Advertisement
০৭ মে ২০২৪

চোদ্দো প্রাক্তন জঙ্গি অনশনে

স্থায়ী চাকরির দাবিতে আমরণ অনশনে বসলেন ১৪ জন প্রাক্তন কেএলও সদস্য ও কেএলও লিঙ্কম্যান৷

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০২:৩১
Share: Save:

স্থায়ী চাকরির দাবিতে আমরণ অনশনে বসলেন ১৪ জন প্রাক্তন কেএলও সদস্য ও কেএলও লিঙ্কম্যান৷

অনশনে বসেছেন কেএলও-র প্রথম ব্যাচে অস্ত্র প্রশিক্ষণ নেওয়া সতীপ্রসাদ রায় ও তৃতীয় ব্যাচে প্রশিক্ষণ নেওয়া লালন দাসও৷ বাকিরা প্রত্যেকেই লিঙ্কম্যান৷ যাঁরা ২০০৩ সালের মধ্যেই আত্মসমর্পণ করেছেন৷ আন্দোলনকারীরা জানিয়েছেন, আত্মসমর্পণের পর ২০০৪ সালে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মোট ৩০ জন প্রাক্তন কেএলও সদস্য ও লিঙ্কম্যানকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়৷ ওই বছরই তাঁদের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিভিন্ন অ্যাম্বুল্যান্স ও মোবাইল মেডিক্যাল ভ্যানে চালক হিসাবে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়৷ বর্তমানে তাঁরা দুই জেলার স্বাস্থ্য দফতরের বিভিন্ন গাড়ি চালান৷ আন্দোলনকারীদের অভিযোগ, প্রশিক্ষণের সময় তাঁদের বলা হয়েছিল, স্থায়ী চাকরী দেওয়া হবে, অথচ আজ এত বছর পরেও তা হয়নি৷ বেতনও মাত্র সাড়ে আট হাজার টাকা৷ তাঁরা বলেন, ‘‘ওই টাকায় সংসার চালানো সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ তাই এই আন্দোলন৷’’ এ দিন সকালবেলাতেই জেলা স্বাস্থ্য অধিকর্তা জগন্নাথ সরকারের ঘরের সামনে বসে অনশন শুরু করেছেন তাঁরা৷ সতীপ্রসাদ রায়ের বক্তব্য, ‘‘শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়েছে৷ কিন্তু কাজ হয়নি৷’’ জগন্নাথবাবু বলেন, ‘‘ওঁদের দাবির কথা উপর মহলে বলাও হয়েছে৷ তাই তাদের একটু ধৈর্য ধরতে বলেছি৷’’ জেলাশাসক রচনা ভকত জানান, সিএমওএইচের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন ৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ex-Terrorist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE