফুসড় গ্রামে যে যুবকের রক্তের নমুনায় ডেঙ্গির জীবাণু মিলেছে তিনি চেন্নাইয়ে কাজ করতেন। বাইরে থেকেই জ্বর নিয়ে এসেছিলেন।’’ পুর-এলাকার বাইরে ব্লকে ডেঙ্গির জীবাণু মেলায় সোমবার থেকেই জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে স্বচ্ছতা পখওয়াড়া নামে এক বিশেষ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়া জেলাশাসক অলকেশপ্রসাদ রায়। তিনি জানান, আক্রান্তের চিকিৎসা হবে। কিন্তু নিম্নচাপের বৃষ্টিতে জল জমে চিন্তার ব্যাপার হয়ে উঠেছে। তাই জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে সোমবার থেকে এক সপ্তাহের বিশেষ স্বচ্ছতা অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। সচেতনতা প্রচারের পাশাপাশি বিভিন্ন এলাকায় মশা মারার ওষুধ স্প্রে করা হবে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE