Advertisement
১১ মে ২০২৪

খেলার টুকরো খবর

তপন সিকদার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল ময়ূরেশ্বর থানার শিবপুর আদিবাসী ফুটবল দল। বৃহস্পতিবার মদিয়ান গ্রামে টুরকু হাঁসদা লেপসা হেমব্রম কলেজ মাঠে শিবপুর ১-০ গোলে রামপুরহাট থানার চাঁদনি আদিবাসী ফুটবল দলকে পরাজিত করে।

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৪ ০০:৩৯
Share: Save:

জয়ী শিবপুর
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

তপন সিকদার স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল ময়ূরেশ্বর থানার শিবপুর আদিবাসী ফুটবল দল। বৃহস্পতিবার মদিয়ান গ্রামে টুরকু হাঁসদা লেপসা হেমব্রম কলেজ মাঠে শিবপুর ১-০ গোলে রামপুরহাট থানার চাঁদনি আদিবাসী ফুটবল দলকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি হয়। আগামী ৫ নভেম্বর এই মাঠেই প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে মহম্মদবাজারের রাইপুর আদিবাসী ফুটবল দল এবং শিবপুর আদিবাসী ফুটবল দল। উদ্যোক্তারা জানান, ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবলার ষষ্ঠী দুলে।

পুরুষ-মহিলার ফুটবল ও ক্রিকেট মানবাজারে

মানবাজার ২ ব্লকের বারি গ্রামে প্রাক্তন মন্ত্রী ‘সীতারাম মাহাতো স্মৃতি রক্ষা কমিটি’র পরিচালনায় মঙ্গলবার বারি হাইস্কুল মাঠে পুরুষ ও মহিলাদের ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা হল। স্মৃতি রক্ষা কমিটির সভাপতি অনিলবরণ মাহাতো বলেন, “এ বার ১৩ তম বার্ষিক প্রতিযোগিতা হল। মঙ্গলবার চূড়ান্ত খেলাগুলি হয়েছে। ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে ‘ফাইভ স্টার দল’ ৭ উইকেটে বিজয়ী হয়। আগে মাঠে নেমে ‘ধারগ্রাম ক্রিকেট দল’ সব উইকেট হারিয়ে ১০৯ রান তোলে। ফাইভ স্টার ৩ উইকেট হারিয়ে ১১০ রান তুলে ফেলে। মহিলাদের ফুটবলে ‘জে জে হিপিড় পিও দল’কে ১-০ গোলে হারিয়ে ‘কুটনী মহিলা দল’ বিজয়ী হয়েছে। পুরুষদের ফুটবল প্রতিযোগিতায় চূড়ান্ত খেলায় ‘মুর্মু একাদশ’ ও ‘বারি অগ্রগামী দল’ ওঠে। নির্ধারিত সময়ে ও পেনাল্টিতে মীমাংসা না হওয়ায় রাউন্ড খেলায় ১-০ গোলে মুর্মু একাদশ জয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলার সাংসদ মৃগাঙ্ক মাহাতো ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাতে ছৌ নাচ প্রদর্শিত হয়।

ঝালদায় ফুটবল ম্যাচ

হাড্ডাহাড্ডি লড়াই। ঝালদার সত্যভামা বিদ্যাপীঠে।—নিজস্ব চিত্র।

ঝালদার সত্যভামা বিদ্যাপীঠের ময়দানে সম্প্রতি দেবেন মাহাতো স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল হয়ে গেল। খেলায় নির্ধারিত সময় সীমার মধ্যে কোনও দলই বিপক্ষকে কাবু করতে পারেনি। পরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে কলকাতার ঋষিকেশ পার্ক স্পোর্টিং ক্লাব ৫-৪ গোলে হারাল বোকারোর মাহাতো স্পোর্টি ক্লাবকে।

ফাইনালে মুখোমুখি সেবা সঙ্ঘ ও মায়ের আশিস

বিষ্ণুপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের সেমিফাইনাল ছিল বৃহস্পতিবার। বিষ্ণুপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় মুখোমুখী হয়েছিল রসিকগঞ্জ মায়ের আশিস ক্লাব ও বিষ্ণুপুর ফুটবল অ্যাকাডেমি। আয়োজক সংস্থার সম্পাদক বরুণ দে জানান, মায়ের আশিস ৩-০ গোলে ফুটবল অ্যাকাডেমিকে হারিয়ে ফাইনালে উঠল। আগামী ৭ নভেম্বর ফাইনাল ম্যাচে তারা মুখোমুখি হবে শ্যামসুন্দরপুর সেবা সঙ্ঘের সঙ্গে।

শিবডাঙা মাঠে ফুটবল

সোনামুখীর পাঁচাল পঞ্চায়েতের শিবডাঙা হুড়হুড়ে আদিবাসী গাঁওতা আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শুকাশোল আদিবাসী দল। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে শুকাশোল টাইব্রেকারে লালবাঁধ মারাং বুরু গাঁওতাকে হারিয়েছে।


জমে উঠেছে খেলা। সোনামুখীর শিবডাঙায়।—নিজস্ব চিত্র

স্থানীয় শিবডাঙা মাঠে সম্প্রতি দু’দিন ধরে চলা ওই ফুটবল টুর্নামেন্টে ২২টি আদিবাসী দল যোগ দিয়েছিল। ক্লাব সম্পাদক সুনীল মান্ডি জানান, উইনার্স দলকে বড় ভেড়া ও রানার্স দলকে ছোট ভেড়া উপহার দেওয়া হয়েছে। বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

ভাদুলে চলছে ফুটবল ম্যাচ

বাঁকুড়ার ভাদুল গৌরাঙ্গ ক্লাবের পরিচালনায় সম্প্রতি শুরু হয়েছে ‘মঞ্জু মল্ল স্মৃতি ফুটবল প্রতিযোগিতা’। ক্লাবের ফুটবল ময়দানে ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে। মোট ১৬টি দল খেলায় যোগ দিয়েছে। প্রতিযোগিতার প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। দ্রুত দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে বলে জানিয়েছেন ক্লাবের কর্তারা।

বিষ্ণুপুর স্টেডিয়ামে মুখোমুখি রসিকগঞ্জ মায়ের আশিস ক্লাব ও বিষ্ণুপুর ফুটবল অ্যাকাডেমি। বৃহস্পতিবারের নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE