Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এলাকার এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। বাঁকুড়ার হিড়বাঁধ থানার মলিয়ান এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা।

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৪ ০১:১০
Share: Save:

শ্লীলতাহানির নালিশ, রানিবাঁধে ধৃত যুবক

নিজস্ব সংবাদদাতা • রানিবাঁধ

টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এলাকার এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। বাঁকুড়ার হিড়বাঁধ থানার মলিয়ান এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে আলোক কর্মকার নামে বছর একুশের অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রী পাশের একটি গ্রাম থেকে টিউশন নিয়ে একাই সাইকেল বাড়ি ফিরছিল। সেই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। মলিয়ান হাটতলার কাছে অন্ধকার রাস্তায় আলোক মেয়েটির সাইকেল আটকে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই কিশোরী চিৎকার চেঁচামেচি শুরু করতেই আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। আলোককে ধরে মারধর করে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে স্থানীয় আমঝুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির ব্যবস্থা করায়। রাতে কিশোরীর বাবা আলোকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত যুবকের দাদা তারক কর্মকারও পুলিশের কাছে ওই কিশোরীর বাবা-সহ তিন জনের বিরুদ্ধে তাঁর ভাইকে মারধরের পাল্টা অভিযোগ দায়ের করেছেন। ওই কিশোরীর বাবার অভিযোগ, “আমার মেয়েকে একলা পেয়ে আলোক তার শ্লীলতাহানির চেষ্টা করে। মেয়ে কোনও রকমে চিৎকার করে ওঠে। তা শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অলোককে হাতেনাতে ধরেছে।” ধৃত যুবকের দাদা অবশ্য অভিযোগ মানতে চাননি। তাঁর পাল্টা দাবি, “আমার ভাই নির্দোষ। মিথ্যা অভিযোগ তুলে ওই কিশোরীর বাবা ও স্থানীয় দু’জন আমার ভাইকে মেরেছেন।” শুক্রবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ১০ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।

প্রতারণা, তৃণমূল নেত্রীর ছেলে পুলিশি হেফাজতে

নিজস্ব সংবাদদাতা • বরাবাজার

প্রতারণায় অভিযুক্ত বরাবাজারের লগ্নি সংস্থার এজেন্ট বাপি বড়ালকে ৯ দিনের জন্য নিজেদের হেফাজতে নিল পুলিশ। বরাবাজারের তৃণমূল কর্মাধ্যক্ষের ওই ছেলে ক’দিন আগে পুরুলিয়া আদালতে আত্মসমর্পণ করেছিলেন। পুলিশের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারক বাপিকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওই একই অভিযোগে পুলিশ হত শুক্রবার রাতে বাপির মা তথা বরাবাজার পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অমিতা বড়ালকে গ্রেফতার করেছে। বরাবাজারের নামোপাড়ায় তাঁদের বাড়ি। ঝালদার বাসিন্দা এক মহিলা অমিতাদেবী ও বাপির বিরুদ্ধে বেসরকারি লগ্নি সংস্থায় আমানত করার জন্য তাঁর কাছ থেকে টাকা নিয়ে পরে প্রতিশ্রুতি রাখেননি বলে থানায় অভিযোগ করেছেন। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অমিতাদেবী ছেলের হয়ে লগ্নি সংস্থায় আমানতের টাকা সংগ্রহ করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে প্রতারণার ধরণ ও কী পরিমাণ টাকা প্রতারণা করা হয়েছে তা বিশদে জানতে মা ও ছেলেকে জেরা করা দরকার। ইতিপূর্বে অমিতাদেবীকে পাঁচ দিনের পুলিশ হেফাজত হয়েছিল।

জঞ্জাল পরিষ্কার করার ডাক রাহুলের

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

তারাপীঠের ফুলিরডাঙায় রাহুল সিংহ। —নিজস্ব চিত্র

জেলা যুব মোর্চার তিন দিনের সম্মেলন উপলক্ষে তারাপীঠে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ তৃণমূল সরকারকে ‘জঙ্গলের সরকার’ বলে কটাক্ষ করেন। শুক্রবার তারাপীঠের সভায় উপস্থিত প্রায় হাজার দশেক বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “ভোট চাইতে আসিনি এখানে। আগামী ২০১৬ সালে পশ্চিমবাংলার বুকে এই জঞ্জালকে পরিষ্কার করে যে সরকার গঠন হবে তার ভিত্তিপ্রস্তর এখানে করতে এসেছি।” সেই সঙ্গে সারদা প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “ আমিই প্রথম সিবিআই চেয়েছিলাম। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। প্রথম একটি ক্লাব কর্তা ধরা পড়েছেন। তৃণমূলের সর্বোচ্চ শিখরে গিয়ে তদন্ত থামবে।” এ দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা তথা বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া, দুবরাজপুর, নলহাটি এই সমস্ত শহরাঞ্চলে বিজেপিকে মানুষ ভোট দিয়েছে। কিন্তু গ্রামাঞ্চলে ওরা ভোট চুরি করে আমাকে হারিয়েছে।” শতাব্দী রায়ের নাম না উল্লেখ করে তিনি বলেন, “যিনি আমার বিরুদ্ধে জয়ী হয়েছেন তিনি এক সময় আমার বন্ধু ছিলেন। তিনিও সারদার টাকা নিয়ে বসে আছেন।” দু’জনেই তৃণমূলের শিল্পনীতি, কৃষি নীতি নিয়ে আক্রমণ করেছেন। রাহুল সিংহ দাবি করেন, “যতদিন পশ্চিমবাংলায় তৃণমূল থাকবে, ততদিন ধর্ষণ থাকবে। বাংলায় যে দিন বিজেপি আসবে মা বোনের প্রতি অত্যাচার হবে না।”

বন্ধ খাদান খোলার আশ্বাস দিলেন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার

জেলা শ্রম দফতরের উদ্যোগে শুক্রবার অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষামূলক প্রকল্প বিষয়ক একটি শিবির হয়েছে মহম্মদবাজারের টুরকু হাঁসদা স্মৃতি শতবার্ষিকী সদন হলে। এই শিবির থেকে এলাকার বেশ কিছু অসংগঠিত শ্রমিকের পরিবারের হাতে চেক ও সাইকেল দেওয়া হয়। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, প্রতিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলাশাসক পি মোহন গাঁধী প্রমুখ। মলয়বাবু বলেন, “কয়েক মাস আগে শ্রম দফতরের একটি অনুষ্ঠানে এসেছিলাম। ওই দিন জেলা সভাধিপতি আমার কাছে একটি প্রস্তাব রাখেন, নানা রোগে আক্রান্ত এই এলাকার বিশেষ করে পাথর খাদান এলাকার লোকজনের চিকিৎসার সুবিধার্থে একটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য। হিংলো পঞ্চায়েতের হরিণসিঙা গ্রামে স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা হয়ে গিয়েছে।” অসংগঠিত শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “যে সব অসংগঠিত শ্রমিক আছেন, তাঁদের জন্য অনেক প্রকল্প আছে। ওই সব প্রকল্পের সুবিধা পেতে গেলে শ্রম দফতরে নাম নথিভূক্ত করতে হবে।” পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, “বামফ্রণ্টের আমলে দার্জিলিং-এ ৩২টা চা শিল্প বন্ধ হয়েছিল। বর্তমানে চারটি বন্ধ আছে। এই চারটির মধ্যেও তিনটি বামফ্রণ্টের আমলে বন্ধ হয়েছিল।” মুরারইয়ে বন্ধ পাথরশিল্প প্রসঙ্গে বলেন, “শিল্প সমস্যা সব সময় থাকবে। তা সমাধান করাটাই কাজ। দেখে ব্যবস্থা নেব।”

ছিনতাই, আটক যুবক

নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার

এক ট্রাক চালকের কাছ থেকে ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল মহম্মদবাজারের পাঁচামি পাথর খাদান এলাকার চন্দ্রপুর গ্রামের কাছে। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে পাঁচামি এলাকায় পাথর বোঝাই করতে যাচ্ছিল দক্ষিণ ২৪ পরগনা এলাকার একটি ট্রাক। চাঁদপুর গ্রামের জঙ্গলের কাছে কয়েকজন দুষ্কৃতী ট্রাক চালককে আটক করে। চালকের চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। যাওয়ার সময় ২০ হাজার টাকা নিয়ে তারা পালিয়েছে বলে অভিযোগ ট্রাক চালক ভবেন্দ্রচন্দ্র মিশ্রের। পুলিশ জানায়, ওই ঘটনায় যুক্ত সন্দেহে গ্রামবাসীদের সহায়তায় চাঁদপুর গ্রামের মিলন ঝা নামে এক যুবককে আটক করা হয়েছে।

নদীতে বৃদ্ধের মৃত্যু বরাবাজারে

নিজস্ব সংবাদদাতা • বরাবাজার

নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে মারা গেলেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার বিকেলে পুলিশ গিয়ে তাঁর দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লোচন মাহাতো (৭৫)। তাঁর বাড়ি বরাবাজার থানার কুদলুং গ্রামে। বৃহস্পতিবার সকালে গ্রামের পাশে কুমারী নদীতে স্নান করতে গিয়েছিলেন লোচনবাবু। দুপুর গড়িয়ে গেলেও তিনি না ফেরায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকেলের দিকে তাঁর দেহ নদীতে ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষ্ণুপুরে চুরি

নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর

মন্দিরের কোলাপসিবল গেটে যথারীতি তালা ঝুলছিল। কিন্তু পুরোহিত পুজো করতে গিয়ে দেখেন কালী মূর্তির গায়ের অলঙ্কার উধাও। শুক্রবার সকালে বিষ্ণুপুর শহরের বিডিও অফিস যাওয়ার রাস্তায় রত্নেশ্বরী কালী মন্দিরের ঘটনা। খবর পেয়ে পুলিশ মন্দিরে চুরির তদন্তে যায়। মন্দির কমিটির সহ-সম্পাদক শুভেন্দু রায় বলেন, “মনে হচ্ছে কোলাপসিবল গেটের ফাঁক দিয়ে আঁকশি ঢুকিয়ে প্রতিমার গা থেকে গয়নাগুলি খোলা হয়েছে। অনেক রাত পর্যন্ত এই রাস্তায় লোক চলাচল করে। এমনটা ঘটবে ভাবতেই পারিনি।” তাঁর দাবি, সোনা ও রুপো মিলিয়ে অনেক টাকার অলঙ্কার চুরি হয়েছে। চুরির তদন্ত শুরু করেছে পুলিশ।

দুর্ঘটনায় জখম

নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান

রাস্তার বাঁকের মুখে দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চার যুবক। বান্দোয়ানের ধাদকা অঞ্চলের পুনশা গ্রামের কাছে শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। আহতদের প্রথমে বান্দোয়ান ব্লক স্বাস্থ্যকেন্দ্রে, পরে জামশেদপুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বান্দোয়ান ব্লক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, আহতরা হলেন বান্দোয়ানের রাজগ্রামের বাসিন্দা ভরত সিং ও শিবু সিং। অন্য মোটরবাইকে ছিলেন গৌতম মাহাতো ও হরিপদ মাহাতো। তাঁদের বাড়ি ওই থানারই সুপুডি গ্রামে। ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ বেসরা বলেন, “চার জনেরই মাথায় ও শরীরে গুরুতর চোট রয়েছে।”

বধূ অগ্নিদগ্ধ

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন এক বধূ। রীণা লোহার নামে ওই বধূর বাড়ি মানবাজার থানার চড়কি গ্রামে। শুক্রবার সন্ধ্যায় তাঁকে প্রথমে মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রের খবর, বধূটির দেহের ৮০ ভাগ পুড়ে গিয়েছে। পুলিশ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • মানবাজার

বাড়ির মনসা পুজোয় আলোর ব্যবস্থা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরুণ কালিন্দী (৩৯)। শুক্রবার দুপুরে মানবাজার থানার ডাকাকেন্দু গ্রামে দুর্ঘটনাটি ঘটে। মৃতের দাদা রথু কালিন্দী বলেন, “ভাই যখন বিদ্যুৎস্পৃষ্ট হয়, তখন ওই ঘরে কেউ ছিল না। পরে ওই ঘর থেকে গোঙানির শব্দ পেয়ে এক জন লাঠির বাড়ি মেরে ভাইকে মাটিতে ফেলে। মানবাজার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ভাইকে মৃত বলে জানান।”

সাইকেল বিলি

নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা

পুঞ্চা ব্লক অফিস থেকে শুক্রবার দ্বিতীয় দফায় ছাত্রীদের সাইকেল বিলি করা হল। পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ জানান, মাসখানেক আগে সাইকেল বিলির অনুষ্ঠানে সব ছাত্রী না থাকায় কিছু সাইকেল থেকে গিয়েছিল। শুক্রবার স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রীদের হাতে সাইকেলগুলি তুলে দেওয়া হয়।

দুর্নীতিতে জেল

আর্থিক দুর্নীতির দায়ে প্রাক্তন এক ব্যাঙ্ক ম্যানেজারের পাঁচ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করল আসানসোলের সিবিআই আদালত। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বারাবনির বারমুন্ডিয়া কোলিয়ারি শাখার প্রাক্তন ম্যানেজার অজয় মিত্রের নামে দু’টি দুর্নীতির মামলা হয়। সরকারি আইনজীবী আশিস মুখোপাধ্যায় জানান, দু’টি মামলার ক্ষেত্রে ২২ হাজার টাকা করে মোট ৪৪ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

হাওড়াকে হারাল পুরুলিয়া

সুব্রত মুখোপাধ্যায় কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব ১৪ বিভাগে বাঁকুড়া ক্লাস্টার থেকে চ্যাম্পিয়ন হয়েছে পুরুলিয়ার চিত্তরঞ্জন বালক উচ্চ বিদ্যালয়। ওই স্কুলের প্রধান শিক্ষক বিবেকবাণী হাজরা জানিয়েছেন, বুধবার বাঁকুড়া স্টেডিয়ামে তাঁরা হাওড়ার মাকড়দহ বামাসুন্দরী উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। তাদের পরের পর্বের খেলা নদিয়ায়।

জয়ী খামারডাঙ পঞ্চানন ক্লাব

পাত্রসায়রের মামুদপুরে একদিনের নক আউট ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল। স্থানীয় মামুদপুর শিবদুর্গা ক্লাব পরিচালিত এই খেলায় চ্যাম্পিয়ন হয় খামারডাঙ পঞ্চানন ক্লাব। খামারডাঙ টাইব্রেকারে ১-০ গোলে পাঁচপাড়া শ্রমজীবী ক্লাবকে হারায়। আয়োজক ক্লাবের সম্পাদক তপন ঘোষ জানান, ফাইনালের ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন বিজয়ী দলের সুজয় মুর্মু। প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল।

হিড়বাঁধে ফুটবলে আট দল

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে হিড়বাঁধ থানার সহায়তায় একটি নক আউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। হিড়বাঁধ থানার ওসি রামনারায়ণ পাল জানান, প্রতিযোগিতায় থানা এলাকার ৬৪টি দল যোগ দিয়েছে। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। তৃতীয় রাউন্ডে ৮টি দল উঠেছে। গত রবিবার হিড়বাঁধ ফুটবল মাঠে এই প্রতিযোগিতার সূচনা করেন খাতড়ার এসডিপিও কল্যাণ সিংহ রায়।

সবিস্তার জানতে ক্লিক করুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE