Advertisement
০২ মে ২০২৪

চার গোলে জয়ী পিঙ্কিরা

সুব্রত কাপ স্কুল ফুটবলের অনূর্ধ্ব ১৭ বিভাগে জেলার মধ্যে চ্যাম্পিয়ন হল হুড়ার অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয় এবং টামনার বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয়।

ভিকট্রি। পুরুলিয়া জেলার সুব্রত কাপ চ্যাম্পিয়ন বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয়। ছবি: সুজিত মাহাতো

ভিকট্রি। পুরুলিয়া জেলার সুব্রত কাপ চ্যাম্পিয়ন বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয়। ছবি: সুজিত মাহাতো

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া শেষ আপডেট: ২১ জুলাই ২০১৬ ০১:৩৭
Share: Save:

সুব্রত কাপ স্কুল ফুটবলের অনূর্ধ্ব ১৭ বিভাগে জেলার মধ্যে চ্যাম্পিয়ন হল হুড়ার অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয় এবং টামনার বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয়। বুধবার পুরুলিয়ায় মানভূম ক্রীড়া সংস্থার মাঠে ছেলেদের এবং মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিভাগে ফাইনাল খেলা হয়। ছেলেদের বিভাগে অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয় পুরুলিয়া ২ ব্লকের গোলামারা উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে। অর্জুনজোড়ার হয়ে সানকু মান্ডি ২টি এবং অজয় মুর্মু ১টি গোল করেছে। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সুকুমার মাহাতোর করা ১টি গোলে ব্যবধান কমালেও জয়ের নাগাল পায়নি গোলামারা উচ্চ বিদ্যালয়।

জিতল হুড়ার অর্জুনজোড়া।

ওই বিভাগে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় অর্জুনজোড়ার জ্যোতিলাল সোরেন। অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিভাগের ফাইনালে টামনার বিদ্যাসাগর আবাসিক বালিকা বিদ্যালয় ৪-০ গোলে হুড়ার লধুড়কা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। বিদ্যাসাগর আবাসিকের হয়ে পিঙ্কি সিংহ ঠাকুর দু’টি এবং সান্ত্বনা মাহাতো ও সুপ্রমাবতী মাহাতো ১টি করে গোল করে। ফাইনালে সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছে বিদ্যাসাগরের দশমী মাহাতো। ওই মাঠেই অনুর্ধ্ব ১৪ ছেলেদের বিভাগের ফাইনাল খেলা হয়েছিল মঙ্গলবার। সেই খেলায় বলরামপুরের মালতি শ্যামনগর জিলপা লায়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। তারা ২-০ গোলে পুরুলিয়া জিলা স্কুলকে পরাজিত করে। মালতি শ্যামনগরের হয়ে ২টি গোলই করে শঙ্কর মুর্মু। শঙ্কর ফাইনালে সেরা খেলোয়াড়ের সম্মান পায়। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরউদ্দিন হালদার জানান, অনূর্ধ্ব ১৭ মেয়েদের বিভাগে ১৬টি স্কুল এবং ছেলেদের বিভাগে ৫০টি স্কুল যোগ দিয়েছিল। অনূর্ধ্ব ১৪ ছেলেদের বিভাগে যোগ দিয়েছিল ১৪টি স্কুল। ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার কামালউদ্দিন আনসারি এবং জেলা শারীরশিক্ষা আধিকারিক বিকাশচন্দ্র মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE