Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বৈঠকে মিটল কোন্দল

অবশেষে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে, বিশ্বভারতীতে যুযুধান তৃণমূলের দুই শিবিরের বৈঠক করালেন অনুব্রত মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৬:৩০
Share: Save:

অবশেষে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে, বিশ্বভারতীতে যুযুধান তৃণমূলের দুই শিবিরের বৈঠক করালেন অনুব্রত মণ্ডল। দলের বোলপুরের সাংসদ অনুপম হাজরা এবং দলের শিক্ষাবন্ধু সেলের রাজ্য সভাপতি দেবব্রত সরকারকে বোলপুরের দলীয় কার্যালয়ে ডেকে, শনিবার সন্ধ্যায় দুরত্ব ঘুচিয়ে একে অপরকে সহায়তা করার জন্য পরামর্শ দিলেন তিনি। দশ মিনিট আলোচনার পর, সাংবাদিকদের প্রশ্নে তিনি বিষয়টিকে ‘কমিউনিকেশন গ্যাপ’ বলেন। অনুব্রত বলেন, “একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। মিটে গিয়েছে। অনুপমের প্রয়োজনে সব রকমের সহায়তা করবে গগন। গগনের প্রয়োজনে অনুপমও সহায়তা করবে। আমরা শিক্ষাক্ষেত্রে রাজনীতি প্রবেশ হোক চাই না।” প্রায় একই কথা বলেন অনুপমও। তিনি বলেন, “ফের কাকু( অনুব্রত) ভাইপো সম্পর্ক ফিরে এল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আমার প্রয়োজনে সব রকমের সহায়তা করবে গগনদা। আমিও একই ভাবে সহায়তা করব।” গগন বলেন “দলনেত্রীর নির্দেশে, জেলা সভাপতির মধ্যস্থতায় আলোচনা হয়েছে। ভুল বোঝাবুঝি ছিল, তা মিটেছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

conference conflict
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE