Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

পাড়ুইয়ের মাখড়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার বাঁকুড়া ও পুরুলিয়া দুই জেলার বিভিন্ন এলাকায় ধিক্কার দিবস পালন করলেন বিজেপি কর্মীরা। দলের বাঁকুড়া জেলা সম্পাদক অভিজিত্‌ দাসের নেতৃত্বে এ দিন দুপুরে শতাধিক কর্মী সমর্থক প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে খাতড়ার রাজাপাড়া থেকে পুরাতন বাজার, দাসের মোড়, কংসাবতী রোড, করালী মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকায় মিছিল করেন।

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ০০:৩২
Share: Save:

বিজেপি-র ধিক্কার মিছিল

নিজস্ব প্রতিবেদন

পাড়ুইয়ের মাখড়ার ঘটনার প্রতিবাদে শুক্রবার বাঁকুড়া ও পুরুলিয়া দুই জেলার বিভিন্ন এলাকায় ধিক্কার দিবস পালন করলেন বিজেপি কর্মীরা। দলের বাঁকুড়া জেলা সম্পাদক অভিজিত্‌ দাসের নেতৃত্বে এ দিন দুপুরে শতাধিক কর্মী সমর্থক প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে খাতড়ার রাজাপাড়া থেকে পুরাতন বাজার, দাসের মোড়, কংসাবতী রোড, করালী মোড় হয়ে শহরের বিভিন্ন এলাকায় মিছিল করেন। বাঁকুড়া শহরের পাশাপাশি গঙ্গাজলঘাটি, মেজিয়া, শালতোড়া, রাইপুর, রানিবাঁধ-সহ বেশ কিছু ব্লকেও এ দিন মিছিল করা হয়। বড়জোড়া, ছাতনা, বিষ্ণুপুর ব্লকে পথসভাও হয়েছে বলে জানিয়েছে বিজেপির জেলা মুখপাত্র অজয় ঘটক। এ দিন পুরুলিয়া শহর, আনাড়া, বান্দোয়ান, কাশীপুর, গোলকুন্ডা, কুশটাঁড়, কোটশিলা, জয়পুর, বরাবাজার প্রভৃতি জায়গায় প্রতিবাদ মিছিল ও সভা করেন বিজেপির কর্মী সমর্থকেরা। দলের জেলা সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, “মাখড়া গ্রামে যে অবস্থা চলছে তা সরজমিনে দেখার জন্য ও সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা সেখানে গিয়েছিলেন। কিন্তু পুলিশ ১৪৪ ধারা জারি রয়েছে সেই অজুহাত দেখিয়ে তাঁদের যেতে দেননি। উল্টে গ্রেফতার করা হয়েছে। একি গণতন্ত্র চলছে! প্রতিবাদ চলবেই।”

আজ ফব-র কনভেনশন

নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া

লোকসভা ভোটের পর থেকেই দলের কোনও প্রকাশ্য কর্মসূচী নেই। সংগঠন চাঙা করতে ও দলের কর্মীদের আন্দোলনের পথে ফেরানোর লক্ষ নিয়ে শনিবার থেকে পুরুলিয়া শহরে শুরু হচ্ছে ফরওয়ার্ড ব্লকের দু’দিনের জেলা কনভেনশন। শনিবার জুবিলি ময়দান থেকে মিছিলের মাধ্যমে শুরু হবে কনভেনশন। দল সূত্রে জানানো হয়েছে, কনভেনশন শুরুর দিনে রাস ময়দানে ডাক দেওয়া হয়েছে প্রকাশ্য সমাবেশের। বক্তব্য রাখবেন রাজ্য সম্পাদকমণ্ডলীর দুই সদস্য জয়ন্তকুমার রায় ও নরেন চট্টোপাধ্যায়। পুরুলিয়া জেলায় ফরওয়ার্ড ব্লক শেষবার জমায়েত করেছিল দলের জেলা সম্মেলন উপলক্ষে ২০১৩-র ডিসেম্বরে পুরুলিয়া শহরে। তারপরে দল জেলাস্তরের কোনও কেন্দ্রীয় সভা বা জমায়েত করেনি। ২০১৩-র পঞ্চায়েত বা ২-১৪-র লোকসভা নির্বাচন উপলক্ষে দলের একক কোনও জমায়েত হয়নি। ২-১৩-র সেপ্টেম্বরে জেলাওয়ারি কর্মিসভা হলেও প্রকাশ্য সভা হয়নি। তারপরে গত লোকসভা নির্বাচনে দীর্ঘদিন পরে দেড় লক্ষের বেশি ভোটের ব্যবধানে পুরুলিয়া লোকসভা আসনটিও হারাতে হয়েছে দলকে। দলের জেলা সভাপতি নিশিকান্ত মেহেতা বলেন, “বামপন্থীরা এখন একটা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। ফের আমাদের মানুষের কাছে যেতে হবে। কর্মীদের কাছে সেই বার্তা পৌঁছতেই আমরা ফের কনভেনশন করছি।”

দলত্যাগীদের তোপ নেপালের

নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর ও বিষ্ণুপুর

মৃত্যুদিবসে ইন্দিরা গাঁধীর মূর্তিতে মালা। —নিজস্ব চিত্র

ইন্দিরা গাঁধীর মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এসে দলত্যাগীদের কার্যত তুলোধোনা করলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। শুক্রবার ইন্দিরা গাঁধীর মৃত্যু দিবসে রঘুনাথপুর ২ ব্লকের চেলিয়ামায় পুরানো বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় কংগ্রেসের কমিটির উদ্যোগে প্রাক্তন প্রধানন্ত্রীর আবক্ষ মূর্তি বসানো হয়। সেই অনুষ্ঠানে নেপালবাবু বলেন, “যারা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তাঁদের প্রতারক বলা হয়। এবং প্রতারকদের মানুষ কোনওদিনই ক্ষমা করে না।” স্থানীয় কংগ্রেস কর্মীদের মতে, নেপালবাবু দলত্যাগীদের উদ্দেশে ওই মন্তব্য করেছেন। কয়েকমাস আগে এই পাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক উমাপদ বাউরি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই ঘটনার জেরেই নেপালবাবুর এই মন্তব্য কি না তা তিনি পরিষ্কার করে জানাননি। বিষ্ণুপুরের পোকাবাঁধের পাড়ে ইন্দিরা গাঁধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। যুবক কংগ্রেস আয়োজিন করেছিল।

নিখোঁজ ছাত্রী

নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র

তিন দিন আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক স্কুলছাত্রী। পাত্রসায়র থানার দিশিন্দা গ্রামের বাসিন্দা বরুণ চাকির মেয়ে ১৪ বছরের প্রিয়াঙ্কা চাকির খোঁজ পাওয়া যাচ্ছে না। বরুণবাবু বৃহস্পতিবার রাতে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। প্রিয়াঙ্কা স্থানীয় পারুলিয়া বিবেকানন্দ হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। তার বাবার কথায়, “বুধবার বেলা সাড়ে ১১ টা নাগাদ বাড়ি থেকে বের হয় প্রিয়াঙ্কা। তারপর সে আর বাড়ি ফেরেনি। সারাদিন তার কোনও খোঁজ না পেয়ে আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেছি। কিন্তু তার কোনও খবর আমরা পাইনি।” তার বাবার আক্ষেপ, তিন দিন পেরোতে চলল। এখনও তাই মেয়ের খবর না পেয়ে তাঁরা যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীটি যে ভাবে নিখোঁজ হয়েছে তা রহস্যজনক। সব থানায় খবর পাঠানো হয়েছে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বেহাল পরিষেবা

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিএসএনএল পরিষেবা স্বাভাবিক হল না রামপুরহাট মহকুমায়। এর ফলে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার রাত পর্যন্ত এই মহকুমা জুড়ে বিএসএনএল-এর পরিষেবার উপর সরকারি অফিস থেকে রেল, ব্যাঙ্ক, অফিসের কাজ কর্ম থেকে হাসপাতালের অনেক কাজকর্ম ব্যাহত হয়। বিএসএনএল-এর রামপুরহাট মহকুমা ট্রান্সমিশন বিভাগের আধিকারিক আতিউর রহমান বলেন, “বৃহস্পতিবার দুপুরে একটি সংস্থার তাদের মাটির নীচে কেবল বসানোর কাজ করছিল। ওই সময় মাটির নীচ দিয়ে যাওয়া বিএসএনএল-এর কেবল ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য বিএসএনএল-এর টেলিফোন এবং মোবাইল পরিষেবা ব্যাহত হয়েছে। দ্রুত মেরামতির কাজ চলছে। শীঘ্রই পরিষেবা স্বাভাবিক হবে।” তিনি জানান, রামপুরহাট শহরের মধ্যে মাড়গ্রাম মোড়ে এই ঘটনার জন্য শুক্রবার সকালে ওই সংস্থার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • ছাতনা

ট্রেকারের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। শুক্রবার বাঁকুড়া-ছাতনা রাজ্য সড়কের ছাতনা থানার লোহারগড় মোড়ে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, কৃষ্ণ ঘোষ (১২) নামে ওই ছাত্র সাইকেল চালিয়ে টিউশন নিয়ে বাড়ি ফিরছিল। পথে একটি ট্রেকার তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সে মারা যায়। এই ঘটনার প্রতিবাদে কয়েক ঘণ্ট পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। চালক-সহ ট্রেকারটি আটক করেছে পুলিশ।

ব্যবসায়ীদের দাবি

ইন্টারনেটে জিনিসপত্রের ব্যবসা করা সংস্থাগুলির উপরে সরকারি নজরদারি বাড়ানো ও সংস্থাগুলিকে ব্যবসার নিয়ম নীতির মধ্যে আনার দাবি তুলল বাঁকুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শুক্রবার এই দাবিতে বাঁকুড়ার মাচানতলা মোড়ে অবস্থান ধর্নায় বসেন সংগঠনের সদস্যেরা। বাঁকুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা অভিযোগ করেন, “ইন্টারনেটের মাধ্যমে বিদেশি সংস্থাগুলি আমাদের দেশে ব্যবসা করছে। যে সব সংস্থাগুলি এ ভাবে ব্যবসা করছে তারা নিয়ম নীতি মানছে না। সরকার রাজস্বও পাচ্ছে না। গ্রাহকদের ঠকানো হচ্ছে বলেও অভিযোগ উঠছে।” ইন্টারনেটে ব্যবসা করা সংস্থাগুলির উপরে তাই অবিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেছেন তিনি।

স্বীকৃতির দাবি

তফশিলি উপজাতির স্বীকৃতির দাবিতে শুক্রবার একটি গোষ্ঠীর সদস্যেরা সভা করলেন মানবাজার থানার ধানাড়া অঞ্চলের ধগড়া গ্রামে। গোষ্ঠীর অন্যতম মুখপাত্র হিরন্ময় মাঝি, প্রাণকৃষ্ণ মাঝি বলেন, “ঝাড়খণ্ড, বিহারে আমাদের জাতিভুক্ত সদস্যরা তফশিলি উপজাতির মর্যাদা পেয়ে আসছে। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া মেদিনীপুরে আমাদের গোষ্ঠীর সদস্যরা বাস করেন। এই রাজ্যে আমাদের গোষ্ঠীর কিছু লোকের তফশিলি উপজাতির পরিচয়পত্র রয়েছে। কিন্তু সবার নেই। সেই দাবি নিয়েই আমরা এগোবো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE