নিজস্ব সংবাদদাতা
জেলার বিরোধী দলের নেতারা মনে করিয়ে দিয়েছেন, ‘উন্নয়ন’ এর বাধা ঠেলে সামান্য কিছু আসনেই মনোনয়ন জমা করা গিয়েছিল। ১০ এপ্রিল নির্বাচন কমিশন মনোনয়নের দিন বাড়িয়ে ফের তা প্রত্যাহার করে নেওয়ায় হতাশা তৈরি হয়েছিল।
দয়াল সেনগুপ্ত
আগামী ২৪ মে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত মন্ত্রকের আমন্ত্রণে মধ্যপ্রদেশের জব্বলপুরে গিয়ে ওই পুরস্কার নেবেন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি বিকাশ রায়চৌধুরী।
নিজস্ব সংবাদদাতা
ঘটনার পর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।
নিজস্ব সংবাদদাতা
সত্যনারায়ণ জানান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন অশোক। এখন নিজের ব্যবসা রয়েছে। তাঁরা জিজ্ঞাসা করেছিলেন, কী করে পৌঁছলেন পুরুলিয়ায়?
অর্ঘ্য ঘোষ
বামফ্রন্ট আমলেও কোনও দিনও পরাজয়ের মুখে পড়েননি। সর্বশক্তিতে লড়েও তাঁর হাত থেকে কখনও পঞ্চায়েত ছিনিয়ে নিতে পারেনি তৎকালীন শাসক সিপিএম।
নিজস্ব সংবাদদাতা
মনোনয়ন জমা করা যে শেষ দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন, সেটা পেরিয়ে যাওয়ার পরে নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট।
অর্ঘ্য ঘোষ
জেলা তৃণমূলের নেতারাও একান্তে মানেন, ময়ূরেশ্বর ২ ব্লকে জটিল মণ্ডলই শাসকদলের আন্দোলনের অন্যতম মুখ। তাঁকে ঘিরেই আবর্তিত হয় এলাকার রাজনীতি
প্রশান্ত পাল
সোমবার রাতে বরাবাজারের নিশ্চিন্তপুর গ্রামে সংঘর্ষে আহত তিন কর্মীকে নিয়ে পঞ্চায়েত সমিতির বিদায়ী সহ-সভাপতি প্রতুল মাহাতো ওই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে যান।
বিপ্লব মণ্ডল
গ্রামবাসীদের সঙ্গে বরাবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রতুল মাহাতোও ছিলেন। তিনি আবার রোগী কল্যাণ সমিতির সদস্য।
নিজস্ব সংবাদদাতা
বিষ্ণুপুরের সেই অযোধ্যা হাইস্কুলের নবম শ্রেণির এক ছাত্রের প্রাণও কেড়ে নিল বেপরোয়া বালির গাড়ি। সোমবার দুপুরের ওই ঘটনায় তোলপাড় হল বিষ্ণুপুর ব্লকের লোহালাড়া গ্রাম।
নিজস্ব সংবাদদাতা
চলতি মাসের ৭ তারিখ, শনিবার মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে তেতে উঠেছিল মহম্মদবাজার। বিরোধীদের দাবি, শাসকদলের লোকেদের হাতে ‘একতরফা’ মার খেয়েও মরিয়া হয়ে তারা মনোনয়ন জমা করে।
নিজস্ব সংবাদদাতা
সমাবর্তনে বিশ্বভারতী থেকে পাশ করে যাওয়া পড়ুয়াদের শংসাপত্র দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় ‘দেশিকোত্তম’, ‘অবন-গগন পুরস্কার’ ও ‘রথীন্দ্র পুরস্কার’। শুরু হল তারই প্রস্তুতি।
নিজস্ব সংবাদদাতা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাইকুনি গ্রাম ও গ্রামের তৃণমূল কার্যালয়ের দখলকে কেন্দ্র করে অঞ্চল সভাপতি শেখ নাজির ও স্থানীয় নেতা মিনু মোল্লার মধ্যে বিবাদ রয়েছে।
রাজদীপ বন্দ্যোপাধ্যায়
সিপিএমের জেলা সম্পাদক অজিত পতির অভিযোগ, “পুলিশ ও প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। গ্রামে এসে তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা প্রার্থীদের উপরে হামলা চালিয়ে গেলেও পুলিশের সাহায্য পাওয়া যাচ্ছে না।’’
নিজস্ব সংবাদদাতা
সোমবার সকালেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ এক দিনের জন্য বাড়িয়ে মঙ্গলবার পর্যন্ত করেছে। কিন্তু সেই স্থগিতাদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল তৃণমূল।
নিজস্ব সংবাদদাতা
ফি বছর নিজের গ্রামের শিব গাজনে ভক্তা হয়ে উপোস করেন জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ তৃণমূলের হলধর মাহাতো। এ বারও তিনি পুরুলিয়া ২ ব্লকের একটি আসন থেকে মনোনয়ন দিয়েছেন।
নিজস্ব সংবাদদাতা
এ বার মনোনয়ন পর্ব শেষ হওয়ার পরেই বিরোধীরা প্রার্থী দিতে না পারায় বাঁকুড়ার জেলা পরিষদ এবং জেলার ২২টির মধ্যে ১২টি পঞ্চায়েত সমিতিতে ভোটের আগেই এগিয়ে গিয়েছে তৃণমূল।
নিজস্ব প্রতিবেদন
একে রবিবার। তার উপর বাংলা নববর্ষ। পঞ্চায়েত ভোটের বাজারে বাড়ি বাড়ি প্রচারের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এমন দিনকেই বাছবেন। অন্তত এতদিন এমন ছবিই দেখে এসেছে বীরভূম।