Advertisement
০৪ মে ২০২৪

হামলা, নালিশ করল বিজেপি

বিজেপি-র স্মারকলিপি দেওয়ার কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার দুই জেলায় বিক্ষিপ্ত কিছু গোলমাল বাধল। পুরুলিয়ার কাশীপুরে বিজেপি কর্মীদের বাস লক্ষ করে তৃণমূলের পার্টি অফিস থেকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তাতে দু’জন আহত হয়।

আহত: কাশীপুরে বিজেপি সমর্থক সারথি কর্মকার। নিজস্ব চিত্র

আহত: কাশীপুরে বিজেপি সমর্থক সারথি কর্মকার। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০১:৫৮
Share: Save:

বিজেপি-র স্মারকলিপি দেওয়ার কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার দুই জেলায় বিক্ষিপ্ত কিছু গোলমাল বাধল। পুরুলিয়ার কাশীপুরে বিজেপি কর্মীদের বাস লক্ষ করে তৃণমূলের পার্টি অফিস থেকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তাতে দু’জন আহত হয়। বাঁকুড়ার রাইপুরের ঢেকোতেও বিজেপি-র একটি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ওন্দায় ব্লক অফিসে আবার পুলিশের সঙ্গে বিজে কর্মীদের ধস্তাধস্তি বাধে। তাতে ব্লক অফিসের কিছু ক্ষতি হয় বলে অভিযোগ।

এ দিন বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিজেপি কর্মীদের রাজ্যজুড়ে ব্লক অফিসগুলিতে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল। বিজেপি-র অভিযোগ, পুরুলিয়ার কাশীপুরে স্মারকলিপি দিয়ে ফেরার পথে তৃণমূলের পার্টি অফিস থেকে তাঁদের বাস লক্ষ করে পাথর ছোড়া হয়। স্থানীয় বিজেপি নেতা কমলাকান্ত হাঁসদার দাবি, ‘‘তৃণমূলের ছোড়া পাথরে দলের দুই সমর্থক বংশী বাউরি ও সারথি কর্মকার আহত হয়েছেন। সারথির চোখের কোন বাসের জানলার ভাঙা কাচে কেটে গিয়েছে।’’ হুড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তাঁদের চিকিৎসা করানো হয়েছে। যদিও বিজেপি-র ওই দাবি অসত্য বলে পাল্টা দাবি করেছেন, তৃণমূলের কাশীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া।

এ দিন বেলার দিকে, রাইপুর ব্লক অফিসে স্মারকলিপি দিতে বিভিন্ন গ্রাম থেকে আটটি বাসে বিজেপি কর্মীরা আসছিলেন। রাইপুরের ঢেকো মোড়ে তৃণমূলের কর্মীরা বাসগুলি আটকান বলে অভিযোগ। কোনওরকমে সাতটি বাস বেরিয়ে গেলেও শেষ বাসটি আটকে তৃণমূল কর্মীরা ভাঙচুর চালান বলে অভিযোগ।

বিজেপি-র জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রের অভিযোগ, ‘‘ঢেকোয় আমাদের কর্মীদের গাড়ি লক্ষ করে তৃণমূল কর্মীরা গুলিও চালিয়েছেন। কপালজোরে কেউ আহত হননি।’’ এই ঘটনার প্রতিবাদে রাইপুরের বক্সী মোড়ে বিজেপি কর্মীরা কিছুক্ষণ বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর অভিযোগ মিথ্যা। একটি বাসে সামান্য ভাঙচুর হয়েছে। তৃণমূলের জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তীর দাবি, ‘‘বিজেপি কর্মীদের কোথাও বাধা দেওয়া হয়নি। মিথ্যা অভিযোগ তুলে অশান্তি পাকানোর চেষ্টা করছেন ওঁরা।’’

ওন্দা ব্লক অফিসে বিজেপি কর্মীরা মিছিল নিয়ে ঢুকতে গেলে, পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। সেই সময় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়। ধস্তাধস্তির মধ্যে ব্লক অফিসের নোটিস বোর্ড ভেঙে যায়। তবে এরপরে আর গোলমাল হয়নি।

এ দিন জেলার বিভিন্ন ব্লকের সঙ্গে বিষ্ণুপুর মহকুমার সোনামুখী, ইন্দাস ও বিষ্ণুপুর ব্লক অফিসে নানা দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সোনামুখী ব্লক অফিসে বিক্ষোভে উপস্থিত থেকে রাজ্য কিসান মোর্চার সাধারণ সম্পাদক সুজিত অগাস্তি বলেন, ‘‘দামোদরের পাড় ভাঙ্গন নিয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’’ ইন্দাসে বিক্ষোভে সামিল থাকা ভারতীয় জনতা পাটির ইন্দাস মণ্ডল সভাপতি দশরথ মল্লিক বলেন, ‘‘একশো দিনের কাজে স্বজনপোষণ বন্ধ করা, ইন্দাস ব্লকে অবৈধ বালি খাদান বন্ধ করা-সহ ১১ দফা দাবি জানিয়েছি।’’ বিজেপি-র বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি স্বপন ঘোষ বলেন, ‘‘শাসকদলের মদতে থেকে বালি মাফিয়ারা বিষ্ণুপুর ব্লক জুড়ে নদনদীতে বালি লুঠ চালাছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE