Advertisement
২৬ এপ্রিল ২০২৪
রঘুনাথপুর ১ ব্লক

অনলাইনেই এ বার শংসাপত্র

পঞ্চায়েত থেকে অনলাইনে জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়ার কাজ শুরু করার সিদ্ধান্ত নিল রঘুনাথপুর ১ ব্লক প্রশাসন। সম্প্রতি ব্লক অফিসে এ নিয়ে আলোচনা হয়। ছিলেন বিডিও পূর্বিতা চট্টোপাধ্যায়,পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ মাহাতো-সহ ব্লক প্রশাসনের অন্যান্য কর্তারা।

নিজস্ব সংবাদদাতা
রঘুনাথপুর শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫৩
Share: Save:

পঞ্চায়েত থেকে অনলাইনে জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়ার কাজ শুরু করার সিদ্ধান্ত নিল রঘুনাথপুর ১ ব্লক প্রশাসন। সম্প্রতি ব্লক অফিসে এ নিয়ে আলোচনা হয়। ছিলেন বিডিও পূর্বিতা চট্টোপাধ্যায়,পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ মাহাতো-সহ ব্লক প্রশাসনের অন্যান্য কর্তারা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্য সরকার তফসিলি জাতি, উপজাতি শংসাপত্র সহ অন্যান্য শংসাপত্র দেওয়ার কাজ অনলাইনেই সম্পন্ন করার উপরে জোর দিচ্ছে। সেই প্রেক্ষিতেই রঘুনাথপুর ১ ব্লক প্রশাসন চাইছে, জন্ম-মৃত্যুর শংসাপত্র পঞ্চায়েত থেকে অনলাইনে দেওয়ার ব্যবস্থা করতে। বিডিও জানান, স্থির হয়েছে আবেদনকারীরা কম্পিউটারে অনলাইনে নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করবেন। তারপর পঞ্চায়েত সেই আবেদনপত্র প্রয়োজনীয় নথি যাচাই করে শংসাপত্র দেবে। এ ক্ষেত্রে পঞ্চায়েতের কর্মীরা আবেদনকারীদের বাড়িতে গিয়েই যাচাইয়ের কাজ করবেন। অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে শংসাপত্র পাওয়ার জন্য আবেদনকারীদের পঞ্চায়েতে ছোটাছুটি করতে হবে না।

সভাপতি কৃষ্ণ মাহাতো বলেন, ‘‘রঘুনাথপুর ১ ব্লক এলাকার পঞ্চায়েতগুলিতে ইন্টারনেটের সংযোগ আছে। ফলে অনলাইনে আবেদন করলে পরবর্তী কাজ পঞ্চায়েত থেকে করতে কর্মীদের সমস্যা হবে না।” তবে ঠিক কবে থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে, তা জানাতে পারেনি পঞ্চায়েত সমিতি। কৃষ্ণবাবু জানান, কিছু কাজ এখনও বাকি আছে। তবে দ্রুত এই প্রক্রিয়া তাঁরা শুরু করে দিতে চাইছেন।

আজ অধীর। পঞ্চায়েত ভোটের প্রস্তুতির লক্ষ্যে নতুন বছরের শুরু থেকেই নিজেদের গোছাতে চায় কংগ্রেস। দলের জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন, ‘‘প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে দিয়ে কর্মিসভা করা হচ্ছে। আজ সোমবার ঝালদা ২ ব্লকের সদর কোটশিলায় অধীরবাবুর কর্মিসভা রয়েছে। সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ও এই কর্মিসভায় থাকবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birth Certificate Death Certificate
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE