Advertisement
১১ মে ২০২৪

মানবাজারে দোকানে আগুন

রাতের অন্ধকারে পুড়ে গেল তিনটি দোকান। মঙ্গলবার রাত ১১টা নাগাদ মানবাজারের পোস্ট অফিস মোড় লাগোয়া এলাকায় আগুন লাগে।

বেরোচ্ছে ধোঁয়া।—নিজস্ব চিত্র।

বেরোচ্ছে ধোঁয়া।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মানবাজার শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৫০
Share: Save:

রাতের অন্ধকারে পুড়ে গেল তিনটি দোকান। মঙ্গলবার রাত ১১টা নাগাদ মানবাজারের পোস্ট অফিস মোড় লাগোয়া এলাকায় আগুন লাগে। দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় ওই দোকানগুলি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিডিও (মানবাজার ১) সত্যজিৎ বিশ্বাস। প্রাথমিক ভাবে একটি জলের ট্যাঙ্ক নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। কিছুক্ষণ পরে পুরুলিয়া থেকে দমকল যায়। স্থানীয় বাসিন্দারা জানান, কিছুক্ষণের মধ্যেই জল ফুরিয়ে গেলে স্থানীয় একটি পুকুর থেকে জল ভরার বন্দোবস্ত করা হয়।

বুধবার সকালে এলাকায় গিয়ে দেখা গেল, তখনও দোকানের ভিতর থেকে ধোঁয়া উঠছে। একটি মণিহারি দোকানের মালিক রাজা দাস বলেন, ‘‘মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে যখন বাড়ি যাই, তখন সব ঠিকঠাকই ছিল। বাড়িতে গিয়ে ঘুমানোর যখন তোড়জোড় করছি, সেই সময় হঠাৎ ফোনে খবর পাই, দোকানে আগুন লেগেছে। ছুটে গিয়ে দেখি দাউদাউ করে সব জ্বলছে। দোকান থেকে কিছুই বের করে আনতে পারিনি। সব শেষ হয়ে গেল!’’

পাশের মুদিখানা দোকানের মালিক রবি ঘোষের আক্ষেপ, ‘‘প্রায় দেড় বছর আগে আমার দোকানে আগুন লেগেছিল। সেই ক্ষতি সামলে নেওয়ার আগেই আবার বড় ক্ষতি হয়ে গেল।’’ অবশ্য রেডিমেড পোশাকের দোকানের মালিক রুদ্রজিৎ গোপ জানান, খবর পেয়ে ছুটে এসে তিনি কিছু জিনিসপত্র দোকান থেকে বের করে আনতে পেরেছিলেন।

পুলিশ জানিয়েছে, কী করে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। জ্বলন্ত ধূপ থেকে বা শর্ট সার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে বলে দমকলকর্মীদের একাংশের অনুমান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Shop Manbazar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE