Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিজেপি-র দুই নেতাকে মারধর, নিশানায় তৃণমূল

বিজেপি-র দুই নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত কিছু লোকজনের বিরুদ্ধে। প্রহৃত হুড়া থানা এলাকার হিজুলি গ্রামের বাসিন্দা আব্দুল আলিম আনসারি ও লক্ষণপুরের বাসিন্দা রিপন ঘোষকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, দু’জনেই আপাতত সুস্থ।

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৫
Share: Save:

বিজেপি-র দুই নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত কিছু লোকজনের বিরুদ্ধে। প্রহৃত হুড়া থানা এলাকার হিজুলি গ্রামের বাসিন্দা আব্দুল আলিম আনসারি ও লক্ষণপুরের বাসিন্দা রিপন ঘোষকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, দু’জনেই আপাতত সুস্থ। পুলিশ জানিয়েছে, ঘটনায় ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের মধ্যে চার জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অন্য দুই অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

বিজেপি সূত্রের খবর, আব্দুল আলিম আনসারি বিজেপির সংখ্যালঘু সেলের জেলা সভাপতি এবং রিপন দলের হুড়া ব্লক কমিটির সম্পাদক। বৃহস্পতিবার হাসপাতালে এই দু’জনকে দেখতে এসে শাসকদলকেকেই দূষেছেন দলের সংখ্যালঘু সেলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আরশাদ আলম ও সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সম্পাদক আলি হোসেন।

ঘটনাটি ঠিক কী?

পুরুলিয়া সদর হাসপাতালের শয্যায় শুয়ে আব্দুল আলম আনসারি জানান, গত সোমবার, ২২ অগস্ট পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কের ধারে মঙ্গলপুরে রিপনের হোটেলে প্রহৃত হন তিনি। তাঁকে বাঁচাতে এসে বেধড়ক মার খান রিপনও। রিপনের কথায়, ‘‘মেরে আমার বাঁ হাত ভেঙে দেওয়া হয়েছে।’’ কেন মারধর? আলিম বলেন, ‘‘গত বছর লালপুর মহাত্মা গাঁধী কলেজের ছাত্র সংসদে আমরা জিতেছিলাম। আমিই গোটা নির্বাচনে নেতৃত্ব দিয়েছিলাম। ফের কলেজে নির্বাচন আসছে। তাই আগেভাগেই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে শাসকদল।’’ আক্রমণে নেতৃত্ব দেওয়া কয়েক জনকে তিনি চিহ্নিত করে পুলিশকে জানিয়েছেন বলেও দাবি করেছেন। গোটা ঘটনায় তৃণমূলের যোগ মানতে চাননি হুড়ার বাসিন্দা তথা তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য নরেন চক্রবর্তী। তাঁর দাবি, অভিযুক্তদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP TMC Lynch
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE